ETV Bharat / bharat

Top News : টপ নিউজ @ সকাল 11 টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে (TOP News at 11 pm) ৷

TOP News at 11 pm
টপ নিউজ সকাল 11 টা
author img

By

Published : Apr 7, 2022, 11:14 AM IST

1. Jhalda Congress Councillor Murder Case : তপন কান্দু খুনে সিবিআই তদন্তের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল রাজ্যের

13 মার্চ ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুন হন ৷ 4 এপ্রিল কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয় ৷ কিন্তু আজ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার ৷


2. HC on Primary Teacher Recruitment : 13 বছরের দীর্ঘ লড়াই, প্রাথমিকে টেট-উত্তীর্ণ পাঁচজনকে চাকরি দেওয়ার নির্দেশ আদালতের
গ্রুপ ডি কর্মী, শিক্ষক নিয়োগ নিয়ে এমনিতে রাজ্যে একের পর এক দুর্নীতি সামনে আসছে ৷ এর মধ্যে কলকাতা হাইকোর্ট যোগ্য অথচ বঞ্চিত পাঁচজন প্রার্থীকে দ্রুত চাকরি দেওয়ার নির্দেশ দিল (HC on Primary Teacher Recruitment) ৷


3. No XE Covid Variant : মুম্বইয়ে 'এক্সই' ভ্যারিয়্যান্টের প্রমাণ নেই, জানাল কেন্দ্র

গতকাল মহারাষ্ট্রে বিদেশ ফেরত এক মহিলার করোনা পরীক্ষায় 'এক্সই' ভ্যারিয়্যান্টের হদিশ মিলেছে, প্রচারিত হয় সংবাদমাধ্যমে ৷ এর কয়েক ঘণ্টা পরেই স্বাস্থ্য মন্ত্রক কী জানাল (No XE Covid Variant) ?


4. Corona Update in India : করোনার দৈনিক সংক্রমণ 1 হাজারে, কমেছে মৃত্যু

করোনার দৈনিক সংক্রমণ 1 হাজারের নিচে নেমেছিল ৷ বুধবার প্রকাশিত রিপোর্টে তা ফের 1 হাজারের ঘরে পৌঁছায় ৷ গত 24 ঘণ্টায় খুব একটা হেরফের হয়নি (Corona Update in India) ৷


5. Cooch Behar River Bank Erosion : নদীভাঙনের গ্রাস থেকে বাঁচান, সেচ আধিকারিকদের পা ধরে আর্তি বৃদ্ধের

নদীভাঙন রোধে ভিটেমাটি হারিয়ে সেচ দফতরের কর্তাদের পা ধরে বাঁধ নির্মাণের আবেদন জানালেন এক বৃদ্ধ । নদীভাঙন রোধে দিনহাটার জারিধরলা গ্রামে সেচ দফতরের কর্তারা গেলে ঘটনাটি ঘটে (Cooch Behar River Bank Erosion)। সেই ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে ।

6. Abhishek Chatterjee Demise : বারবার উঠেছে অভিযোগের আঙুল, তবু এক্কেবারে চুপ পর্দার রোম্যান্টিক দাদা-দিদি

অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর নানা প্রশ্ন উঠতে শুরু করেছে ইন্ডাস্ট্রির দুই বিশেষ দাদা দিদির অবস্থান নিয়ে (Abhishek Chatterjee Demise) ৷ কিন্তু বারবার অভিযোগের আঙুল উঠলেও মুখে টুঁ শব্দ নেই রোম্যান্টিক জুটির ৷


7. TMC Agitation : সেঞ্চুরি পার ডিজেলের, আবর্জনার গাড়ি টেনে শান্তিপুরে প্রতিবাদে তৃণমূলের

সেঞ্চুরি হাঁকিয়েছে ডিজেল তাই শান্তিপুর পৌরসভার এক অভিনব প্রতিবাদ কর্মসূচি দেখা গেল শান্তিপুরের রাজপথে (TMC Agitation) ৷ বুধবার শান্তিপুরে তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে এক প্রতীকী বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেন ৷

8. SSC Group D Recruitment Case : গ্রুপ ডি মামলায় এসএসসি'র আধিকারিকের বিরুদ্ধে এফআইআর সিবিআইয়ের

কলকাতা হাইকোর্টের নির্দেশে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam Case) জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই ৷ জেরা করা হয়েছে এসএসসি'র উপদেষ্টা পর্ষদের প্রাক্তন একাধিক সদস্যকে ৷


9. Pat Cummins Fastest Fifty : চার-ছক্কার ঝড়, কোটিপতি লিগে দ্রুততম অর্ধ শতরান কামিন্সের

চলতি আইপিএলে এই নিয়ে তৃতীয় ম্যাচে জয় পেল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders in IPL) ৷


10. RRR Success Party : 1000 কোটি ছুঁইছুঁই ট্রিপল আর, মুম্বইয়ে গ্র্য়ান্ড সাকসেস পার্টিতে হাজির আমির, রাখিরাও

হাজার কোটির ক্লাবে ঢুকে পড়েছে পরিচালক এসএস রাজামৌলির নতুন ছবি 'আরআরআর' ৷ মুম্বইতে ছবির সাকসেস পার্টিতে রামচরণ, জুনিয়র এনটিআর তো বটেই উপস্থিত হলেন বি টাউন সেলিব্রেটিরাও ৷ হাজির আমির, রাখি এবং জনি লিভারও ৷

1. Jhalda Congress Councillor Murder Case : তপন কান্দু খুনে সিবিআই তদন্তের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল রাজ্যের

13 মার্চ ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুন হন ৷ 4 এপ্রিল কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয় ৷ কিন্তু আজ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার ৷


2. HC on Primary Teacher Recruitment : 13 বছরের দীর্ঘ লড়াই, প্রাথমিকে টেট-উত্তীর্ণ পাঁচজনকে চাকরি দেওয়ার নির্দেশ আদালতের
গ্রুপ ডি কর্মী, শিক্ষক নিয়োগ নিয়ে এমনিতে রাজ্যে একের পর এক দুর্নীতি সামনে আসছে ৷ এর মধ্যে কলকাতা হাইকোর্ট যোগ্য অথচ বঞ্চিত পাঁচজন প্রার্থীকে দ্রুত চাকরি দেওয়ার নির্দেশ দিল (HC on Primary Teacher Recruitment) ৷


3. No XE Covid Variant : মুম্বইয়ে 'এক্সই' ভ্যারিয়্যান্টের প্রমাণ নেই, জানাল কেন্দ্র

গতকাল মহারাষ্ট্রে বিদেশ ফেরত এক মহিলার করোনা পরীক্ষায় 'এক্সই' ভ্যারিয়্যান্টের হদিশ মিলেছে, প্রচারিত হয় সংবাদমাধ্যমে ৷ এর কয়েক ঘণ্টা পরেই স্বাস্থ্য মন্ত্রক কী জানাল (No XE Covid Variant) ?


4. Corona Update in India : করোনার দৈনিক সংক্রমণ 1 হাজারে, কমেছে মৃত্যু

করোনার দৈনিক সংক্রমণ 1 হাজারের নিচে নেমেছিল ৷ বুধবার প্রকাশিত রিপোর্টে তা ফের 1 হাজারের ঘরে পৌঁছায় ৷ গত 24 ঘণ্টায় খুব একটা হেরফের হয়নি (Corona Update in India) ৷


5. Cooch Behar River Bank Erosion : নদীভাঙনের গ্রাস থেকে বাঁচান, সেচ আধিকারিকদের পা ধরে আর্তি বৃদ্ধের

নদীভাঙন রোধে ভিটেমাটি হারিয়ে সেচ দফতরের কর্তাদের পা ধরে বাঁধ নির্মাণের আবেদন জানালেন এক বৃদ্ধ । নদীভাঙন রোধে দিনহাটার জারিধরলা গ্রামে সেচ দফতরের কর্তারা গেলে ঘটনাটি ঘটে (Cooch Behar River Bank Erosion)। সেই ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে ।

6. Abhishek Chatterjee Demise : বারবার উঠেছে অভিযোগের আঙুল, তবু এক্কেবারে চুপ পর্দার রোম্যান্টিক দাদা-দিদি

অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর নানা প্রশ্ন উঠতে শুরু করেছে ইন্ডাস্ট্রির দুই বিশেষ দাদা দিদির অবস্থান নিয়ে (Abhishek Chatterjee Demise) ৷ কিন্তু বারবার অভিযোগের আঙুল উঠলেও মুখে টুঁ শব্দ নেই রোম্যান্টিক জুটির ৷


7. TMC Agitation : সেঞ্চুরি পার ডিজেলের, আবর্জনার গাড়ি টেনে শান্তিপুরে প্রতিবাদে তৃণমূলের

সেঞ্চুরি হাঁকিয়েছে ডিজেল তাই শান্তিপুর পৌরসভার এক অভিনব প্রতিবাদ কর্মসূচি দেখা গেল শান্তিপুরের রাজপথে (TMC Agitation) ৷ বুধবার শান্তিপুরে তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে এক প্রতীকী বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেন ৷

8. SSC Group D Recruitment Case : গ্রুপ ডি মামলায় এসএসসি'র আধিকারিকের বিরুদ্ধে এফআইআর সিবিআইয়ের

কলকাতা হাইকোর্টের নির্দেশে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam Case) জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই ৷ জেরা করা হয়েছে এসএসসি'র উপদেষ্টা পর্ষদের প্রাক্তন একাধিক সদস্যকে ৷


9. Pat Cummins Fastest Fifty : চার-ছক্কার ঝড়, কোটিপতি লিগে দ্রুততম অর্ধ শতরান কামিন্সের

চলতি আইপিএলে এই নিয়ে তৃতীয় ম্যাচে জয় পেল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders in IPL) ৷


10. RRR Success Party : 1000 কোটি ছুঁইছুঁই ট্রিপল আর, মুম্বইয়ে গ্র্য়ান্ড সাকসেস পার্টিতে হাজির আমির, রাখিরাও

হাজার কোটির ক্লাবে ঢুকে পড়েছে পরিচালক এসএস রাজামৌলির নতুন ছবি 'আরআরআর' ৷ মুম্বইতে ছবির সাকসেস পার্টিতে রামচরণ, জুনিয়র এনটিআর তো বটেই উপস্থিত হলেন বি টাউন সেলিব্রেটিরাও ৷ হাজির আমির, রাখি এবং জনি লিভারও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.