ETV Bharat / bharat

টপ নিউজ় @ রাত 9 টা - টপ নিউজ় @ রাত 9 টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ় @ রাত 9 টা
টপ নিউজ় @ রাত 9 টা
author img

By

Published : Apr 23, 2021, 9:07 PM IST

1.ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিশ্বস্বাস্থ্য সংস্থা

ওই সংস্থার মহাসচিবের তরফে টুইটারের মাধ্যমে এই উদ্বেগ প্রকাশ করা হয়েছে ৷ সেখানে লেখা হয়েছে যে ভারতের পরিস্থিতি ভয়ঙ্কর ৷ আর এর থেকে বোঝা যাচ্ছে ঠিক কী কী করার ক্ষমতা রয়েছে এই ভাইরাসের ৷ তাই এই ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া খুবই প্রয়োজন ৷

2.নির্বাচনের শেষ প্রচারে মোদির মুখে নেই মমতার নাম, কীসের ইঙ্গিত ?

যে ডাক মোদির মুখে শুনে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে হাততালির ঝড় উঠত, সেই কথা কেন একবারও উল্লেখ করলেন না তিনি ? আর কেনই বা তিনি একবারও মমতার সমালোচনায় সরব হলেন না ?

3.দিল্লিসহ 5 রাজ্য থেকে আগত বিমানযাত্রীদের জন্য কোভিড টেস্ট বাধ্যতামূলক বাংলায়

এর আগে মহারাষ্ট্র, কেরালা, কর্নাটক ও তেলাঙ্গানা থেকে আগত বিমানযাত্রীদের জন্য করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছিল ৷ এবার সেই তালিকায় যুক্ত হল আরও 5 রাজ্য ৷

4.সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখিয়ে বঙ্গ-ভোটে প্রচার শেষ করলেন মোদি

এদিন নরেন্দ্র মোদির চারটি জনসভা করার কথা ছিল বাংলায় ৷ কিন্তু করোনা সংক্রান্ত পর্যালোচনা বৈঠক থাকায় এদিন বঙ্গ সফরে আসতে পারেননি মোদি ৷ বদলে ভার্চুয়াল মাধ্যমকে ব্যবহার করে ভাষণ দেন তিনি ৷ রাজ্যের বিভিন্ন জায়গায় জায়ান্ট স্ক্রিন বসিয়ে সেই বক্তৃতা শোনানো হয় ৷

5.রাতে ঘুম আসছে না কেজরির; প্রটোকল ভেঙে টেলিভাইজড বৈঠকের ভিডিয়ো

দিল্লির অক্সিজেন ঘাটতির নিরুপায় ছবিটা মুখ্যমন্ত্রীর মুখ দেখলেই স্পষ্ট হয়ে যাচ্ছিল ৷ বারবার ভেঙে পড়লেন বৈঠক চলাকালীন ৷ হাতজোড় করে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করলেন কেজরিওয়াল ৷

6.কোভিশিল্ডের আরও 5 লাখ ডোজ় রাজ্যে

কোভিশিল্ডের আরও 5 লাখ ডোজ় আসছে রাজ্যে ৷ বাগবাজার সেন্ট্রাল স্টোরেজে রাখা হবে এই ভ্যাকসিন ৷

7.দেশবাসীর টাকাতেই দেশবাসীর জীবন বাঁচান, ‘পিএমজি’কে পরামর্শ মহুয়ার

দেশের মানুষের টাকায় 20 হাজার কোটির সেন্ট্রাল ভিস্তা প্রকল্প তৈরি না করে প্রত্য়েক ভারতীয়কে বিনামূল্যে করোনার টিকা দিক কেন্দ্রীয় সরকার ৷ সরাসরি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে টুইট তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর ৷

8.কারখানায় অক্সিজেনের ব্যবহার কমিয়ে রোগীদের দেওয়ার আবেদন রাজ্য মুখ্য স্বাস্থ্য আধিকারিকের

সেলের তরফে অক্সিজেন দেওয়া হচ্ছে না বলে দুর্গাপুরের সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুর ইস্পাত কারখানার উৎপাদিত অক্সিজেন অন্য রাজ্যে পাঠানোর আগে এই রাজ্যের প্রয়োজনীয়তা মেটানোর আবেদন জানানো হয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ৷

9.ডাক পাননি প্রধানমন্ত্রীর করোনা-বৈঠকে, ক্ষোভ মমতার

এর আগে প্রধানমন্ত্রীর ডাকা বৈঠক এড়িয়ে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সময়ে বিভিন্ন নির্বাচনী প্রচার কর্মসূচিতে ব্যস্ত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

10.ক্ষমা করবেন, জানতাম না করোনার ওষুধ ছিল ! টিকা ফেরালেন মানবিক চোর

বৃহস্পতিবার হরিয়ানার জিন্দ জেলার পিপি সেন্টার জেনারেল হাসপাতালের হাসপাতালে স্টোর রুম খুলে একটি ব্যাগ না পাওয়ায় মাথায় হাত পড়ে হাসপাতাল কর্তৃপক্ষর ৷ কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড মিলিয়ে ওই ব্যাগে রাখা ছিল এক হাজার সাতশো দশটি টিকার ডোজ ৷ সেই ব্যাগ চুরি গিয়েছে স্টোর রুম থেকে ৷

1.ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিশ্বস্বাস্থ্য সংস্থা

ওই সংস্থার মহাসচিবের তরফে টুইটারের মাধ্যমে এই উদ্বেগ প্রকাশ করা হয়েছে ৷ সেখানে লেখা হয়েছে যে ভারতের পরিস্থিতি ভয়ঙ্কর ৷ আর এর থেকে বোঝা যাচ্ছে ঠিক কী কী করার ক্ষমতা রয়েছে এই ভাইরাসের ৷ তাই এই ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া খুবই প্রয়োজন ৷

2.নির্বাচনের শেষ প্রচারে মোদির মুখে নেই মমতার নাম, কীসের ইঙ্গিত ?

যে ডাক মোদির মুখে শুনে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে হাততালির ঝড় উঠত, সেই কথা কেন একবারও উল্লেখ করলেন না তিনি ? আর কেনই বা তিনি একবারও মমতার সমালোচনায় সরব হলেন না ?

3.দিল্লিসহ 5 রাজ্য থেকে আগত বিমানযাত্রীদের জন্য কোভিড টেস্ট বাধ্যতামূলক বাংলায়

এর আগে মহারাষ্ট্র, কেরালা, কর্নাটক ও তেলাঙ্গানা থেকে আগত বিমানযাত্রীদের জন্য করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছিল ৷ এবার সেই তালিকায় যুক্ত হল আরও 5 রাজ্য ৷

4.সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখিয়ে বঙ্গ-ভোটে প্রচার শেষ করলেন মোদি

এদিন নরেন্দ্র মোদির চারটি জনসভা করার কথা ছিল বাংলায় ৷ কিন্তু করোনা সংক্রান্ত পর্যালোচনা বৈঠক থাকায় এদিন বঙ্গ সফরে আসতে পারেননি মোদি ৷ বদলে ভার্চুয়াল মাধ্যমকে ব্যবহার করে ভাষণ দেন তিনি ৷ রাজ্যের বিভিন্ন জায়গায় জায়ান্ট স্ক্রিন বসিয়ে সেই বক্তৃতা শোনানো হয় ৷

5.রাতে ঘুম আসছে না কেজরির; প্রটোকল ভেঙে টেলিভাইজড বৈঠকের ভিডিয়ো

দিল্লির অক্সিজেন ঘাটতির নিরুপায় ছবিটা মুখ্যমন্ত্রীর মুখ দেখলেই স্পষ্ট হয়ে যাচ্ছিল ৷ বারবার ভেঙে পড়লেন বৈঠক চলাকালীন ৷ হাতজোড় করে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করলেন কেজরিওয়াল ৷

6.কোভিশিল্ডের আরও 5 লাখ ডোজ় রাজ্যে

কোভিশিল্ডের আরও 5 লাখ ডোজ় আসছে রাজ্যে ৷ বাগবাজার সেন্ট্রাল স্টোরেজে রাখা হবে এই ভ্যাকসিন ৷

7.দেশবাসীর টাকাতেই দেশবাসীর জীবন বাঁচান, ‘পিএমজি’কে পরামর্শ মহুয়ার

দেশের মানুষের টাকায় 20 হাজার কোটির সেন্ট্রাল ভিস্তা প্রকল্প তৈরি না করে প্রত্য়েক ভারতীয়কে বিনামূল্যে করোনার টিকা দিক কেন্দ্রীয় সরকার ৷ সরাসরি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে টুইট তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর ৷

8.কারখানায় অক্সিজেনের ব্যবহার কমিয়ে রোগীদের দেওয়ার আবেদন রাজ্য মুখ্য স্বাস্থ্য আধিকারিকের

সেলের তরফে অক্সিজেন দেওয়া হচ্ছে না বলে দুর্গাপুরের সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুর ইস্পাত কারখানার উৎপাদিত অক্সিজেন অন্য রাজ্যে পাঠানোর আগে এই রাজ্যের প্রয়োজনীয়তা মেটানোর আবেদন জানানো হয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ৷

9.ডাক পাননি প্রধানমন্ত্রীর করোনা-বৈঠকে, ক্ষোভ মমতার

এর আগে প্রধানমন্ত্রীর ডাকা বৈঠক এড়িয়ে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সময়ে বিভিন্ন নির্বাচনী প্রচার কর্মসূচিতে ব্যস্ত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

10.ক্ষমা করবেন, জানতাম না করোনার ওষুধ ছিল ! টিকা ফেরালেন মানবিক চোর

বৃহস্পতিবার হরিয়ানার জিন্দ জেলার পিপি সেন্টার জেনারেল হাসপাতালের হাসপাতালে স্টোর রুম খুলে একটি ব্যাগ না পাওয়ায় মাথায় হাত পড়ে হাসপাতাল কর্তৃপক্ষর ৷ কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড মিলিয়ে ওই ব্যাগে রাখা ছিল এক হাজার সাতশো দশটি টিকার ডোজ ৷ সেই ব্যাগ চুরি গিয়েছে স্টোর রুম থেকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.