ETV Bharat / bharat

Top News : টপ নিউজ @ রাত 9 টা - টপ নিউজ

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে (Top News)।

Top News
টপ নিউজ
author img

By

Published : Jul 8, 2022, 9:02 PM IST

1.Amarnath Cloudbursts: অমরনাথে মেঘভাঙা বৃষ্টিতে মৃত কমপক্ষে 10, স্থগিত অমরনাথ যাত্রা

মেঘভাঙা বৃষ্টির জেরে বড় বিপত্তি অমরনাথে ৷ প্রবল বর্ষণ ও জলের তোড়ে বেশকয়েক জনের ভেসে যাওয়ার ও মৃত্যুর আশঙ্কা ৷

2.Saigal Hossain: বিএসএফ, শুল্ক আধিকারিকদের বাদ দিয়ে রাজ্য পুলিশের কর্মীকে গ্রেফতার কেন ? সিবিআই আদালতে প্রশ্ন সায়গলের আইনজীবীর

গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) মামলায় আবার 14 দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হল ধৃত সায়গল হোসেনকে (Saigal Hossain) ৷ তাঁর গ্রেফতারি প্রসঙ্গে কী বললেন আইনজীবী ? জেনে নিন ৷

3.Corona Update in Bengal: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত 2 হাজার 950, মৃত 3

রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু (Corona Death toll in Bengal) হয়েছে 21 হাজার 236 জনের ৷ মোট করোনা সংক্রামিতের সংখ্যা দাঁড়িয়েছে 20 লাখ 45 হাজার 781 জন ৷ গত চব্বিশ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে 18 হাজার 320 জনের ৷

4.School Bus Stuck: জমা জলে ডুবল স্কুলবাস, উদ্ধার 25 জন পড়ুয়া; দেখুন সেই ভিডিয়ো

তেলেঙ্গানার মাহাবুবনগরের মাচানপল্লী এবং কোদুরের মধ্যে রয়েছে একটি সাবওয়ে ৷ শুক্রবার দুপুরে সেখান থেকে একটি স্কুলবাস পড়ুয়া সমেত পারাপার করছিল ৷ ঠিক তখন ঘটল দুর্ঘটনা (School Bus Stuck in flood at Telangana)৷ এত বৃষ্টি হচ্ছিল যে ওই জমা জলে ডুবে গেল স্কুলবাস ৷ বাস ভর্তি ছিল ছোট ছোট স্কুলপড়ুয়া ৷ পড়ুয়া সমেত বাসটি ডুবে যেতেই কান্নার আওয়াজ শোনা যায় ৷ চালকও ততক্ষণ বাস থেকে নেমে সাহায্যের জন্য চেঁচিয়ে ওঠেন ৷ স্থানীয়রা তড়িঘড়ি সেই আওয়াজ পেয়ে ছুটে আসেন ৷ গলা সমান জলে নেমে স্থানীয়রা বাসে থাকা পড়ুয়াদের উদ্ধার করেন ৷

5.Jyoti Basu Idol: রাজ্যের কোথাও ঠাঁই পায়নি জ্যোতিবাবুর মোমের মূর্তি ! জন্মদিনে মালা দিলেন শিল্পী

জন্মদিনে জ্যোতি বসুকে তাঁরই তৈরি একটি মূর্তি দিয়েছিলেন ভাস্কর সুশান্ত রায় (Jyoti Basu Idol)। পরে রাজ্যে পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইন্দিরা ভবন ফাঁকা করে দেওয়া হয় । সেখানে ঠাঁই পায়নি মূর্তিটি ৷ পরে সেই মূর্তিটি নিজের কাছে নিয়ে যান সুশান্তবাবু ৷ এরপর থেকেই প্রতিবছর জন্মদিনে জ্যোতি বসুর সেই মূর্তিতে মালা পড়িয়ে শ্রদ্ধা জানান সুশান্ত রায় ।

6.Ganja Smuggling: সিমেন্টের বস্তাবোঝাই গাড়ি থেকে উদ্ধার 348 কেজি গাঁজা, ধৃত 1

সিআইডি-র (CID) জালে আন্তঃরাজ্য গাঁজা পাচার চক্রের (Ganja Smuggling) এক সদস্য ৷ উদ্ধার 348 কেজি গাঁজা ৷ সিমেন্টের বস্তার ভিতর লুকিয়ে গাঁজা পাচার করা হচ্ছিল বলে দাবি গোয়েন্দাদের ৷

7.Kolkata Municipal Corporation: কলকাতা পৌরনিগমে কর্মীদের ভাতা কাঠামোয় আসছে পরিবর্তন

ওভারটাইম-সহ কর্মীদের ভাতা কাঠামোয় বদল আনতে চলেছে কলকাতা পৌরনিগম ৷ বেঁধে দেওয়া হতে চলেছে ঊর্ধ্বসীমা ৷ সম্প্রতি মেয়র পারিষদ (KMC MIC) বৈঠকে এই নিয়মের ছাড়পত্র মিলেছে ।

8.Gun Violence in Japan: শিনজো আবেই প্রথম নন, আগেও জাপানে আক্রান্ত হয়েছেন বিশিষ্টরা

শিনজো আবের (Shinzo Abe) আগেও জাপানের একাধিক বিশিষ্ট ব্যক্তি বন্দুকবাজের হামলার (Gun Violence in Japan) মুখে পড়েছেন ৷ তুলে ধরা হল তেমনই কিছু ঘটনা ৷

9.Jyoti Basu: জ্যোতি বসুর জন্মদিনেই শুরু তাঁর নামাঙ্কিত গবেষণাগারের কাজ

বাম জমানায় জ্যোতি বসুর (Jyoti Basu) নামে একটি গবেষণাগার তৈরি করার পরিকল্পনা করে সিপিএম (CPIM) ৷ তৈরি হয় ট্রাস্ট ৷ জমি নিয়ে দীর্ঘ টালবাহানার পর অবশেষে আজ জ্য়োতি বসুর জন্মদিনে শুরু হল তাঁর নামাঙ্কিত ট্রাস্টের কাজ ৷

10.HC on Somendu Case: আপাতত স্বস্তি সৌমেন্দুর, জমি বিক্রির মামলায় রাজ্যকে কেস ডাইরি আনার নির্দেশ হাইকোর্টের

পূর্ব মেদিনীপুরের কাঁথির রাঙামাটি এলাকার একটি শ্মশানের জমিতে বেআইনি দোকান ঘর বসিয়ে তা প্লট বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে সৌমেন্দু অধিকারীর (Soumendu Adhikari) বিরুদ্ধে ৷ এই নিয়ে এফআইআরও হয়েছে ৷ এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন সৌমেন্দু ৷ আদালত এখনই কড়া ব্যবস্থা না নেওয়ার নির্দেশ দিয়েছে (Calcutta High Court Order on Somendu Adhikari Case) ৷

1.Amarnath Cloudbursts: অমরনাথে মেঘভাঙা বৃষ্টিতে মৃত কমপক্ষে 10, স্থগিত অমরনাথ যাত্রা

মেঘভাঙা বৃষ্টির জেরে বড় বিপত্তি অমরনাথে ৷ প্রবল বর্ষণ ও জলের তোড়ে বেশকয়েক জনের ভেসে যাওয়ার ও মৃত্যুর আশঙ্কা ৷

2.Saigal Hossain: বিএসএফ, শুল্ক আধিকারিকদের বাদ দিয়ে রাজ্য পুলিশের কর্মীকে গ্রেফতার কেন ? সিবিআই আদালতে প্রশ্ন সায়গলের আইনজীবীর

গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) মামলায় আবার 14 দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হল ধৃত সায়গল হোসেনকে (Saigal Hossain) ৷ তাঁর গ্রেফতারি প্রসঙ্গে কী বললেন আইনজীবী ? জেনে নিন ৷

3.Corona Update in Bengal: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত 2 হাজার 950, মৃত 3

রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু (Corona Death toll in Bengal) হয়েছে 21 হাজার 236 জনের ৷ মোট করোনা সংক্রামিতের সংখ্যা দাঁড়িয়েছে 20 লাখ 45 হাজার 781 জন ৷ গত চব্বিশ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে 18 হাজার 320 জনের ৷

4.School Bus Stuck: জমা জলে ডুবল স্কুলবাস, উদ্ধার 25 জন পড়ুয়া; দেখুন সেই ভিডিয়ো

তেলেঙ্গানার মাহাবুবনগরের মাচানপল্লী এবং কোদুরের মধ্যে রয়েছে একটি সাবওয়ে ৷ শুক্রবার দুপুরে সেখান থেকে একটি স্কুলবাস পড়ুয়া সমেত পারাপার করছিল ৷ ঠিক তখন ঘটল দুর্ঘটনা (School Bus Stuck in flood at Telangana)৷ এত বৃষ্টি হচ্ছিল যে ওই জমা জলে ডুবে গেল স্কুলবাস ৷ বাস ভর্তি ছিল ছোট ছোট স্কুলপড়ুয়া ৷ পড়ুয়া সমেত বাসটি ডুবে যেতেই কান্নার আওয়াজ শোনা যায় ৷ চালকও ততক্ষণ বাস থেকে নেমে সাহায্যের জন্য চেঁচিয়ে ওঠেন ৷ স্থানীয়রা তড়িঘড়ি সেই আওয়াজ পেয়ে ছুটে আসেন ৷ গলা সমান জলে নেমে স্থানীয়রা বাসে থাকা পড়ুয়াদের উদ্ধার করেন ৷

5.Jyoti Basu Idol: রাজ্যের কোথাও ঠাঁই পায়নি জ্যোতিবাবুর মোমের মূর্তি ! জন্মদিনে মালা দিলেন শিল্পী

জন্মদিনে জ্যোতি বসুকে তাঁরই তৈরি একটি মূর্তি দিয়েছিলেন ভাস্কর সুশান্ত রায় (Jyoti Basu Idol)। পরে রাজ্যে পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইন্দিরা ভবন ফাঁকা করে দেওয়া হয় । সেখানে ঠাঁই পায়নি মূর্তিটি ৷ পরে সেই মূর্তিটি নিজের কাছে নিয়ে যান সুশান্তবাবু ৷ এরপর থেকেই প্রতিবছর জন্মদিনে জ্যোতি বসুর সেই মূর্তিতে মালা পড়িয়ে শ্রদ্ধা জানান সুশান্ত রায় ।

6.Ganja Smuggling: সিমেন্টের বস্তাবোঝাই গাড়ি থেকে উদ্ধার 348 কেজি গাঁজা, ধৃত 1

সিআইডি-র (CID) জালে আন্তঃরাজ্য গাঁজা পাচার চক্রের (Ganja Smuggling) এক সদস্য ৷ উদ্ধার 348 কেজি গাঁজা ৷ সিমেন্টের বস্তার ভিতর লুকিয়ে গাঁজা পাচার করা হচ্ছিল বলে দাবি গোয়েন্দাদের ৷

7.Kolkata Municipal Corporation: কলকাতা পৌরনিগমে কর্মীদের ভাতা কাঠামোয় আসছে পরিবর্তন

ওভারটাইম-সহ কর্মীদের ভাতা কাঠামোয় বদল আনতে চলেছে কলকাতা পৌরনিগম ৷ বেঁধে দেওয়া হতে চলেছে ঊর্ধ্বসীমা ৷ সম্প্রতি মেয়র পারিষদ (KMC MIC) বৈঠকে এই নিয়মের ছাড়পত্র মিলেছে ।

8.Gun Violence in Japan: শিনজো আবেই প্রথম নন, আগেও জাপানে আক্রান্ত হয়েছেন বিশিষ্টরা

শিনজো আবের (Shinzo Abe) আগেও জাপানের একাধিক বিশিষ্ট ব্যক্তি বন্দুকবাজের হামলার (Gun Violence in Japan) মুখে পড়েছেন ৷ তুলে ধরা হল তেমনই কিছু ঘটনা ৷

9.Jyoti Basu: জ্যোতি বসুর জন্মদিনেই শুরু তাঁর নামাঙ্কিত গবেষণাগারের কাজ

বাম জমানায় জ্যোতি বসুর (Jyoti Basu) নামে একটি গবেষণাগার তৈরি করার পরিকল্পনা করে সিপিএম (CPIM) ৷ তৈরি হয় ট্রাস্ট ৷ জমি নিয়ে দীর্ঘ টালবাহানার পর অবশেষে আজ জ্য়োতি বসুর জন্মদিনে শুরু হল তাঁর নামাঙ্কিত ট্রাস্টের কাজ ৷

10.HC on Somendu Case: আপাতত স্বস্তি সৌমেন্দুর, জমি বিক্রির মামলায় রাজ্যকে কেস ডাইরি আনার নির্দেশ হাইকোর্টের

পূর্ব মেদিনীপুরের কাঁথির রাঙামাটি এলাকার একটি শ্মশানের জমিতে বেআইনি দোকান ঘর বসিয়ে তা প্লট বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে সৌমেন্দু অধিকারীর (Soumendu Adhikari) বিরুদ্ধে ৷ এই নিয়ে এফআইআরও হয়েছে ৷ এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন সৌমেন্দু ৷ আদালত এখনই কড়া ব্যবস্থা না নেওয়ার নির্দেশ দিয়েছে (Calcutta High Court Order on Somendu Adhikari Case) ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.