ETV Bharat / bharat

নীতীশকে NDA-র নেতা বাছতে বৈঠক রবিবার

author img

By

Published : Nov 13, 2020, 4:52 PM IST

15 নভেম্বর বেলা 12টা 30 মিনিটে ভাবী মুখ্য়মন্ত্রী নীতীশ কুমারের বাড়িতে বৈঠক শুরু হবে ৷ যে বৈঠকের নেতৃত্ব দেবেন নীতীশ কুমার নিজেই ৷

newly-elected-nda-mlas-to-meet-on-nov-15-to-choose-nitish-as-their-leader
রবিবার ভাবী মুখ্য়মন্ত্রী নীতীশ কুমারের বাড়িতে বৈঠকে বসছেন নবনির্বাচিত NDA বিধায়করা

পটনা, 13 নভেম্বর : বিহার বিধানসভার ফল বেরিয়েছে 10 নভেম্বর ৷ তারপর NDA-র ভাবী মুখ্য়মন্ত্রী নীতীশ কুমারের বাড়িতে শরিক দলের বিধায়কদের নিয়ে বৈঠক হয় ৷ রবিবার আবারও বিহার বিধানসভার NDA-র সদস্য়দের নিয়ে বৈঠকে বসতে চলেছেন নীতীশ কুমার ৷ সেই বৈঠকে নীতীশ কুমারকে বিহারে NDA-র নেতা হিসেবে বেছে নেওয়া হবে ৷ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রথম বৈঠকে ৷ যেখানে বিহারে NDA-র শরকি দল BJP, JDU, HAM এবং বিকাশিল ইনসান পার্টির নেতৃত্বরা উপস্থিত ছিলেন ৷

15 নভেম্বর বেলা 12টা 30 মিনিটে ভাবী মুখ্য়মন্ত্রী নীতীশ কুমারের বাড়িতে বৈঠক শুরু হবে ৷ যে বৈঠকের নেতৃত্ব দেবেন নীতীশ কুমার নিজেই ৷ তবে, উল্লেখ্য় বিহার বিধানসভায় প্রথমবার একক দল হিসেবে দ্বিতীয়স্থানে উঠে এসেছে BJP, তারা 74 টি আসন জিতেছে ৷ সেখানে এবারের নির্বাচনে মাত্র 44টি আসন নিজেদের দখলে রাখতে পেরেছে JD(U) । তা সত্ত্বেও গেরুয়া শিবিরের শীর্ষনেতৃত্ব এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নীতীশ কুমারকে জোরের সঙ্গে মুখ্য়মন্ত্রী হিসেবে সমর্থন করে গিয়েছে ৷ যা নীতীশের জন্য় স্বস্তির হলেও, বিহার বিধানসভার মন্ত্রিসভায় BJP-র মুখ বেশি থাকবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ৷

পটনা, 13 নভেম্বর : বিহার বিধানসভার ফল বেরিয়েছে 10 নভেম্বর ৷ তারপর NDA-র ভাবী মুখ্য়মন্ত্রী নীতীশ কুমারের বাড়িতে শরিক দলের বিধায়কদের নিয়ে বৈঠক হয় ৷ রবিবার আবারও বিহার বিধানসভার NDA-র সদস্য়দের নিয়ে বৈঠকে বসতে চলেছেন নীতীশ কুমার ৷ সেই বৈঠকে নীতীশ কুমারকে বিহারে NDA-র নেতা হিসেবে বেছে নেওয়া হবে ৷ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রথম বৈঠকে ৷ যেখানে বিহারে NDA-র শরকি দল BJP, JDU, HAM এবং বিকাশিল ইনসান পার্টির নেতৃত্বরা উপস্থিত ছিলেন ৷

15 নভেম্বর বেলা 12টা 30 মিনিটে ভাবী মুখ্য়মন্ত্রী নীতীশ কুমারের বাড়িতে বৈঠক শুরু হবে ৷ যে বৈঠকের নেতৃত্ব দেবেন নীতীশ কুমার নিজেই ৷ তবে, উল্লেখ্য় বিহার বিধানসভায় প্রথমবার একক দল হিসেবে দ্বিতীয়স্থানে উঠে এসেছে BJP, তারা 74 টি আসন জিতেছে ৷ সেখানে এবারের নির্বাচনে মাত্র 44টি আসন নিজেদের দখলে রাখতে পেরেছে JD(U) । তা সত্ত্বেও গেরুয়া শিবিরের শীর্ষনেতৃত্ব এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নীতীশ কুমারকে জোরের সঙ্গে মুখ্য়মন্ত্রী হিসেবে সমর্থন করে গিয়েছে ৷ যা নীতীশের জন্য় স্বস্তির হলেও, বিহার বিধানসভার মন্ত্রিসভায় BJP-র মুখ বেশি থাকবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.