নয়াদিল্লি, 10 জানুয়ারি: সদ্যোজাত শিশুকে বাড়িত তিনতলা থেকে নীচে ছুড়ে ফেলার অভিযোগ উঠল ৷ ঘটনায় প্রাণ হারিয়েছে একরত্তি ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লির নিউ অশোক নগরে ৷ আবাসনের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করছে পুলি শ৷ তার মধ্যে একজন অল্পবয়সী মহিলাও রয়েছেন ৷ পুলিশের অনুমান, ওই মহিলাই শিশুটির মা ৷ শিশুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নৃশংস এই ঘটনাটি নিউ অশোক নগরের জয় অম্বে অ্যাপার্টমেন্টে ঘটেছে ৷ ওই আবাসনের কয়েকজন মহিলা কনকনে ঠান্ডায় আগুন জ্বালিয়ে তাপ নিচ্ছিল ৷ হঠাৎ তাঁরা উপর থেকে কিছু একটা নীচে পড়ে যাওয়ার শব্দ পান ৷ প্রথমে তাঁরা ভেবেছিলেন কেউ বোধহয় উপর থেকে আবর্জনা ফেলেছেন ৷ পরে তাঁরা কাছে গিয়ে দেখতে পান, একটি সদ্যোজাত শিশু পড়ে রয়েছে এবং সে ছটফট করছে ৷
আরও পড়ুন: শত্রুতার জের, পাঁচমাসের শিশুকে পিটিয়ে মারল দুষ্কৃতীরা, আহত 5
একজন মহিলা বুঝতে পারেন শিশুটি উপর থেকে নীচে পড়ে গিয়েছে ৷ সঙ্গে সঙ্গে তাঁরা ওই জখম নবজাতককে নিয়ে নয়ডার মেট্রো হাসপাতালে নিয়ে যান ৷ সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ৷ জয় আম্বে আবাসনের সহ-সভাপতি কৈলাশ বিস্ত বলেন, "সদ্যোজাতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ৷ খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছয় এবং সদ্যোজাতের মৃতদেহটি ময়নাতদন্তের জন্য লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালে পাঠায় ৷" তিনি আরও বলেন, "শিশুটিকে আবাসনের তিনতলা থেকে ছুড়ে নীচে ফেলে দেওয়া হয়েছে৷ আবাসনের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ কয়েকজনকে হেফাজতেও নেওয়া হয়েছে ৷"