নয়াদিল্লি, 8 জানুয়ারি : করোনার টিকার বুস্টার ডোজ নেওয়ার জন্য নতুন করে তথ্য-সহ নাম রেজিস্ট্রেশন করাতে হবে না বলে জানিয়ে দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (New Registration Not Required for Booster Dose) ৷ কেবল নির্ধারিত টিকাকরণ কেন্দ্রে গিয়ে নাম লিখিয়ে বুস্টার ডোজ নিতে হবে ৷ অনলাইনেও বুস্টার ডোজ নেওয়ার জন্য নাম লেখানো যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক ৷
আগামী 10 জানুয়ারি থেকে শুরু হতে চলেছে করোনার টিকার বুস্টার ডোজ (Booster Dose of Covid Vaccine) দেওয়ার প্রক্রিয়া ৷ তবে, প্রথম ধাপে কেবলমাত্র স্বাস্থ্যকর্মী, প্রথমসারির করোনা যোদ্ধা এবং কো-মর্বিডিটি রয়েছে এমন 60 বছরের বেশি বয়সী নাগরিকদের বুস্টার ডোজ দেওয়া হবে ৷ 8 জানুয়ারি, অর্থাৎ আজ বুস্টার ডোজ সংক্রান্ত সমস্ত নির্দেশিকা প্রকাশ করবে কেন্দ্র ৷ আর শুক্রবার সন্ধ্যা থেকেই অনলাইনে বুস্টার ডোজের জন্য নাম লেখানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক ৷ আর 10 জানুয়ারি সরাসরি টিকারকরণ কেন্দ্রে গিয়ে নাম লিখিয়ে বুস্টার ডোজ নেওয়া যাবে (Booster Dose Vaccination Starts from 10th January) ৷
বুস্টার ডোজের ক্ষেত্রে আগেই একটি নির্দেশিকা জারি করেছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ৷ যেখানে বলা হয়েছিল, প্রথম দুই ডোজে করোনার যে টিকা নেওয়া হয়েছে ৷ বুস্টার ডোজও সেই একই টিকা প্রস্তুতকারী সংস্থার নিতে হবে ৷ অর্থাৎ, কোনও ব্যক্তি প্রথম দু’টি ডোজ কোভিশিল্ড নিয়ে থাকলে ৷ তাঁকে বুস্টার ডোজও কোভিশিল্ড প্রস্তুতকারী সংস্থা সেরামের তৈরি বুস্টার ডোজই নিতে হবে ৷ কোভ্যাকসিনের ক্ষেত্রেও বিষয়টি এক ৷
আরও পড়ুন : Rahul Gandhi on Covid booster doses : আমিই বুস্টার ডোজের পরামর্শ দিয়েছিলাম, কেন্দ্র সেটা মেনেছে : রাহুল
এনিয়ে ভারতের কোভিড-19 টাস্ক ফোর্সের চেয়ারম্যান চিকিৎসক ভিকে পল বলেন, ‘‘আমরা আলাপ আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছি যে, বুস্টার ডোজ হিসেবে একই ভ্যাকসিন দেওয়া হবে ৷ যদি কেউ কোভ্যাকসিনের দু’টো ডোজ নিয়ে থাকেন ৷ তাহলে সেই ব্যক্তিকে কোভ্যাকসিনই দেওয়া হবে ৷ আর কোভিশিল্ড নিলে, তাঁকে ওই ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়া হবে ৷’’