ETV Bharat / bharat

টপ নিউজ় @ রাত 9 টা - top news at 9 p.m

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ়
টপ নিউজ়
author img

By

Published : Sep 6, 2021, 9:09 PM IST

1.BRICS Summit : এবারের ব্রিকস সম্মেলনে সভাপতিত্ব করবেন নরেন্দ্র মোদি

15তম ব্রিকস সম্মেলনে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে এ কথা জানানো হয়েছে ৷ যে বৈঠকে ব্রিকস’র সদস্য দেশগুলি ভার্চুয়ালি অংশ নেবে ৷ পাশাপাশি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও ভার্চুয়ালি ব্রিকস সম্মেলনে অংশ নেবেন ৷

2.Subhendu Adhikari: ভবানীপুরে ভোট আটকাতে দিল্লিযাত্রা শুভেন্দুর ! বৈঠক শাহ-নাড্ডার সঙ্গে

আজ দিল্লি যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)৷ রাজধানীতে তিনি দেখা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (J P Nadda) সঙ্গে ৷ ভবানীপুর উপনির্বাচন (Bhawanipur Bypoll) নিয়ে রণকৌশল ঠিক করতেই শুভেন্দুর দিল্লি সফর বলে খবর ৷

3.Shashi Tharoor: শশীর কণ্ঠে কিশোরের গান, মন কাড়ল নেটিজেনদের

মঞ্চে দাঁড়িয়ে গান গাইলেন কংগ্রেসের শীর্ষ নেতা শশী থারুর (Shashi Tharoor) ৷ কিশোর কুমারের এক আজনবি হাসিনা সে (Ek Ajnabee Haseena Se) গানটি গেয়ে নেট নাগরিকদের মন জন করে নিয়েছেন তিনি ৷

4.Ind vs Eng: ওভাল টেস্টে 'বিরাট' জয়ের হাতছানি টিম ইন্ডিয়ার

কেনিংটন ওভালে সিরিজে চতুর্থ টেস্টে জয়ের হাতছানি ভারতের ৷ প্রথম দুই ঘণ্টায় ইংল্য়ান্ডের দু'টি উইকেট তুলে নিয়ে জোড় ধাক্কা দিয়েছেন ভারতীয় বোলাররা ৷ লাঞ্চের পর দ্রুত আরও চার উইকেট তুলে নিয়ে ম্য়াচ চূড়ান্ত ক্লাইম্যাক্সে পৌঁছে দেন বুমরা-জাদেজারা ৷

5.TMC Organisational Districts: তৃণমূলের সাংগঠনিক জেলার মানচিত্রে বদল, যাদবপুর ও টালিগঞ্জ বিধানসভা দক্ষিণ কলকাতার অন্তর্ভুক্ত

তৃণমূলের (TMC) সাংগঠনিক জেলার মানচিত্রে বদল আনা হল ৷ কলকাতা পৌরসভার 19টি ওয়ার্ড নিয়ে আসা হল দক্ষিণ কলকাতার মধ্যে ৷ যাদবপুর (Jadavpur) ও টালিগঞ্জ (Tollygunge) বিধানসভাকে অন্তর্ভুক্ত করা হয় দক্ষিণ কলকাতা (South Kolkata) সাংগঠনিক জেলায় ।

6.Student Credit Card : জনসংযোগে ঘাটতি, দক্ষিণ দিনাজপুরে স্টুডেন্ট ক্রেডিট কার্ড পেতে নামমাত্র আবেদন জমা

স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে বিভ্রান্তি ৷ দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কার্ডের জন্য দরবার স্কুল পড়ুয়াদের ৷ সেই সঙ্গে প্রয়োজনীয় নথি না থাকায় মিলছে না ফর্ম ৷ প্রসঙ্গত, একমাত্র উচ্চশিক্ষার ক্ষেত্রে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড ব্যবহার করে ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া যাবে ৷ কিন্তু, গ্রামীণ এলাকায় ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে, এই কার্ড থেকে 10 লাখ টাকা পর্যন্ত খরচ করা যাবে ৷ কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্পর্কে জনসংযোগ বা প্রচারের অভাব ফুটে উঠেছে ৷

7.Kanchenjunga Stadium : দীর্ঘদিনের দাবি পূরণ, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম হাতে নিল রাজ্য সরকার

বহু পুরানো ও বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতি বিজড়িত শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম ক্রমশই জীর্ণ হয়ে পড়ছিল ৷ ক্রীড়াপ্রেমীরা রাজ্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছিলেন স্টেডিয়ামটি অধিগ্রহণ করার ৷ অবশেষে তাঁদের দাবি মেনে তা অধিগ্রহণের নির্দেশিকা জারি করল রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দফতর ৷

8.Bhawanipur By Election : ভবানীপুরে মমতার বিরুদ্ধে এগিয়ে প্রতাপ, আগামিকাল চূড়ান্ত হতে পারে বিজেপির প্রার্থী

আগামী 30 সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন ৷ ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রীর প্রতিপক্ষ হিসেবে বিজেপিও চমক দেওয়ার প্রস্তুত নিতে শুরু করেছে ৷

9.Kanksa Wife Murder : ফ্ল্যাট কেনার 30 লক্ষ না পেয়েই খুন, দাবি মৃতার বাবার

কাঁকসায় গৃহবধূ খুনের ঘটনায় নয়া তথ্য ৷ মৃতার বাবার দাবি, ফ্ল্যাট কেনার জন্য 30 লক্ষ টাকা চেয়েছিলেন জামাই বিপ্লব পরিদা ৷ কিন্তু তাঁর স্ত্রী ঈপ্সা প্রিয়দর্শিনী বাবার কাছ থেকে টাকা আনতে রাজি হননি ৷ সেই কারণেই তাঁকে খুন হতে হয় বলে দাবি ঈপ্সার বাবা রুদানন্দ বেহেরার ৷

10.Dilip Ghosh: বারবার শুভেন্দু কেন ? এবার অন্য কেউ হারাবে মমতাকে: দিলীপ

ভবানীপুর উপনির্বাচনে (Bhawanipur Bypoll) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) প্রার্থী করবে না বিজেপি ৷ এ কথা বুঝিয়ে দিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ তিনি বলেন, বারবার কেন একই লোক মমতাকে হারাবে ? এ বার নতুন কেউ হারাক ৷

1.BRICS Summit : এবারের ব্রিকস সম্মেলনে সভাপতিত্ব করবেন নরেন্দ্র মোদি

15তম ব্রিকস সম্মেলনে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে এ কথা জানানো হয়েছে ৷ যে বৈঠকে ব্রিকস’র সদস্য দেশগুলি ভার্চুয়ালি অংশ নেবে ৷ পাশাপাশি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও ভার্চুয়ালি ব্রিকস সম্মেলনে অংশ নেবেন ৷

2.Subhendu Adhikari: ভবানীপুরে ভোট আটকাতে দিল্লিযাত্রা শুভেন্দুর ! বৈঠক শাহ-নাড্ডার সঙ্গে

আজ দিল্লি যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)৷ রাজধানীতে তিনি দেখা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (J P Nadda) সঙ্গে ৷ ভবানীপুর উপনির্বাচন (Bhawanipur Bypoll) নিয়ে রণকৌশল ঠিক করতেই শুভেন্দুর দিল্লি সফর বলে খবর ৷

3.Shashi Tharoor: শশীর কণ্ঠে কিশোরের গান, মন কাড়ল নেটিজেনদের

মঞ্চে দাঁড়িয়ে গান গাইলেন কংগ্রেসের শীর্ষ নেতা শশী থারুর (Shashi Tharoor) ৷ কিশোর কুমারের এক আজনবি হাসিনা সে (Ek Ajnabee Haseena Se) গানটি গেয়ে নেট নাগরিকদের মন জন করে নিয়েছেন তিনি ৷

4.Ind vs Eng: ওভাল টেস্টে 'বিরাট' জয়ের হাতছানি টিম ইন্ডিয়ার

কেনিংটন ওভালে সিরিজে চতুর্থ টেস্টে জয়ের হাতছানি ভারতের ৷ প্রথম দুই ঘণ্টায় ইংল্য়ান্ডের দু'টি উইকেট তুলে নিয়ে জোড় ধাক্কা দিয়েছেন ভারতীয় বোলাররা ৷ লাঞ্চের পর দ্রুত আরও চার উইকেট তুলে নিয়ে ম্য়াচ চূড়ান্ত ক্লাইম্যাক্সে পৌঁছে দেন বুমরা-জাদেজারা ৷

5.TMC Organisational Districts: তৃণমূলের সাংগঠনিক জেলার মানচিত্রে বদল, যাদবপুর ও টালিগঞ্জ বিধানসভা দক্ষিণ কলকাতার অন্তর্ভুক্ত

তৃণমূলের (TMC) সাংগঠনিক জেলার মানচিত্রে বদল আনা হল ৷ কলকাতা পৌরসভার 19টি ওয়ার্ড নিয়ে আসা হল দক্ষিণ কলকাতার মধ্যে ৷ যাদবপুর (Jadavpur) ও টালিগঞ্জ (Tollygunge) বিধানসভাকে অন্তর্ভুক্ত করা হয় দক্ষিণ কলকাতা (South Kolkata) সাংগঠনিক জেলায় ।

6.Student Credit Card : জনসংযোগে ঘাটতি, দক্ষিণ দিনাজপুরে স্টুডেন্ট ক্রেডিট কার্ড পেতে নামমাত্র আবেদন জমা

স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে বিভ্রান্তি ৷ দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কার্ডের জন্য দরবার স্কুল পড়ুয়াদের ৷ সেই সঙ্গে প্রয়োজনীয় নথি না থাকায় মিলছে না ফর্ম ৷ প্রসঙ্গত, একমাত্র উচ্চশিক্ষার ক্ষেত্রে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড ব্যবহার করে ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া যাবে ৷ কিন্তু, গ্রামীণ এলাকায় ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে, এই কার্ড থেকে 10 লাখ টাকা পর্যন্ত খরচ করা যাবে ৷ কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্পর্কে জনসংযোগ বা প্রচারের অভাব ফুটে উঠেছে ৷

7.Kanchenjunga Stadium : দীর্ঘদিনের দাবি পূরণ, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম হাতে নিল রাজ্য সরকার

বহু পুরানো ও বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতি বিজড়িত শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম ক্রমশই জীর্ণ হয়ে পড়ছিল ৷ ক্রীড়াপ্রেমীরা রাজ্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছিলেন স্টেডিয়ামটি অধিগ্রহণ করার ৷ অবশেষে তাঁদের দাবি মেনে তা অধিগ্রহণের নির্দেশিকা জারি করল রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দফতর ৷

8.Bhawanipur By Election : ভবানীপুরে মমতার বিরুদ্ধে এগিয়ে প্রতাপ, আগামিকাল চূড়ান্ত হতে পারে বিজেপির প্রার্থী

আগামী 30 সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন ৷ ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রীর প্রতিপক্ষ হিসেবে বিজেপিও চমক দেওয়ার প্রস্তুত নিতে শুরু করেছে ৷

9.Kanksa Wife Murder : ফ্ল্যাট কেনার 30 লক্ষ না পেয়েই খুন, দাবি মৃতার বাবার

কাঁকসায় গৃহবধূ খুনের ঘটনায় নয়া তথ্য ৷ মৃতার বাবার দাবি, ফ্ল্যাট কেনার জন্য 30 লক্ষ টাকা চেয়েছিলেন জামাই বিপ্লব পরিদা ৷ কিন্তু তাঁর স্ত্রী ঈপ্সা প্রিয়দর্শিনী বাবার কাছ থেকে টাকা আনতে রাজি হননি ৷ সেই কারণেই তাঁকে খুন হতে হয় বলে দাবি ঈপ্সার বাবা রুদানন্দ বেহেরার ৷

10.Dilip Ghosh: বারবার শুভেন্দু কেন ? এবার অন্য কেউ হারাবে মমতাকে: দিলীপ

ভবানীপুর উপনির্বাচনে (Bhawanipur Bypoll) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) প্রার্থী করবে না বিজেপি ৷ এ কথা বুঝিয়ে দিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ তিনি বলেন, বারবার কেন একই লোক মমতাকে হারাবে ? এ বার নতুন কেউ হারাক ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.