ETV Bharat / bharat

Top News : টপ নিউজ @ বিকেল 5 টা - টপ নিউজ

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে (Top News) ।

top news at 5 pm
টপ নিউজ বিকেল 5 টা
author img

By

Published : Apr 21, 2022, 5:04 PM IST

1.Landslide in Nirsa : ধানবাদে বেআইনি কয়লা খনিতে ধস, বাংলার 40 জনের চাপা পড়ার আশঙ্কা

নিরসায় ভূমিধসে চাপা পড়েছেন কমপক্ষে 40 জন শ্রমিক ৷ যাদের মধ্যে বেশিরভাগের বাড়ি পুরুলিয়ায় ৷ জানা গিয়েছে, অবৈধ খননের ফলেই এই ধস নেমেছে ৷ গ্রামবাসীদের ক্ষোভ, একাধিকবার ধসের আশঙ্কার কথা জানানোর পরেও প্রশাসনের পক্ষ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি (40 people feared trapped after illegal coal mine collapse in Dhanbad) ৷

2.Mamata at BGBS 2022 : সুরক্ষিত বাংলায় নিশ্চিন্তে বিনিয়োগের জন্য শিল্পপতিদের আহ্বান মুখ্যমন্ত্রীর

গতকাল, বুধবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (Bengal Global Business Summit 2022) শুরু হয় ৷ বৃহস্পতিবার তা শেষ হল ৷ শেষদিনের ভাষণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) শিল্পপতিদের আহ্বান করলেন সুরক্ষিত বাংলায় নিশ্চিন্তে বিনিয়োগের জন্য (Mamata urges industrialists to invest in stable and safe Bengal) ৷

3.HC Directs NIA Probe in Blasts Cases : বীরভূমের জোড়া বিস্ফোরণে এনআইএ তদন্তের নির্দেশ হাইকোর্টের

বীরভূমের জোড়া বিস্ফোরণ কাণ্ডে এনআইএ তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta HC directs NIA probe into double blasts in Birbhum) ৷ দুই মামলার সব নথি অবিলম্বে কেন্দ্রীয় সংস্থা এনআইএ-কে হস্তান্তর করার নির্দেশ দিল আদালত ৷

4.Abhishek's defamation case against Suvendu: শুভেন্দুর বিরুদ্ধে অভিষেকের মানহানি মামলায় নিম্ন আদালতের রিপোর্ট তলব হাইকোর্টের

শুভেন্দু অধিকারীর (Calcutta High Court order) বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানহানি সংক্রান্ত (Abhishek's defamation case against Suvendu) মামলায় ডায়মন্ড হারবার আদালতের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট (Calcutta HC seeks report from Diamond Harbour Court)৷

5.Allegation of Gang Rape in Malda : কালিয়াচকে অষ্টম শ্রেণির পড়ুুয়াকে গণধর্ষণের অভিযোগ, ধৃত 2
মালদার কালিয়াচকে নাবালিকাকে গণধর্ষণের এই ঘটনায় মোট চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ৷ (Allegation of Gang Rape in Kaliachak ) ৷ ইতিমধ্যেই সেলিম শেখ ও সুজন রবিদাস নামে দুই অভিষুক্ত গ্রেফতার করেছে পুলিশ ৷

6.Allegation of Gang Rape in Hooghly : কোন্নগরে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার 4

কোন্নগরে তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল (Allegation of Gang Rape in Konnagar)। ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার হয়েছে 4 জন ৷

7.Justice Abhijit Gangopadhyay: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে বাবুঘাটে জমায়েত
রাজ্যে শিক্ষক, শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতির মামলায় ব্যতিক্রমী ভূমিকার জন্য ইতিমধ্যে খ্যাতি পেয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ আদালত চত্বরে চাকরিপ্রার্থীরা বিচার চাইতে তাঁর খোঁজ করছেন ৷ এমনকি কোনও রাজনৈতিক নেতা না-হলেও বিচারপতির পক্ষে একটি দলও তৈরি হয়েছে (Justice Abhijit Gangopadhyay) ৷

8.Kolkata pond filling: হট মিক্স প্লান্টের রাবিশে শহরের জলা ভরাটের অভিযোগ

হট মিক্স প্লান্টের রাবিশে জলা ভরাটের (Kolkata pond filling) অভিযোগ উঠল 108 নম্বর ওয়ার্ডের এক প্রভাবশালী তৃণমূল নেতার বিরুদ্ধে (hot mix plant rubbish)৷

9.Dilip attacks Sukanta over BJP conflict: সুকান্তর অভিজ্ঞতা কম, দল থেকে যোগ্যদের বাদ দিলে চলবে না: দিলীপ

সুকান্ত মজুমদারের অভিজ্ঞতা কম ৷ দল থেকে যোগ্য লোকেদের বাদ দিলে চলবে না (Dilip attacks Sukanta over BJP conflict)৷ বিজেপিতে আদি ও নব্য দ্বন্দ্ব আরও উস্কে দিয়ে এই বার্তাই দিলেন দিলীপ ঘোষ (Bengal BJP conflict)৷

10.Visva Bharati Student Died By Suicide : বিশ্বভারতীর হস্টেলে দ্বাদশ শ্রেণির ছাত্রের আত্মহত্যা

বিশ্বভারতীর ছাত্রাবাসে বৃহস্পতিবার ঝুলন্ত দেহ উদ্ধার হল পাঠভবনের দ্বাদশ শ্রেণির ছাত্রের (Visva Bharati Student Died By Suicide) ৷ তড়িঘড়ি তাকে বিশ্বভারতীর নিজস্ব হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ খবর পেয়ে সেখানে উপস্থিত হন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।

1.Landslide in Nirsa : ধানবাদে বেআইনি কয়লা খনিতে ধস, বাংলার 40 জনের চাপা পড়ার আশঙ্কা

নিরসায় ভূমিধসে চাপা পড়েছেন কমপক্ষে 40 জন শ্রমিক ৷ যাদের মধ্যে বেশিরভাগের বাড়ি পুরুলিয়ায় ৷ জানা গিয়েছে, অবৈধ খননের ফলেই এই ধস নেমেছে ৷ গ্রামবাসীদের ক্ষোভ, একাধিকবার ধসের আশঙ্কার কথা জানানোর পরেও প্রশাসনের পক্ষ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি (40 people feared trapped after illegal coal mine collapse in Dhanbad) ৷

2.Mamata at BGBS 2022 : সুরক্ষিত বাংলায় নিশ্চিন্তে বিনিয়োগের জন্য শিল্পপতিদের আহ্বান মুখ্যমন্ত্রীর

গতকাল, বুধবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (Bengal Global Business Summit 2022) শুরু হয় ৷ বৃহস্পতিবার তা শেষ হল ৷ শেষদিনের ভাষণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) শিল্পপতিদের আহ্বান করলেন সুরক্ষিত বাংলায় নিশ্চিন্তে বিনিয়োগের জন্য (Mamata urges industrialists to invest in stable and safe Bengal) ৷

3.HC Directs NIA Probe in Blasts Cases : বীরভূমের জোড়া বিস্ফোরণে এনআইএ তদন্তের নির্দেশ হাইকোর্টের

বীরভূমের জোড়া বিস্ফোরণ কাণ্ডে এনআইএ তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta HC directs NIA probe into double blasts in Birbhum) ৷ দুই মামলার সব নথি অবিলম্বে কেন্দ্রীয় সংস্থা এনআইএ-কে হস্তান্তর করার নির্দেশ দিল আদালত ৷

4.Abhishek's defamation case against Suvendu: শুভেন্দুর বিরুদ্ধে অভিষেকের মানহানি মামলায় নিম্ন আদালতের রিপোর্ট তলব হাইকোর্টের

শুভেন্দু অধিকারীর (Calcutta High Court order) বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানহানি সংক্রান্ত (Abhishek's defamation case against Suvendu) মামলায় ডায়মন্ড হারবার আদালতের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট (Calcutta HC seeks report from Diamond Harbour Court)৷

5.Allegation of Gang Rape in Malda : কালিয়াচকে অষ্টম শ্রেণির পড়ুুয়াকে গণধর্ষণের অভিযোগ, ধৃত 2
মালদার কালিয়াচকে নাবালিকাকে গণধর্ষণের এই ঘটনায় মোট চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ৷ (Allegation of Gang Rape in Kaliachak ) ৷ ইতিমধ্যেই সেলিম শেখ ও সুজন রবিদাস নামে দুই অভিষুক্ত গ্রেফতার করেছে পুলিশ ৷

6.Allegation of Gang Rape in Hooghly : কোন্নগরে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার 4

কোন্নগরে তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল (Allegation of Gang Rape in Konnagar)। ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার হয়েছে 4 জন ৷

7.Justice Abhijit Gangopadhyay: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে বাবুঘাটে জমায়েত
রাজ্যে শিক্ষক, শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতির মামলায় ব্যতিক্রমী ভূমিকার জন্য ইতিমধ্যে খ্যাতি পেয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ আদালত চত্বরে চাকরিপ্রার্থীরা বিচার চাইতে তাঁর খোঁজ করছেন ৷ এমনকি কোনও রাজনৈতিক নেতা না-হলেও বিচারপতির পক্ষে একটি দলও তৈরি হয়েছে (Justice Abhijit Gangopadhyay) ৷

8.Kolkata pond filling: হট মিক্স প্লান্টের রাবিশে শহরের জলা ভরাটের অভিযোগ

হট মিক্স প্লান্টের রাবিশে জলা ভরাটের (Kolkata pond filling) অভিযোগ উঠল 108 নম্বর ওয়ার্ডের এক প্রভাবশালী তৃণমূল নেতার বিরুদ্ধে (hot mix plant rubbish)৷

9.Dilip attacks Sukanta over BJP conflict: সুকান্তর অভিজ্ঞতা কম, দল থেকে যোগ্যদের বাদ দিলে চলবে না: দিলীপ

সুকান্ত মজুমদারের অভিজ্ঞতা কম ৷ দল থেকে যোগ্য লোকেদের বাদ দিলে চলবে না (Dilip attacks Sukanta over BJP conflict)৷ বিজেপিতে আদি ও নব্য দ্বন্দ্ব আরও উস্কে দিয়ে এই বার্তাই দিলেন দিলীপ ঘোষ (Bengal BJP conflict)৷

10.Visva Bharati Student Died By Suicide : বিশ্বভারতীর হস্টেলে দ্বাদশ শ্রেণির ছাত্রের আত্মহত্যা

বিশ্বভারতীর ছাত্রাবাসে বৃহস্পতিবার ঝুলন্ত দেহ উদ্ধার হল পাঠভবনের দ্বাদশ শ্রেণির ছাত্রের (Visva Bharati Student Died By Suicide) ৷ তড়িঘড়ি তাকে বিশ্বভারতীর নিজস্ব হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ খবর পেয়ে সেখানে উপস্থিত হন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.