নয়া দিল্লি, 31 অগস্ট : সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন দেশের 9 জন বিচারপতি, যাঁদের মধ্যে 3 জন মহিলা বিচারপতি ৷ আজ সকালে প্রধান বিচারপতি এন ভি রামানা (CJI N V Ramana) তাঁদের শপথবাক্য পাঠ করালেন ৷ দেশের সর্বোচ্চ আদালতের ইতিহাসে এই প্রথম একটি অনুষ্ঠানে একসঙ্গে 9 জন বিচারপতি শপথ গ্রহণ (Oath of Office) করলেন ৷ রাষ্ট্রপতি গত 26 অগস্ট এই 9 জন বিচারপতির নিয়োগে চূড়ান্ত সম্মতি দেন ৷
দেশের প্রধান বিচারপতির কোর্টরুমে "ওয়াথ অফ অফিস"-এর শপথবাক্য পাঠ করাই চিরাচরিত রীতি ৷ কিন্তু কোভিড-19-এর বিধিনিষেধের জন্য এই প্রথম অডিটোরিয়াম হলে শপথবাক্য পাঠ অনুষ্ঠান হবে বলে একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছিল সুপ্রিম কোর্টের জনসংযোগ অফিস (Public Relations Office) ৷ দেশের সর্বোচ্চ বিচারালয়ে 34 জন বিচারপতির অনুমোদনের কথা ছিল ৷ মঙ্গলবার এই 9 জন বিচারপতির নিয়োগের ফলে দেশের প্রধান বিচারপতি-সহ সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা হল 33 ৷ একটি পদ খালি রইল ৷
9 জন বিচারপতি-
- বিচারপতি অভয় শ্রীনিবাস ওকা, কর্নাটক হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন (Justice Abhay Shreeniwas Oka, Chief Justice of the Karnataka High Court)
- বিচারপতি বিক্রম নাথ, গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন (Justice Vikram Nath, Chief Justice of the Gujarat High Court)
- বিচারপতি জিতেন্দ্র কুমার মাহেশ্বরী, সিকিম হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন (Justice Jitendra Kumar Maheshwari, Chief Justice of the Sikkim High Court)
- বিচারপতি হিমা কোহলি, তেলাঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন (Justice Hima Kohli, Chief Justice of the Telangana High Court)
- বিচারপতি বি ভি নাগরত্না, কর্নাটক হাইকোর্টের বিচারপতি ছিলেন (Justice B V Nagarathna, judge of the Karnataka High Court)
- বিচারপতি সি টি রবিকুমার, কেরালা হাইকোর্টের বিচারপতি ছিলেন (Justice C T Ravikumar, judge of the Kerala High Court)
- বিচারপতি এম এম সুন্দরেশ, মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি ছিলেন (Justice M M Sundresh, judge of the Madras High Court)
- বিচারপতি বেলা এম ত্রিবেদী, গুজরাত হাইকোর্টের বিচারপতি ছিলেন (Justice Bela M Trivedi, judge of the Gujarat High Court)
- বিচারপতি পি এস নরসিমহা, প্রাক্তন অতিরিক্ত সলিসিটর জেনারেল এবং সিনিয়র অ্যাডভোকেট ছিলেন (P S Narasimha, senior advocate and former Additional Solicitor General)
2027-এ দেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের ক্ষেত্রে এই 9 জনের মধ্যে বিচারপতি নাগরত্নার নাম রয়েছে লাইনে ৷ এটা বাস্তবায়িত হলে ভারত প্রথম মহিলা প্রধান বিচারপতি পাবে ৷ তিনি দেশের প্রাক্তন প্রধান বিচারপতি ই এস ভেঙ্কটারামাইয়ার (CJI E S Venkataramiah) মেয়ে ৷