ETV Bharat / bharat

টপ নিউজ় @ সন্ধে 7 টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ়
টপ নিউজ়
author img

By

Published : Jul 20, 2021, 7:05 PM IST

1.বুদ্ধিমানের কাজ হবে আগে প্রাথমিক স্কুল খোলা, মত আইসিএমআরের

ভারতে যদি স্কুল খোলার পরিকল্পনা করা হয়, তাহলে বুদ্ধিমানের কাজ হবে আগে প্রাথমিক স্কুলগুলি খোলা ৷ তারপর মাধ্যমিক স্তরের খুল খোলা ৷ তবে তার আগে স্কুলের সঙ্গে যুক্ত সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মী এবং বাসচালকদের টিকাকরণ সম্পূর্ণ করতে হবে ৷

2.পেগাসাস ইস্যু খোলসা না করলে অচল থাকবে সংসদ, হুঁশিয়ারি তৃণমূলের

মোদি সরকার এখনও পর্যন্ত 3 লাখ 70 হাজার কোটি টাকা আমজনতার থেকে তুলেছে পেট্রল ডিজ়েলের দাম বাড়িয়ে ৷ সেই টাকা কি এই কাজে (পেগাসাস) ব্যবহার করা হয়েছে ? প্রশ্ন তৃণমূলের ৷

3.Suvendu Adhikari : শুভেন্দুর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা তমলুক থানায়

এখনও পর্যন্ত যা খবর, তাতে তিনটি মামলা রুজু হয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ৷ পুলিশ সুপারের নির্দেশে তমলুক থানায় অভিযোগ দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে ৷

4.ডিভিশন বেঞ্চের অনুমতি ছাড়া উচ্চ প্রাথমিকে নিয়োগ নয়, হাইকোর্টে ধাক্কা সরকারের

ফের কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার ৷ সংশ্লিষ্ট ডিভিশন বেঞ্চের অনুমতি ছাড়া উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ করা যাবে না ৷ জানিয়ে দিল আদালত ৷ ইন্টারভিউয়ে সফল ও ব্যর্থ চাকরিপ্রার্থীদের নাম নিয়ে ডেটাবেস তৈরি করতে হবে কমিশনকে ৷ পরে সেই ডেটাবেস আদালতে জমা দিতে হবে ৷

5.ধৃত তিন জেএমবি জঙ্গির সন্ত্রাস-যোগ কি আরও গভীরে, ধন্দে গোয়েন্দারা

সম্প্রতি কলকাতার হরিদেবপুর থেকে তিনজনকে জেএমবি জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয় ৷ কিন্তু ওই জঙ্গিদের সন্ত্রাস-যোগ আরও গভীরে থাকতে পারে ৷ এমনটাই সন্দেহ গোয়েন্দাদের ৷

6.IND vs SL : টস জিতে ব্যাটিং শ্রীলঙ্কার, আজ জিতলেই সিরিজ় পকেটে ধাওয়ানদের

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে প্রথম একাদশ অপরিবর্তিত রেখে মাঠে নেমেছে ভারত ৷

7.TMC leader arrested : নকল মদ তৈরি করে বিহারে পাচার, গ্রেফতার তৃণমূল নেতা

নকল মদ তৈরি করে বিহারে পাচারের অভিযোগ ৷ কাঠগড়ায় শিলিগুড়ির এক তৃণমূল নেতা ৷ সোমবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করে বিহার পুলিশের একটি দল ৷ মঙ্গলবার ট্রানজিট রিমান্ডে বিহার নিয়ে যাওয়া হয় ৷ ধৃতের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই বলে দাবি জেলা তৃণমূল নেতৃত্বের ৷

8.বাবা-মাকে হারিয়েছেন বিশাখাপটনম গ্যাস লিকে, অবসাদেই আত্মঘাতী হায়দরাবাদের যুবক ?

পুলিশ মৃতের সঙ্গীদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে 2020 সালের বিশাখাপটনম গ্যাস লিক দুর্ঘটনায় স্টিরিন গ্যাসের প্রভাবে মৃত্যু হয় পি সমৃতের বাবা এবং মায়ের । কলকাতার বিভিন্ন জায়গায় স্টিরিন গ্যাসের খোঁজ করে বেড়াচ্ছিলেন সমৃত । ওই গ্যাস না পেয়ে ইন্টারনেটে প্রাণঘাতী গ্যাসের খোঁজ শুরু করেন সমৃত । হিলিয়াম গ্যাস সহজলভ্য হওয়ায় অবশেষে সেই গ্যাসে আত্মঘাতী ব্যাঙ্ককর্মী ।

9.Tokyo Olympics : সুতীর্থা, মণিকাদের হাত ধরে টিটিতে পদক আসবে, আশায় কোচ সৌম্যদীপ

টোকিয়ো যাওয়া ভারতীয় টেবিল টেনিস দলের খেলোয়াড়দের খেলোয়াড়ি জীবন এবং কোচ - এই দুটো ভূমিকা থেকেই দেখেছেন সৌম্যদীপ রায় । তাই তাঁদের উপর আস্থাটাও বেশি ৷

10.শিকল ছাড়া উপায় নেই, মানসিক ভারসাম্যহীন ছেলের সুস্থতার আশায় পরিবার

পাথরপ্রতিমার পশ্চিম দারোগাপুরের বাসিন্দা মন্টু পুস্তি মানসিক ভারসাম্যহীন ছেলেকে রাখেন শিকল বেঁধেই ৷ নাহলেই ভারী অশান্তি শুরু করে বছর কুড়ির শুভজিৎ পুস্তি ৷ দিনমজুর মন্টু ছেলের চিকিৎসা করাতে পারেন না টাকার অভাবে ৷ তাই তাঁর আবেদন, সরকার বা কোনও সহৃদয় ব্যক্তি যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে ছেলেটা সুস্থ-স্বাভাবিক জীবনযাপন করতে পারবে ৷

1.বুদ্ধিমানের কাজ হবে আগে প্রাথমিক স্কুল খোলা, মত আইসিএমআরের

ভারতে যদি স্কুল খোলার পরিকল্পনা করা হয়, তাহলে বুদ্ধিমানের কাজ হবে আগে প্রাথমিক স্কুলগুলি খোলা ৷ তারপর মাধ্যমিক স্তরের খুল খোলা ৷ তবে তার আগে স্কুলের সঙ্গে যুক্ত সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মী এবং বাসচালকদের টিকাকরণ সম্পূর্ণ করতে হবে ৷

2.পেগাসাস ইস্যু খোলসা না করলে অচল থাকবে সংসদ, হুঁশিয়ারি তৃণমূলের

মোদি সরকার এখনও পর্যন্ত 3 লাখ 70 হাজার কোটি টাকা আমজনতার থেকে তুলেছে পেট্রল ডিজ়েলের দাম বাড়িয়ে ৷ সেই টাকা কি এই কাজে (পেগাসাস) ব্যবহার করা হয়েছে ? প্রশ্ন তৃণমূলের ৷

3.Suvendu Adhikari : শুভেন্দুর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা তমলুক থানায়

এখনও পর্যন্ত যা খবর, তাতে তিনটি মামলা রুজু হয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ৷ পুলিশ সুপারের নির্দেশে তমলুক থানায় অভিযোগ দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে ৷

4.ডিভিশন বেঞ্চের অনুমতি ছাড়া উচ্চ প্রাথমিকে নিয়োগ নয়, হাইকোর্টে ধাক্কা সরকারের

ফের কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার ৷ সংশ্লিষ্ট ডিভিশন বেঞ্চের অনুমতি ছাড়া উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ করা যাবে না ৷ জানিয়ে দিল আদালত ৷ ইন্টারভিউয়ে সফল ও ব্যর্থ চাকরিপ্রার্থীদের নাম নিয়ে ডেটাবেস তৈরি করতে হবে কমিশনকে ৷ পরে সেই ডেটাবেস আদালতে জমা দিতে হবে ৷

5.ধৃত তিন জেএমবি জঙ্গির সন্ত্রাস-যোগ কি আরও গভীরে, ধন্দে গোয়েন্দারা

সম্প্রতি কলকাতার হরিদেবপুর থেকে তিনজনকে জেএমবি জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয় ৷ কিন্তু ওই জঙ্গিদের সন্ত্রাস-যোগ আরও গভীরে থাকতে পারে ৷ এমনটাই সন্দেহ গোয়েন্দাদের ৷

6.IND vs SL : টস জিতে ব্যাটিং শ্রীলঙ্কার, আজ জিতলেই সিরিজ় পকেটে ধাওয়ানদের

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে প্রথম একাদশ অপরিবর্তিত রেখে মাঠে নেমেছে ভারত ৷

7.TMC leader arrested : নকল মদ তৈরি করে বিহারে পাচার, গ্রেফতার তৃণমূল নেতা

নকল মদ তৈরি করে বিহারে পাচারের অভিযোগ ৷ কাঠগড়ায় শিলিগুড়ির এক তৃণমূল নেতা ৷ সোমবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করে বিহার পুলিশের একটি দল ৷ মঙ্গলবার ট্রানজিট রিমান্ডে বিহার নিয়ে যাওয়া হয় ৷ ধৃতের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই বলে দাবি জেলা তৃণমূল নেতৃত্বের ৷

8.বাবা-মাকে হারিয়েছেন বিশাখাপটনম গ্যাস লিকে, অবসাদেই আত্মঘাতী হায়দরাবাদের যুবক ?

পুলিশ মৃতের সঙ্গীদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে 2020 সালের বিশাখাপটনম গ্যাস লিক দুর্ঘটনায় স্টিরিন গ্যাসের প্রভাবে মৃত্যু হয় পি সমৃতের বাবা এবং মায়ের । কলকাতার বিভিন্ন জায়গায় স্টিরিন গ্যাসের খোঁজ করে বেড়াচ্ছিলেন সমৃত । ওই গ্যাস না পেয়ে ইন্টারনেটে প্রাণঘাতী গ্যাসের খোঁজ শুরু করেন সমৃত । হিলিয়াম গ্যাস সহজলভ্য হওয়ায় অবশেষে সেই গ্যাসে আত্মঘাতী ব্যাঙ্ককর্মী ।

9.Tokyo Olympics : সুতীর্থা, মণিকাদের হাত ধরে টিটিতে পদক আসবে, আশায় কোচ সৌম্যদীপ

টোকিয়ো যাওয়া ভারতীয় টেবিল টেনিস দলের খেলোয়াড়দের খেলোয়াড়ি জীবন এবং কোচ - এই দুটো ভূমিকা থেকেই দেখেছেন সৌম্যদীপ রায় । তাই তাঁদের উপর আস্থাটাও বেশি ৷

10.শিকল ছাড়া উপায় নেই, মানসিক ভারসাম্যহীন ছেলের সুস্থতার আশায় পরিবার

পাথরপ্রতিমার পশ্চিম দারোগাপুরের বাসিন্দা মন্টু পুস্তি মানসিক ভারসাম্যহীন ছেলেকে রাখেন শিকল বেঁধেই ৷ নাহলেই ভারী অশান্তি শুরু করে বছর কুড়ির শুভজিৎ পুস্তি ৷ দিনমজুর মন্টু ছেলের চিকিৎসা করাতে পারেন না টাকার অভাবে ৷ তাই তাঁর আবেদন, সরকার বা কোনও সহৃদয় ব্যক্তি যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে ছেলেটা সুস্থ-স্বাভাবিক জীবনযাপন করতে পারবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.