ETV Bharat / bharat

Italy Couple Adopts Abandoned Child: ইতালিতে নতুন জীবন শুরু করছে নর্দমা থেকে উদ্ধার সদ্যোজাত - নর্দমা থেকে উদ্ধার সদ্যোজাত

ইতালিতে নতুন জীবন শুরু করতে চলেছে থানের নর্দমা থেকে উদ্ধার হওয়া সদ্যোজাত (Italy Couple Adopts Abandoned Child)৷ মাথায় সংক্রমণ হওয়ায় বেশ কয়েকটি অস্ত্রোপচার করাতে হয়েছিল তার (Newborn rescued from drain)৷

Newborn rescued from drain ETV Bharat
নর্দমা থেকে উদ্ধার সদ্যোজাত
author img

By

Published : Feb 19, 2023, 12:22 PM IST

Updated : Feb 19, 2023, 11:05 PM IST

থানে (মহারাষ্ট্র), 19 ফেব্রুয়ারি: নর্দমা থেকে এক পরিত্যক্ত নবজাতকের (Newborn rescued from drain) চিৎকার শুনতে পেয়েছিলেন স্থানীয়রা । সময়টা 2018 সালের 30 ডিসেম্বর ৷ মহারাষ্ট্রের থানে অঞ্চলের উলহাসনগর সীমানার ভাদগাঁও গ্রামের ঘটনা ৷ সঙ্গে সঙ্গে সমাজকর্মী ও অশোকা ফাউন্ডেশনের শিবাজি রাগড়েকে খবর দেওয়া হয় ৷ তাঁরাই গিয়ে সেই সদ্যোজাতকে নর্দমার ভেতর থেকে টেনে বের করেন । মাথায় সংক্রমণ ছড়ালেও মৃত্যুর সঙ্গে লড়াই করে নতুন জীবন পায় সেই পুত্রসন্তান (Italy Couple Adopts Abandoned Child)৷ তার নাম রাখা হয় টাইগার ৷ সম্প্রতি এক ইতালীয় দম্পতি দত্তক নিয়েছেন সেই শিশুকে ।

শিশুটিকে নর্দমা থেকে বের করে চিকিৎসার ব্যবস্থা: নর্দমায় থেকে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল । অশোকা ফাউন্ডেশন চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করলেও শিশুটির মাথার ইনফেকশন ভালো হচ্ছিল না । তাই তৎকালীন বিধায়ক জ্যোত কালানির সাহায্য নেন শিবাজি রাগড়ে । এরপর ওয়াড়িয়া হাসপাতালে যোগাযোগ করে শিশুটিকে সেখানে ভর্তির ব্যবস্থা করা হয় । হাসপাতালই প্রাথমিক ভাবে চিকিৎসার খরচ বহন করে ৷

Newborn rescued from drain ETV Bharat
নর্দমা থেকে উদ্ধার সদ্যোজাত

অস্ত্রোপচারের জন্য 24 ঘণ্টায় ব্যবস্থা হয় 10.42 লক্ষ টাকার: তারপর রাগড়ে একটি তহবিল সংগ্রহকারী এনজিও কেটোর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেন । ওয়াড়িয়া হাসপাতালের নামে একটি অ্যাকাউন্ট খোলার পরে 24 ঘণ্টার মধ্যে 10.42 লক্ষ টাকারও বেশি জমা পড়ে সেই অ্যাকাউন্টে ৷ এরপর শিশুটির অস্ত্রোপচার করা হয় । প্রায় 4 মাস চিকিৎসার পর 2019 সালের 5 এপ্রিল টাইগারকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় । এর পরে মহিলা বালকল্যাণ সমিতির নির্দেশে রাগড়ে এবং পুলিশ শিশুটিকে নবি মুম্বইয়ের নেরুলের বিশ্ব বালক কেন্দ্রে রেখে আসেন ৷

আরও পড়ুন: বস্তিবাসী শিশুদের জন্য এবার দুয়ারে লাইব্রেরি, শোনা যাবে গল্পও

টাইগারকে দত্তক নেন ইতালির দম্পতি: রাগড়ের অনুরোধের ভিত্তিতে সপ্তাহে একবার টাইগারের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়েছিল । ইতিমধ্যে শিশুটির দুটি অস্ত্রোপচার করা হয়েছে এবং সেগুলি সফল হয়েছে । সেরে উঠেছে টাইগার ৷ এরপর শুরু হয় তাকে দত্তক নেওয়ার প্রক্রিয়া ৷ বেশ কিছু সময় পেরনোর পর টাইগারকে দত্তক নিতে এগিয়ে এলেন ইতালির এক দম্পতি । তাঁরা আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর 17 ফেব্রুয়ারি, শুক্রবার টাইগার ইতালি নিয়ে চলে যান ।

নতুন জীবনের পথে টাইগার: এ দিকে, বিশ্ব বালক কেন্দ্র টাইগারের জীবনদায়ী শিবাজি রাগড়ে এবং তাঁর স্ত্রী জয়শ্রী রাগড়েকে শেষবারের মতো টাইগারের সঙ্গে দেখা করতে এবং তার নতুন বাবা-মায়ের সঙ্গে দেখা করার জন্য 17 ফেব্রুয়ারি তাঁদের আমন্ত্রণ জানায় । তবে এই সময়টায় এসে চোখের জল বাঁধ মানেনি কারও ৷ শিবাজি, তাঁর স্ত্রী এবং নতুন বাবা-মা সবার চোখই ছিল ভেজা ৷ রাগড়ে দম্পতি বলেন, "আমরা তার লিগাল কাস্টডি না পেলেও তার জন্য যেটুকু করার তা আমরা করেছি ৷ তবে এ বার টাইগার যে বাবা-মায়ের পাওয়ার জন্য যোগ্য তাঁদেরই পেয়েছে ৷"

থানে (মহারাষ্ট্র), 19 ফেব্রুয়ারি: নর্দমা থেকে এক পরিত্যক্ত নবজাতকের (Newborn rescued from drain) চিৎকার শুনতে পেয়েছিলেন স্থানীয়রা । সময়টা 2018 সালের 30 ডিসেম্বর ৷ মহারাষ্ট্রের থানে অঞ্চলের উলহাসনগর সীমানার ভাদগাঁও গ্রামের ঘটনা ৷ সঙ্গে সঙ্গে সমাজকর্মী ও অশোকা ফাউন্ডেশনের শিবাজি রাগড়েকে খবর দেওয়া হয় ৷ তাঁরাই গিয়ে সেই সদ্যোজাতকে নর্দমার ভেতর থেকে টেনে বের করেন । মাথায় সংক্রমণ ছড়ালেও মৃত্যুর সঙ্গে লড়াই করে নতুন জীবন পায় সেই পুত্রসন্তান (Italy Couple Adopts Abandoned Child)৷ তার নাম রাখা হয় টাইগার ৷ সম্প্রতি এক ইতালীয় দম্পতি দত্তক নিয়েছেন সেই শিশুকে ।

শিশুটিকে নর্দমা থেকে বের করে চিকিৎসার ব্যবস্থা: নর্দমায় থেকে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল । অশোকা ফাউন্ডেশন চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করলেও শিশুটির মাথার ইনফেকশন ভালো হচ্ছিল না । তাই তৎকালীন বিধায়ক জ্যোত কালানির সাহায্য নেন শিবাজি রাগড়ে । এরপর ওয়াড়িয়া হাসপাতালে যোগাযোগ করে শিশুটিকে সেখানে ভর্তির ব্যবস্থা করা হয় । হাসপাতালই প্রাথমিক ভাবে চিকিৎসার খরচ বহন করে ৷

Newborn rescued from drain ETV Bharat
নর্দমা থেকে উদ্ধার সদ্যোজাত

অস্ত্রোপচারের জন্য 24 ঘণ্টায় ব্যবস্থা হয় 10.42 লক্ষ টাকার: তারপর রাগড়ে একটি তহবিল সংগ্রহকারী এনজিও কেটোর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেন । ওয়াড়িয়া হাসপাতালের নামে একটি অ্যাকাউন্ট খোলার পরে 24 ঘণ্টার মধ্যে 10.42 লক্ষ টাকারও বেশি জমা পড়ে সেই অ্যাকাউন্টে ৷ এরপর শিশুটির অস্ত্রোপচার করা হয় । প্রায় 4 মাস চিকিৎসার পর 2019 সালের 5 এপ্রিল টাইগারকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় । এর পরে মহিলা বালকল্যাণ সমিতির নির্দেশে রাগড়ে এবং পুলিশ শিশুটিকে নবি মুম্বইয়ের নেরুলের বিশ্ব বালক কেন্দ্রে রেখে আসেন ৷

আরও পড়ুন: বস্তিবাসী শিশুদের জন্য এবার দুয়ারে লাইব্রেরি, শোনা যাবে গল্পও

টাইগারকে দত্তক নেন ইতালির দম্পতি: রাগড়ের অনুরোধের ভিত্তিতে সপ্তাহে একবার টাইগারের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়েছিল । ইতিমধ্যে শিশুটির দুটি অস্ত্রোপচার করা হয়েছে এবং সেগুলি সফল হয়েছে । সেরে উঠেছে টাইগার ৷ এরপর শুরু হয় তাকে দত্তক নেওয়ার প্রক্রিয়া ৷ বেশ কিছু সময় পেরনোর পর টাইগারকে দত্তক নিতে এগিয়ে এলেন ইতালির এক দম্পতি । তাঁরা আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর 17 ফেব্রুয়ারি, শুক্রবার টাইগার ইতালি নিয়ে চলে যান ।

নতুন জীবনের পথে টাইগার: এ দিকে, বিশ্ব বালক কেন্দ্র টাইগারের জীবনদায়ী শিবাজি রাগড়ে এবং তাঁর স্ত্রী জয়শ্রী রাগড়েকে শেষবারের মতো টাইগারের সঙ্গে দেখা করতে এবং তার নতুন বাবা-মায়ের সঙ্গে দেখা করার জন্য 17 ফেব্রুয়ারি তাঁদের আমন্ত্রণ জানায় । তবে এই সময়টায় এসে চোখের জল বাঁধ মানেনি কারও ৷ শিবাজি, তাঁর স্ত্রী এবং নতুন বাবা-মা সবার চোখই ছিল ভেজা ৷ রাগড়ে দম্পতি বলেন, "আমরা তার লিগাল কাস্টডি না পেলেও তার জন্য যেটুকু করার তা আমরা করেছি ৷ তবে এ বার টাইগার যে বাবা-মায়ের পাওয়ার জন্য যোগ্য তাঁদেরই পেয়েছে ৷"

Last Updated : Feb 19, 2023, 11:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.