ETV Bharat / bharat

Top News: টপ নিউজ় @ সকাল 11 টা - টপ নিউজ়

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে (Top News at 11 am) ৷

Top News
টপ নিউজ়
author img

By

Published : Aug 9, 2022, 11:01 AM IST

1. HC over Ultrasound Machine: ভ্রূণ চেনার আলট্রা সাউন্ড মেশিন বাড়িতে ব্যবহার, ব্যতিক্রমী নির্দেশ দিল্লি আদালতের

প্রৌঢ়ের বয়স 70 এবং তিনি স্নায়ু রোগে আক্রান্ত ৷ চিকিৎসার প্রয়োজনে বাড়িতেই আইসিইউ বন্দোবস্ত করতে হয়েছে ৷ সেখানে লাগবে আলট্রা সাউন্ড মেশিন ৷ এদিকে এই যন্ত্রের অপব্যবহার রুখতে পিএনডিটি অ্যাক্ট রয়েছে ৷ তাৎপর্যপূর্ণ রায় দিল দিল্লি আদালত (HC over Ultrasound Machine) ।

2. Manab Mukherjee: সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মানব মুখোপাধ্যায়

সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি সিপিআইএম নেতা তথা প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায় (Manab Mukherjee)৷ বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি (CPIM leader)৷

3. Woman Slits Live-In Partner: বিয়ে করতে নারাজ লিভ-ইন সঙ্গী, রাগে গলায় ক্ষুর চালাল প্রেমিকা

বিয়ের কথা মনে করাতেই বেঁকে বসে ফিরোজ । স্পষ্ট বলে দেয়, কোনও 'চরিত্রহীনা'কে বিয়ে করতে পারবে না সে । সেকথা শুনে স্বাভাবিক ভাবে মাথা ঠান্ডা রাখতে পারেনি প্রীতি । সোজা ফিরোজের গলায় ক্ষুর চালিয়ে দেয় (Woman slits Live-In Partner) ।

4. Kamaleshwar Mukherjee: আচমকা বুকে ব্যথা, হৃদযন্ত্রে স্টেইন বসল কমলেশ্বর মুখোপাধ্যায়ের

আচমকা বুকে ব্যথা হওয়ায় হাসপাতালে ভর্তি করা হল পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়কে (Kamaleshwar Mukherjee)৷ অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে তাঁর হৃদযন্ত্রে দুটি স্টেইন বসানো হয়েছে ৷

5. Corona Update in India: করোনা সংক্রমণ কমে 13 হাজারের কাছাকাছি, চলছে প্রিকশন ডোজ প্রক্রিয়া

গত 24 ঘণ্টায় অনেকটাই কমেছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ রবিবারের রিপোর্টেও সংখ্যাটা 19 হাজার ছুঁই ছুঁই ছিল ৷ আজ একেবারে 12 হাজারের ঘরে ৷ দেশজুড়ে বিনামূল্যে প্রিকশন ডোজ দেওয়া হচ্ছে (Corona Update in India) ৷

6. Achinta in Kolkata: ঘরে ফিরলেন সোনার ছেলে, অচিন্ত্যকে নিতে বিমানবন্দরে গোটা দেউলপুর

ছেলেকে বাড়ি নিয়ে যেতে কলকাতা বিমানবন্দরে ঢল নামে মানুষের, ভেঙে পড়ে গোটা দেউলপুর । এলাকা কচিকাঁচা থেকে যুবকে, সকলেই চলে আসেন বিমানবন্দরে । ফুল-মালা সহকারে অচিন্ত্যকে বরণ করে নেওয়া হয় বিমানবন্দর চত্বরে । ঢোল বাজিয়ে চলতে থাকে সেলিব্রেশন (Achinta in Kolkata) ।ছেলেকে বাড়ি নিয়ে যেতে কলকাতা বিমানবন্দরে ঢল নামে মানুষের, ভেঙে পড়ে গোটা দেউলপুর । এলাকা কচিকাঁচা থেকে যুবকে, সকলেই চলে আসেন বিমানবন্দরে । ফুল-মালা সহকারে অচিন্ত্যকে বরণ করে নেওয়া হয় বিমানবন্দর চত্বরে । ঢোল বাজিয়ে চলতে থাকে সেলিব্রেশন (Achinta in Kolkata) ।

7. SpiceJet Incidents: কম খরচের স্পাইসজেট বিমানেই সবচেয়ে বেশি দুর্ঘটনা, সতর্কবাণী শোনাল মন্ত্রক

নিরাপত্তার দিক দিয়ে একেবারেই সুবিধেজনক নয় স্পাইসজেট, তথ্য তেমনটাই বলছে (SpiceJet Incidents) ৷ উড়ান কোম্পানিটিকে কড়া নজরদারিতে রেখেছে ডিজিসিএ ৷

8. Market Price in Kolkata: আজ সবজি-মাছ-মাংসের দাম কত ? রইল বাজারদরের খুঁটিনাটি

আজ শহরে সবজি, মাছ ও মাংসের দাম কত (Market Price in Kolkata) ? একনজরে দেখে নিন বাজারদরের খুঁটিনাটি ৷

9. West Bengal Weather Update: শঙ্কা বাড়িয়ে নিম্নচাপ দক্ষিণবঙ্গে, বৃষ্টি আসছে

নিম্নচাপ ঘনীভূত হচ্ছে ৷ তাই আজ থেকে 11 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করেছে হাওয়া অফিস (West Bengal Weather Update) ৷

10. Pilgrims Injured: ফের জল্পেশে যাওয়ার পথে দুর্ঘটনা, জখম 22

মাসের শুরুতেই গাড়িতে শর্ট সার্কিটের জেরে মৃত্যু হয়েছিল 10 পুণ্যার্থীর । তার রেশ কাটতে না কাটতেই ফের পুণ্যার্থীবোঝাই গাড়ি দুর্ঘটনায় আহত হলেন 22 জন ৷ গুরুতর আহত 5 জন (Pilgrims Injured In Mekliganj) ৷

1. HC over Ultrasound Machine: ভ্রূণ চেনার আলট্রা সাউন্ড মেশিন বাড়িতে ব্যবহার, ব্যতিক্রমী নির্দেশ দিল্লি আদালতের

প্রৌঢ়ের বয়স 70 এবং তিনি স্নায়ু রোগে আক্রান্ত ৷ চিকিৎসার প্রয়োজনে বাড়িতেই আইসিইউ বন্দোবস্ত করতে হয়েছে ৷ সেখানে লাগবে আলট্রা সাউন্ড মেশিন ৷ এদিকে এই যন্ত্রের অপব্যবহার রুখতে পিএনডিটি অ্যাক্ট রয়েছে ৷ তাৎপর্যপূর্ণ রায় দিল দিল্লি আদালত (HC over Ultrasound Machine) ।

2. Manab Mukherjee: সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মানব মুখোপাধ্যায়

সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি সিপিআইএম নেতা তথা প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায় (Manab Mukherjee)৷ বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি (CPIM leader)৷

3. Woman Slits Live-In Partner: বিয়ে করতে নারাজ লিভ-ইন সঙ্গী, রাগে গলায় ক্ষুর চালাল প্রেমিকা

বিয়ের কথা মনে করাতেই বেঁকে বসে ফিরোজ । স্পষ্ট বলে দেয়, কোনও 'চরিত্রহীনা'কে বিয়ে করতে পারবে না সে । সেকথা শুনে স্বাভাবিক ভাবে মাথা ঠান্ডা রাখতে পারেনি প্রীতি । সোজা ফিরোজের গলায় ক্ষুর চালিয়ে দেয় (Woman slits Live-In Partner) ।

4. Kamaleshwar Mukherjee: আচমকা বুকে ব্যথা, হৃদযন্ত্রে স্টেইন বসল কমলেশ্বর মুখোপাধ্যায়ের

আচমকা বুকে ব্যথা হওয়ায় হাসপাতালে ভর্তি করা হল পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়কে (Kamaleshwar Mukherjee)৷ অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে তাঁর হৃদযন্ত্রে দুটি স্টেইন বসানো হয়েছে ৷

5. Corona Update in India: করোনা সংক্রমণ কমে 13 হাজারের কাছাকাছি, চলছে প্রিকশন ডোজ প্রক্রিয়া

গত 24 ঘণ্টায় অনেকটাই কমেছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ রবিবারের রিপোর্টেও সংখ্যাটা 19 হাজার ছুঁই ছুঁই ছিল ৷ আজ একেবারে 12 হাজারের ঘরে ৷ দেশজুড়ে বিনামূল্যে প্রিকশন ডোজ দেওয়া হচ্ছে (Corona Update in India) ৷

6. Achinta in Kolkata: ঘরে ফিরলেন সোনার ছেলে, অচিন্ত্যকে নিতে বিমানবন্দরে গোটা দেউলপুর

ছেলেকে বাড়ি নিয়ে যেতে কলকাতা বিমানবন্দরে ঢল নামে মানুষের, ভেঙে পড়ে গোটা দেউলপুর । এলাকা কচিকাঁচা থেকে যুবকে, সকলেই চলে আসেন বিমানবন্দরে । ফুল-মালা সহকারে অচিন্ত্যকে বরণ করে নেওয়া হয় বিমানবন্দর চত্বরে । ঢোল বাজিয়ে চলতে থাকে সেলিব্রেশন (Achinta in Kolkata) ।ছেলেকে বাড়ি নিয়ে যেতে কলকাতা বিমানবন্দরে ঢল নামে মানুষের, ভেঙে পড়ে গোটা দেউলপুর । এলাকা কচিকাঁচা থেকে যুবকে, সকলেই চলে আসেন বিমানবন্দরে । ফুল-মালা সহকারে অচিন্ত্যকে বরণ করে নেওয়া হয় বিমানবন্দর চত্বরে । ঢোল বাজিয়ে চলতে থাকে সেলিব্রেশন (Achinta in Kolkata) ।

7. SpiceJet Incidents: কম খরচের স্পাইসজেট বিমানেই সবচেয়ে বেশি দুর্ঘটনা, সতর্কবাণী শোনাল মন্ত্রক

নিরাপত্তার দিক দিয়ে একেবারেই সুবিধেজনক নয় স্পাইসজেট, তথ্য তেমনটাই বলছে (SpiceJet Incidents) ৷ উড়ান কোম্পানিটিকে কড়া নজরদারিতে রেখেছে ডিজিসিএ ৷

8. Market Price in Kolkata: আজ সবজি-মাছ-মাংসের দাম কত ? রইল বাজারদরের খুঁটিনাটি

আজ শহরে সবজি, মাছ ও মাংসের দাম কত (Market Price in Kolkata) ? একনজরে দেখে নিন বাজারদরের খুঁটিনাটি ৷

9. West Bengal Weather Update: শঙ্কা বাড়িয়ে নিম্নচাপ দক্ষিণবঙ্গে, বৃষ্টি আসছে

নিম্নচাপ ঘনীভূত হচ্ছে ৷ তাই আজ থেকে 11 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করেছে হাওয়া অফিস (West Bengal Weather Update) ৷

10. Pilgrims Injured: ফের জল্পেশে যাওয়ার পথে দুর্ঘটনা, জখম 22

মাসের শুরুতেই গাড়িতে শর্ট সার্কিটের জেরে মৃত্যু হয়েছিল 10 পুণ্যার্থীর । তার রেশ কাটতে না কাটতেই ফের পুণ্যার্থীবোঝাই গাড়ি দুর্ঘটনায় আহত হলেন 22 জন ৷ গুরুতর আহত 5 জন (Pilgrims Injured In Mekliganj) ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.