ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 1 টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ়
টপ নিউজ়
author img

By

Published : Oct 3, 2021, 1:02 PM IST

1.WB Election Result LIVE : ভবানীপুরে একুশের জয়ের ব্যবধান টপকে গেলেন মমতা, 34,970 ভোটে এগিয়ে

ভবানীপুর উপনির্বাচন সহ আজ তিন কেন্দ্রের ভোটের ফলাফল ঘোষণা ৷ যদিও হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুরের দিকেই সকলের চোখ ৷ যে কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ভোটগণনা কেন্দ্রগুলিকে কড়া নিরাপত্তায় মোড়া হয়েছে ৷ এই কেন্দ্র থেকে কে বাজিমাত করবে সেদিকেই নজর গোটা রাজ্যের ৷

2.Aryaan Khan: ক্রুজে মাদক পার্টি থেকে আটক শাহরুখ-পুত্র-সহ 8 জনকে জেরা এনসিবি-র

শাহরুখ খানের (Shah Rukh Khan) ছেলে আরিয়ান খান (Aryaan Khan)-সহ 8 জনকে জিজ্ঞাসাবাদ করছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (NCB) ৷ প্রমোদ তরীতে মাদক পার্টিতে (Mumbai Cruise Drugs Case) হানা দিয়ে তাঁদের আটক করেছে এনসিবি ৷

3.Bhabanipur Bye-Election Result : খেলা হবে-র সঙ্গে শঙ্খধ্বনি, তৃণমূল সমর্থকদের উচ্ছ্বাস ভবানীপুরে

সম্পূর্ণ ফলাফল বেরোতে এখনও বাকি ৷ তার আগেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের আনন্দে মাতলেন তৃণমূল কর্মী-সমর্থকরা ৷ কখনও শঙ্খ বাজিয়ে, তো কখনও খেলা হবে-র তালে কোমর দোলালেন তাঁরা ৷

4.BJP : সকাল থেকেই শুনশান, নেতাহীন হেস্টিংসে বিজেপির নির্বাচনী দফতর

ভোট গণনা যত এগিয়েছে ততই বিজেপির নির্বাচনী দফতর শুনশান হয়ে উঠেছে ৷ ভবানীপুর উপনির্বাচনে বড়সড় জয়ের পথে এগোচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জঙ্গিপুর ও সামশেরগঞ্জেও তৃণমূল তাদের ব্যবধান ক্রমশ বাড়িয়ে চলেছে ৷

5.Bhabanipur Bye-Election : ত্রিস্তরীয় নিরাপত্তায় ভবানীপুরে চলছে ভোট গণনা

ত্রিস্তরীয় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ভবানীপুরের ভোট গণনা কেন্দ্র শাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাইস্কুল ৷ পুরো গণনা কেন্দ্র জুড়ে জারি রয়েছে 144 ধারা ৷ গণনা কেন্দ্রের ভিতরে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী, মাঝে হল ক্যাম্পাসে রয়েছে রাজ্য পুলিশ ও একদম গণনা কেন্দ্রের বাইরে রয়েছে কলকাতা পুলিশ ৷ কলকাতা পুলিশের ডিসি (দক্ষিণ) আকাশ মাঘারিয়া মাঝে মধ্যেই টহল দিচ্ছেন গোটা চত্বর । রবীন্দ্র সদনের সামনে থেকে ব্যারিকেড করা হয়েছে । কোনওরকম জমায়েত করতে দিচ্ছে না পুলিশ ।

6.Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর চেয়ার বাঁচানোর জন্য পঞ্চাশ লক্ষ মানুষকে ভাসিয়েছেন মুখ্যমন্ত্রী, আক্রমণ শুভেন্দুর

রাজ্যে বন্যার জন্য দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পূর্ব মেদিনীপুরে গান্ধী জয়ন্তীতে একটি অনুষ্ঠানে এই অভিযোগ করলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ৷ বর্ষা আসার আগে যে কাজগুলো প্রতি বছর করা হয়, সেই সময় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া আর ভবানীপুর উপনির্বাচন নিয়ে ব্য়স্ত ছিলেন, অভিযোগ করেন বিরোধী দলনেতা ৷

7.Bhabanipur Bye-election Result : ব্যর্থ হলে হাল ছেড়ে বাড়িতে বসে থাকার লোক নই, বললেন বামপ্রার্থী শ্রীজীব

"আমরা 365 দিন রাজনীতি করি আর প্রত্যেকটা লড়াই আশা নিয়েই লড়ি", ভোটগণনার দিন সকালে কেন্দ্রের বাইরে জানালেন তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে দাঁড়ানো বামপ্রার্থী শ্রীজীব বিশ্বাস ৷ ভবানীপুরের ভোটাররা ঠিক করবেন মার্জিন কত হবে, জানালেন তিনি ৷ এই নির্বাচনে বিপুল ব্যয় হয়েছে ৷ তার বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক পরিস্থিতিতে সাধ্যের বাইরে গিয়ে লড়েছেন তাঁরা ৷

8.Bhabanipur bye-election Result : 50 থেকে 80 হাজারের লিড, বিরাট ব্যবধানে জিতবেন মমতা ; আত্মবিশ্বাসী ফিরহাদ

50 থেকে 80 হাজারের মধ্যে লিড হবে এবং বিরাট মার্জিনে জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রবিবার ভবানীপুর উপনির্বাচনের ভোটগণনার দিন সকালে আত্মবিশ্বাসী তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ তিনি আরও বলেন, "বিজেপি এই রাজ্যকে উত্তরপ্রদেশ, বিহার মনে করে ৷ বাংলায় সংস্কৃতিপ্রেমী মানুষ একসঙ্গে আনন্দের সঙ্গে থাকে ৷ এখানে ধর্মীয় বিভাজন নেই ৷" পাশাপাশি তিনি মুসলিম সম্প্রদায়ভুক্ত বলে বিজেপি সাম্প্রদায়িকতা নিয়ে তাঁকে বদনাম করে বলে আক্রমণ করেন ফিরহাদ ৷

9.Dilip Ghosh : বড় বড় কথা আগেই বলে নিক, রেজাল্টেই সব দেখা যাবে ; ফিরহাদকে কটাক্ষ দিলীপের

"বড় বড় কথা আগেই বলে নিক । রেজাল্ট বেরোনোর পর বোঝা যাবে কে এগিয়ে আর কে পিছিয়ে ৷" ভবানীপুর নির্বাচনে জয় প্রসঙ্গে ফিরহাদ হাকিমকে এভাবেই একহাত নিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ । ফিরহাদ হাকিম আজ মন্তব্য করেন, ভবানীপুরে 50-80 হাজার ভোটে জয়লাভ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর দাবির পাল্টা মন্তব্য দিলীপ ঘোষের ৷

10.Bhabanipur bye-election Result : হিংসাত্মক ঘটনা যেন না ঘটে, ফল ঘোষণার আগে আদালতে চিঠি প্রিয়াঙ্কার

2 মে বিধানসভা ভোটের ফল প্রকাশের পর যা হয়েছিল, আজ যেন তেমন হিংসাত্মক ঘটনা না ঘটে ৷ এই মর্মে ভবানীপুর তথা রাজ্যজুড়ে কঠিন নিরাপত্তা ব্যবস্থার নির্দেশ দিতে কলকাতা হাইকোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে চিঠি দিলেন পেশায় আইনজীবী তথা বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷

1.WB Election Result LIVE : ভবানীপুরে একুশের জয়ের ব্যবধান টপকে গেলেন মমতা, 34,970 ভোটে এগিয়ে

ভবানীপুর উপনির্বাচন সহ আজ তিন কেন্দ্রের ভোটের ফলাফল ঘোষণা ৷ যদিও হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুরের দিকেই সকলের চোখ ৷ যে কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ভোটগণনা কেন্দ্রগুলিকে কড়া নিরাপত্তায় মোড়া হয়েছে ৷ এই কেন্দ্র থেকে কে বাজিমাত করবে সেদিকেই নজর গোটা রাজ্যের ৷

2.Aryaan Khan: ক্রুজে মাদক পার্টি থেকে আটক শাহরুখ-পুত্র-সহ 8 জনকে জেরা এনসিবি-র

শাহরুখ খানের (Shah Rukh Khan) ছেলে আরিয়ান খান (Aryaan Khan)-সহ 8 জনকে জিজ্ঞাসাবাদ করছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (NCB) ৷ প্রমোদ তরীতে মাদক পার্টিতে (Mumbai Cruise Drugs Case) হানা দিয়ে তাঁদের আটক করেছে এনসিবি ৷

3.Bhabanipur Bye-Election Result : খেলা হবে-র সঙ্গে শঙ্খধ্বনি, তৃণমূল সমর্থকদের উচ্ছ্বাস ভবানীপুরে

সম্পূর্ণ ফলাফল বেরোতে এখনও বাকি ৷ তার আগেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের আনন্দে মাতলেন তৃণমূল কর্মী-সমর্থকরা ৷ কখনও শঙ্খ বাজিয়ে, তো কখনও খেলা হবে-র তালে কোমর দোলালেন তাঁরা ৷

4.BJP : সকাল থেকেই শুনশান, নেতাহীন হেস্টিংসে বিজেপির নির্বাচনী দফতর

ভোট গণনা যত এগিয়েছে ততই বিজেপির নির্বাচনী দফতর শুনশান হয়ে উঠেছে ৷ ভবানীপুর উপনির্বাচনে বড়সড় জয়ের পথে এগোচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জঙ্গিপুর ও সামশেরগঞ্জেও তৃণমূল তাদের ব্যবধান ক্রমশ বাড়িয়ে চলেছে ৷

5.Bhabanipur Bye-Election : ত্রিস্তরীয় নিরাপত্তায় ভবানীপুরে চলছে ভোট গণনা

ত্রিস্তরীয় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ভবানীপুরের ভোট গণনা কেন্দ্র শাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাইস্কুল ৷ পুরো গণনা কেন্দ্র জুড়ে জারি রয়েছে 144 ধারা ৷ গণনা কেন্দ্রের ভিতরে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী, মাঝে হল ক্যাম্পাসে রয়েছে রাজ্য পুলিশ ও একদম গণনা কেন্দ্রের বাইরে রয়েছে কলকাতা পুলিশ ৷ কলকাতা পুলিশের ডিসি (দক্ষিণ) আকাশ মাঘারিয়া মাঝে মধ্যেই টহল দিচ্ছেন গোটা চত্বর । রবীন্দ্র সদনের সামনে থেকে ব্যারিকেড করা হয়েছে । কোনওরকম জমায়েত করতে দিচ্ছে না পুলিশ ।

6.Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর চেয়ার বাঁচানোর জন্য পঞ্চাশ লক্ষ মানুষকে ভাসিয়েছেন মুখ্যমন্ত্রী, আক্রমণ শুভেন্দুর

রাজ্যে বন্যার জন্য দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পূর্ব মেদিনীপুরে গান্ধী জয়ন্তীতে একটি অনুষ্ঠানে এই অভিযোগ করলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ৷ বর্ষা আসার আগে যে কাজগুলো প্রতি বছর করা হয়, সেই সময় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া আর ভবানীপুর উপনির্বাচন নিয়ে ব্য়স্ত ছিলেন, অভিযোগ করেন বিরোধী দলনেতা ৷

7.Bhabanipur Bye-election Result : ব্যর্থ হলে হাল ছেড়ে বাড়িতে বসে থাকার লোক নই, বললেন বামপ্রার্থী শ্রীজীব

"আমরা 365 দিন রাজনীতি করি আর প্রত্যেকটা লড়াই আশা নিয়েই লড়ি", ভোটগণনার দিন সকালে কেন্দ্রের বাইরে জানালেন তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে দাঁড়ানো বামপ্রার্থী শ্রীজীব বিশ্বাস ৷ ভবানীপুরের ভোটাররা ঠিক করবেন মার্জিন কত হবে, জানালেন তিনি ৷ এই নির্বাচনে বিপুল ব্যয় হয়েছে ৷ তার বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক পরিস্থিতিতে সাধ্যের বাইরে গিয়ে লড়েছেন তাঁরা ৷

8.Bhabanipur bye-election Result : 50 থেকে 80 হাজারের লিড, বিরাট ব্যবধানে জিতবেন মমতা ; আত্মবিশ্বাসী ফিরহাদ

50 থেকে 80 হাজারের মধ্যে লিড হবে এবং বিরাট মার্জিনে জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রবিবার ভবানীপুর উপনির্বাচনের ভোটগণনার দিন সকালে আত্মবিশ্বাসী তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ তিনি আরও বলেন, "বিজেপি এই রাজ্যকে উত্তরপ্রদেশ, বিহার মনে করে ৷ বাংলায় সংস্কৃতিপ্রেমী মানুষ একসঙ্গে আনন্দের সঙ্গে থাকে ৷ এখানে ধর্মীয় বিভাজন নেই ৷" পাশাপাশি তিনি মুসলিম সম্প্রদায়ভুক্ত বলে বিজেপি সাম্প্রদায়িকতা নিয়ে তাঁকে বদনাম করে বলে আক্রমণ করেন ফিরহাদ ৷

9.Dilip Ghosh : বড় বড় কথা আগেই বলে নিক, রেজাল্টেই সব দেখা যাবে ; ফিরহাদকে কটাক্ষ দিলীপের

"বড় বড় কথা আগেই বলে নিক । রেজাল্ট বেরোনোর পর বোঝা যাবে কে এগিয়ে আর কে পিছিয়ে ৷" ভবানীপুর নির্বাচনে জয় প্রসঙ্গে ফিরহাদ হাকিমকে এভাবেই একহাত নিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ । ফিরহাদ হাকিম আজ মন্তব্য করেন, ভবানীপুরে 50-80 হাজার ভোটে জয়লাভ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর দাবির পাল্টা মন্তব্য দিলীপ ঘোষের ৷

10.Bhabanipur bye-election Result : হিংসাত্মক ঘটনা যেন না ঘটে, ফল ঘোষণার আগে আদালতে চিঠি প্রিয়াঙ্কার

2 মে বিধানসভা ভোটের ফল প্রকাশের পর যা হয়েছিল, আজ যেন তেমন হিংসাত্মক ঘটনা না ঘটে ৷ এই মর্মে ভবানীপুর তথা রাজ্যজুড়ে কঠিন নিরাপত্তা ব্যবস্থার নির্দেশ দিতে কলকাতা হাইকোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে চিঠি দিলেন পেশায় আইনজীবী তথা বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.