ETV Bharat / bharat

TOP NEWS : টপ নিউজ @ সন্ধে 7 টা - টপ নিউজ

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

TOP NEWS
টপ নিউজ
author img

By

Published : Jun 13, 2022, 7:03 PM IST

1.2014 Primary Recruitment Case: 2014 প্রাথমিক শিক্ষক নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে আরও একটি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের ৷ 2014 সালে প্রাথমিকের নিয়োগে এই নির্দেশ দেওয়া হয়েছে (CBI Enquiry Order for 2014 Primary Recruitment Case) ৷

2.Tapan Kandu Murder: তপন কান্দু খুনে চার্জশিট পেশ সিবিআই-এর

পুরুলিয়ার (Purulia) ঝালদার (Jhalda) কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু (Tapan Kandu) খুনের ঘটনায় চার্জশিট পেশ করল সিবিআই (CBI) ৷ 30 পৃষ্ঠার এই চার্জশিটে পাঁচ ধৃতের বিরুদ্ধেই অভিযোগ আনা হয়েছে ৷

3.Husband cuts off Wife Wrist : হাসপাতাল থেকে ছাড়া পেয়ে নির্যাতিতাদের লড়াইয়ের বার্তা রেণুর

কেতুগ্রামে নার্সের কবজি কাটার ঘটনায় নির্যাতিতা রেণুর বার্তা, যাঁরা এই ধরনের ঘটনার সাক্ষী হচ্ছে তাঁরা যেন চুপ করে বসে না থাকে, লড়াইয়ে এগিয়ে আসে । নতুন জীবনের লড়াইটা আরেকটু নতুনভাবে শুরু করতে চান রেণু (Renus message of fighting) ৷

4.Prophet Remarks Row : পয়গম্বর ইস্যুতে প্রতিবাদ-বিক্ষোভে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে চায় রাজ্য

বিজেপি থেকে বহিষ্কৃত নেত্রী নূপুর শর্মার একটি মন্তব্য (Nupur Sharma Controversial Comment) নিয়ে গত কয়েকদিন ধরে বিক্ষোভ চলছে বাংলার বিভিন্ন জায়গায় ৷ এই নিয়ে মামলা হল কলকাতা হাইকোর্টে ৷ এই ইস্যুতে বিক্ষোভ সামলাতে পুলিশি ব্যর্থতার কথা অস্বীকার করেছে রাজ্য ৷ তবে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন অ্যাডভোকেট জেনারেল (State government to compensate people affected by recent violence) ৷

5.Manoj Malaviya on Bengal Unrest: রাজ্যে অশান্তির ঘটনায় দায়ের 42 এফআইআর, গ্রেফতার 200

রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির ঘটনায় 42টি এফআইআর দায়ের করা হয়েছে ৷ গ্রেফতার করা হয়েছে 200 জনকে ৷ জানালেন রাজ্য পুলিশের ডিজিপি মনোজ মালব্য (DGP Bengal Manoj Malaviya)।

6.Summer Vacation: বেসরকারি স্কুলে এখনই বাড়ছে না গরমের ছুটি

সরকারি স্কুলের মতো বেসরকারি স্কুলে এখনই বাড়ছে না গরমের ছুটি (Summer Vacation) ৷ অভ্যন্তরীণ বৈঠকের পরেই এই নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ ৷

7.TMC Expulsion : শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে দলের বিরুদ্ধে গিয়ে নির্দল প্রার্থী, 32 জনকে বহিষ্কার করল তৃণমূল

আগামী 26 জুন শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন (Siliguri Mahakuma Parishad Election)। এই নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে প্রথম থেকেই বিভ্রাট চলেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে । দলের নিষেধ না মেনে নির্দল প্রার্থী হওয়ায় 32 জনকে বহিষ্কার করল দার্জিলিং জেলা তৃণমূল নেতৃত্ব ৷

8.Raju Bista Slams Congress : রাহুলকে ইডির তলব নিয়ে কংগ্রেসকে তোপ বিজেপির রাজুর

ন্যাশনাল হেরাল্ডের বেআইনি আর্থিক লেনদেনের মামলায় (National Herald Case) রাহুল গান্ধিকে (Congress MP Rahul Gandhi) ইডির তলব নিয়ে কংগ্রেসের সমালোচনা করলেন দার্জিলিংয়ের সাংসদ বিজেপির রাজু বিস্তা (BJP MP Raju Bista) ৷

9.Prophet Remarks Row : নাকাশিপাড়ায় জারি 144 ধারা, হিংসার প্রতিবাদে 72 ঘণ্টার ব্যবসা বনধের ডাক এলাকায়

অভিযোগ, পয়গম্বরকে নিয়ে নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদকে কেন্দ্র করে রবিবার অশান্তি ছড়ায় নাকাশিপাড়া থানা এলাকায় ৷ তারপরেই এই এলাকায় 144 ধারা জারির সিদ্ধান্ত প্রশাসনের (section 144 imposed in Nakashipara) ৷

10.Madhyamik Rank Holders Advise : পড়াশোনার পাশাপাশি করতে হবে বদমায়েশি, জুনিয়রদের বার্তা মাধ্যমিকের কৃতীদের

পড়াশোনা করলেও বদমায়েশি করতে যেন ভুলে যেও না, ছোট ছোট ছাত্রছাত্রীদের বার্তা মাধ্যমিকের সফল ছাত্রদের (Madhyamik rank holders give advice to junior school students) ৷ 2020 সালে মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির, ইউনিট 1-এর ছাত্র অরিত্র পাল । চলতি বছরে মাধ্যমিকে প্রথম হয় বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়ের ছাত্র রৌনক মণ্ডল । দুজনেই বর্ধমান সিএমএস স্কুল(কেজি বিভাগ) এর প্রাক্তন ছাত্র ।

1.2014 Primary Recruitment Case: 2014 প্রাথমিক শিক্ষক নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে আরও একটি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের ৷ 2014 সালে প্রাথমিকের নিয়োগে এই নির্দেশ দেওয়া হয়েছে (CBI Enquiry Order for 2014 Primary Recruitment Case) ৷

2.Tapan Kandu Murder: তপন কান্দু খুনে চার্জশিট পেশ সিবিআই-এর

পুরুলিয়ার (Purulia) ঝালদার (Jhalda) কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু (Tapan Kandu) খুনের ঘটনায় চার্জশিট পেশ করল সিবিআই (CBI) ৷ 30 পৃষ্ঠার এই চার্জশিটে পাঁচ ধৃতের বিরুদ্ধেই অভিযোগ আনা হয়েছে ৷

3.Husband cuts off Wife Wrist : হাসপাতাল থেকে ছাড়া পেয়ে নির্যাতিতাদের লড়াইয়ের বার্তা রেণুর

কেতুগ্রামে নার্সের কবজি কাটার ঘটনায় নির্যাতিতা রেণুর বার্তা, যাঁরা এই ধরনের ঘটনার সাক্ষী হচ্ছে তাঁরা যেন চুপ করে বসে না থাকে, লড়াইয়ে এগিয়ে আসে । নতুন জীবনের লড়াইটা আরেকটু নতুনভাবে শুরু করতে চান রেণু (Renus message of fighting) ৷

4.Prophet Remarks Row : পয়গম্বর ইস্যুতে প্রতিবাদ-বিক্ষোভে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে চায় রাজ্য

বিজেপি থেকে বহিষ্কৃত নেত্রী নূপুর শর্মার একটি মন্তব্য (Nupur Sharma Controversial Comment) নিয়ে গত কয়েকদিন ধরে বিক্ষোভ চলছে বাংলার বিভিন্ন জায়গায় ৷ এই নিয়ে মামলা হল কলকাতা হাইকোর্টে ৷ এই ইস্যুতে বিক্ষোভ সামলাতে পুলিশি ব্যর্থতার কথা অস্বীকার করেছে রাজ্য ৷ তবে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন অ্যাডভোকেট জেনারেল (State government to compensate people affected by recent violence) ৷

5.Manoj Malaviya on Bengal Unrest: রাজ্যে অশান্তির ঘটনায় দায়ের 42 এফআইআর, গ্রেফতার 200

রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির ঘটনায় 42টি এফআইআর দায়ের করা হয়েছে ৷ গ্রেফতার করা হয়েছে 200 জনকে ৷ জানালেন রাজ্য পুলিশের ডিজিপি মনোজ মালব্য (DGP Bengal Manoj Malaviya)।

6.Summer Vacation: বেসরকারি স্কুলে এখনই বাড়ছে না গরমের ছুটি

সরকারি স্কুলের মতো বেসরকারি স্কুলে এখনই বাড়ছে না গরমের ছুটি (Summer Vacation) ৷ অভ্যন্তরীণ বৈঠকের পরেই এই নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ ৷

7.TMC Expulsion : শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে দলের বিরুদ্ধে গিয়ে নির্দল প্রার্থী, 32 জনকে বহিষ্কার করল তৃণমূল

আগামী 26 জুন শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন (Siliguri Mahakuma Parishad Election)। এই নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে প্রথম থেকেই বিভ্রাট চলেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে । দলের নিষেধ না মেনে নির্দল প্রার্থী হওয়ায় 32 জনকে বহিষ্কার করল দার্জিলিং জেলা তৃণমূল নেতৃত্ব ৷

8.Raju Bista Slams Congress : রাহুলকে ইডির তলব নিয়ে কংগ্রেসকে তোপ বিজেপির রাজুর

ন্যাশনাল হেরাল্ডের বেআইনি আর্থিক লেনদেনের মামলায় (National Herald Case) রাহুল গান্ধিকে (Congress MP Rahul Gandhi) ইডির তলব নিয়ে কংগ্রেসের সমালোচনা করলেন দার্জিলিংয়ের সাংসদ বিজেপির রাজু বিস্তা (BJP MP Raju Bista) ৷

9.Prophet Remarks Row : নাকাশিপাড়ায় জারি 144 ধারা, হিংসার প্রতিবাদে 72 ঘণ্টার ব্যবসা বনধের ডাক এলাকায়

অভিযোগ, পয়গম্বরকে নিয়ে নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদকে কেন্দ্র করে রবিবার অশান্তি ছড়ায় নাকাশিপাড়া থানা এলাকায় ৷ তারপরেই এই এলাকায় 144 ধারা জারির সিদ্ধান্ত প্রশাসনের (section 144 imposed in Nakashipara) ৷

10.Madhyamik Rank Holders Advise : পড়াশোনার পাশাপাশি করতে হবে বদমায়েশি, জুনিয়রদের বার্তা মাধ্যমিকের কৃতীদের

পড়াশোনা করলেও বদমায়েশি করতে যেন ভুলে যেও না, ছোট ছোট ছাত্রছাত্রীদের বার্তা মাধ্যমিকের সফল ছাত্রদের (Madhyamik rank holders give advice to junior school students) ৷ 2020 সালে মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির, ইউনিট 1-এর ছাত্র অরিত্র পাল । চলতি বছরে মাধ্যমিকে প্রথম হয় বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়ের ছাত্র রৌনক মণ্ডল । দুজনেই বর্ধমান সিএমএস স্কুল(কেজি বিভাগ) এর প্রাক্তন ছাত্র ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.