ETV Bharat / bharat

Top News : টপ নিউজ় @ সন্ধে 7 টা

author img

By

Published : Jun 12, 2022, 7:03 PM IST

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে (TOP NEWS)।

Top News at 7 pm
টপ নিউজ় সন্ধে 7 টা

1.Panihati Fair Chaos : পানিহাটিতে দই-চিঁড়ের মেলায় ভিড়ের চাপে মৃত 4, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

উত্তর 24 পরগনার পানিহাটিতে আয়োজিত 'দই-চিঁড়ের মেলা'য় চূড়ান্ত বিশৃঙ্খলা ৷ ভিড়ের চাপে প্রাণ গেল অন্তত 4 জনের ৷ অসুস্থ আরও কমপক্ষে 15 জন (Several People lost lives in Panihati fair chaos) ৷ ঘটনায় টুইট করে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর ৷

2.Sonia Gandhi : করোনার রেশ, হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধি

হাসাপাতালে ভর্তি কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি (Sonia Gandhi)৷ গত 2 জুন সোনিয়ার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে ৷ তারপরই কিছু সমস্যা দেখা দেয় তাঁর শরীরে ৷ তার জেরেই তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয় ৷ আপাতত সোনিয়ার অবস্থা স্থিতিশীল ৷

3.Suvendu Adhikari : গৃহবন্দি করা যায়নি, রাস্তাতে শুভেন্দুর গাড়ি আটকাল পুলিশ

হাওড়ার দিকে যাচ্ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা । মাঝপথেই শুভেন্দু অধিকারীর গাড়ি আটকে দেয় পুলিশ (Police stop Suvendu Adhikari) ।

4.Presidential Election 2022: রাইসিনা হিলসের লড়াইয়ে কি আবারও কাছাকাছি মমতা-সোনিয়া!

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের (Presidential Election 2022) প্রেক্ষাপটে দিল্লি যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ এই পটভূমিতে কি আবারও সোনিয়া গান্ধি (Sonia Gandhi) ও তাঁর দলের সঙ্গে একজোট হবেন বাংলার মুখ্যমন্ত্রী? উঠছে প্রশ্ন ৷

5.Praveen Kumar Tripathi: দায়িত্ব নিয়েই হাওড়াবাসীর বিশ্বাস অর্জনের চেষ্টা কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠীর

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আগে হাওড়ার নাগরিকদের বিশ্বাস অর্জন করতে নির্দেশ দিলেন নবনিযুক্ত কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী (Commissioner Praveen Kumar Tripathi is Trying to Win Trust of Howrah People) ৷ সেই সঙ্গে হাওড়া সিটি ও গ্রামীণ এলাকা পরিদর্শন করলেন তিনি ৷

6.Governor Visits Late Inspector House : প্রয়াত ইন্সপেক্টর অগ্নি মিত্রের বাড়িতে সস্ত্রীক রাজ‍্যপাল, সমবেদনা জানালেন পরিবারকে

রাজভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রয়াত কলকাতা পুলিশের ইন্সপেক্টরের পরিবারকে সমবেদনা জানালেন সস্ত্রীক রাজ‍্যপাল (Governor visits late police inspector house)। এড়ালেন রাজনৈতিক প্রশ্ন !

7.Syed Nayeemuddin : কলকাতা ছাড়ছেন না, অ্যাকাডেমি গড়তে লটারির টিকিট কাটেন; জানালেন সৈয়দ নঈমুদ্দিন

কলকাতা ছেড়ে কোথাও যাচ্ছেন না, জানালেন কিংবদন্তী ফুটবলার তথা প্রাক্তন ভারতীয় অধিনায়ক ও কোচ সৈয়দ নঈমুদ্দিন (Former Indian Football Coach Syed Nayeemuddin is Not Leaving Kolkata) ৷ তবে, স্বপ্ন ভারতের সেরা ফুটবলারদের তৈরি করা আন্তর্জাতিক মঞ্চের জন্য ৷ তাই একটি অ্যাকাডেমি তৈরির ইচ্ছে রয়েছে ৷ তার জন্য টাকা জোগাড় করতে লটারির টিকিট কাটেন নিয়মিত ৷

8.Beldanga IC Changed : অশান্তির জের, বেলডাঙা থানার আইসি বদল

পয়গম্বরকে নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদকে কেন্দ্র করে শনিবার উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের বেলডাঙায় ৷ সেখানে পুলিশের সঙ্গে জনতার খণ্ডযুদ্ধের ঘটনা ঘটে (Chaos in Beldanga) । সতর্কতা হিসেবে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা ৷

9.Dengue Vaccine : করোনার পর এবার ডেঙ্গু ভ্যাকসিনের ট্রায়াল কলকাতার চার হাসপাতালে

করোনার পর এবার ডেঙ্গু ভ্যাকসিনের ট্রায়াল শুরু হতে চলেছে কলকাতায় (Trial of dengue vaccine to start in Kolkata) ৷ শহরের চারটি হাসপাতালে হবে এই ট্রায়াল ৷

10.Prophet Remarks Row: পর পর এফআইআর, নূপুর-নবীনকে ডেকে পাঠাল ভিওয়ান্ডি পুলিশ

পয়গম্বর বিতর্কের (Prophet Remarks Row) জেরে মহারাষ্ট্রের বিভিন্ন থানায় নূপুর শর্মা (Nupur Sharma) এবং নবীন কুমার জিন্দলের (Naveen Kumar Jindal) বিরুদ্ধে একের পর এক এফআইআর দায়ের করা হচ্ছে ৷ এ বার এই দু'জনকে ডেকে পাঠাল থানের ভিওয়ান্ডি (Bhiwandi) থানার পুলিশ ৷

1.Panihati Fair Chaos : পানিহাটিতে দই-চিঁড়ের মেলায় ভিড়ের চাপে মৃত 4, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

উত্তর 24 পরগনার পানিহাটিতে আয়োজিত 'দই-চিঁড়ের মেলা'য় চূড়ান্ত বিশৃঙ্খলা ৷ ভিড়ের চাপে প্রাণ গেল অন্তত 4 জনের ৷ অসুস্থ আরও কমপক্ষে 15 জন (Several People lost lives in Panihati fair chaos) ৷ ঘটনায় টুইট করে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর ৷

2.Sonia Gandhi : করোনার রেশ, হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধি

হাসাপাতালে ভর্তি কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি (Sonia Gandhi)৷ গত 2 জুন সোনিয়ার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে ৷ তারপরই কিছু সমস্যা দেখা দেয় তাঁর শরীরে ৷ তার জেরেই তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয় ৷ আপাতত সোনিয়ার অবস্থা স্থিতিশীল ৷

3.Suvendu Adhikari : গৃহবন্দি করা যায়নি, রাস্তাতে শুভেন্দুর গাড়ি আটকাল পুলিশ

হাওড়ার দিকে যাচ্ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা । মাঝপথেই শুভেন্দু অধিকারীর গাড়ি আটকে দেয় পুলিশ (Police stop Suvendu Adhikari) ।

4.Presidential Election 2022: রাইসিনা হিলসের লড়াইয়ে কি আবারও কাছাকাছি মমতা-সোনিয়া!

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের (Presidential Election 2022) প্রেক্ষাপটে দিল্লি যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ এই পটভূমিতে কি আবারও সোনিয়া গান্ধি (Sonia Gandhi) ও তাঁর দলের সঙ্গে একজোট হবেন বাংলার মুখ্যমন্ত্রী? উঠছে প্রশ্ন ৷

5.Praveen Kumar Tripathi: দায়িত্ব নিয়েই হাওড়াবাসীর বিশ্বাস অর্জনের চেষ্টা কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠীর

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আগে হাওড়ার নাগরিকদের বিশ্বাস অর্জন করতে নির্দেশ দিলেন নবনিযুক্ত কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী (Commissioner Praveen Kumar Tripathi is Trying to Win Trust of Howrah People) ৷ সেই সঙ্গে হাওড়া সিটি ও গ্রামীণ এলাকা পরিদর্শন করলেন তিনি ৷

6.Governor Visits Late Inspector House : প্রয়াত ইন্সপেক্টর অগ্নি মিত্রের বাড়িতে সস্ত্রীক রাজ‍্যপাল, সমবেদনা জানালেন পরিবারকে

রাজভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রয়াত কলকাতা পুলিশের ইন্সপেক্টরের পরিবারকে সমবেদনা জানালেন সস্ত্রীক রাজ‍্যপাল (Governor visits late police inspector house)। এড়ালেন রাজনৈতিক প্রশ্ন !

7.Syed Nayeemuddin : কলকাতা ছাড়ছেন না, অ্যাকাডেমি গড়তে লটারির টিকিট কাটেন; জানালেন সৈয়দ নঈমুদ্দিন

কলকাতা ছেড়ে কোথাও যাচ্ছেন না, জানালেন কিংবদন্তী ফুটবলার তথা প্রাক্তন ভারতীয় অধিনায়ক ও কোচ সৈয়দ নঈমুদ্দিন (Former Indian Football Coach Syed Nayeemuddin is Not Leaving Kolkata) ৷ তবে, স্বপ্ন ভারতের সেরা ফুটবলারদের তৈরি করা আন্তর্জাতিক মঞ্চের জন্য ৷ তাই একটি অ্যাকাডেমি তৈরির ইচ্ছে রয়েছে ৷ তার জন্য টাকা জোগাড় করতে লটারির টিকিট কাটেন নিয়মিত ৷

8.Beldanga IC Changed : অশান্তির জের, বেলডাঙা থানার আইসি বদল

পয়গম্বরকে নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদকে কেন্দ্র করে শনিবার উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের বেলডাঙায় ৷ সেখানে পুলিশের সঙ্গে জনতার খণ্ডযুদ্ধের ঘটনা ঘটে (Chaos in Beldanga) । সতর্কতা হিসেবে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা ৷

9.Dengue Vaccine : করোনার পর এবার ডেঙ্গু ভ্যাকসিনের ট্রায়াল কলকাতার চার হাসপাতালে

করোনার পর এবার ডেঙ্গু ভ্যাকসিনের ট্রায়াল শুরু হতে চলেছে কলকাতায় (Trial of dengue vaccine to start in Kolkata) ৷ শহরের চারটি হাসপাতালে হবে এই ট্রায়াল ৷

10.Prophet Remarks Row: পর পর এফআইআর, নূপুর-নবীনকে ডেকে পাঠাল ভিওয়ান্ডি পুলিশ

পয়গম্বর বিতর্কের (Prophet Remarks Row) জেরে মহারাষ্ট্রের বিভিন্ন থানায় নূপুর শর্মা (Nupur Sharma) এবং নবীন কুমার জিন্দলের (Naveen Kumar Jindal) বিরুদ্ধে একের পর এক এফআইআর দায়ের করা হচ্ছে ৷ এ বার এই দু'জনকে ডেকে পাঠাল থানের ভিওয়ান্ডি (Bhiwandi) থানার পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.