ETV Bharat / bharat

Delhi rejects China claims: ব্রিকস সম্মেলনের ফাঁকে হয়নি মোদি-জিনপিং বৈঠক, চিনের দাবি ওড়ালো নয়াদিল্লি - ভারত চিন বৈঠক

জোহনসবার্গে 15 তম ব্রিকস সম্মেলনের ফাঁকে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কোনও বৈঠক করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বেজিংয়ের দাবি খারিজ করে এই কথা জানিয়েছে নয়াদিল্লি ৷

ETV Bharat
প্রতীকী ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 25, 2023, 6:38 PM IST

Updated : Aug 26, 2023, 3:04 PM IST

নয়াদিল্লি, 25 অগস্ট: দক্ষিণ আফ্রিকার জোহনসবার্গে 15 তম ব্রিকস সম্মেলনের ফাঁকে নিজেদের মধ্যে কোনও বৈঠক করেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ৷ শুক্রবার নয়াদিল্লির একটি সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই এই খবর জানিয়েছে ৷ এরআগে চিনের তরফে দাবি করা হয়েছিল, জোহনসবার্গে সদ্যসমাপ্ত ব্রিকস সম্মেলনের মূল বৈঠকের ফাঁকেই নিজেদের মধ্যে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী ও চিনের প্রেসিডেন্ট ৷

চিনের বিদেশ মন্ত্রকের তরফে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, "প্রেসিডেন্ট শি জিনপিং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ব্রিকস সম্মেলনের ফাঁকেই নিজেদের মধ্যে একটি বৈঠক করেছেন, 23 অগস্ট এই বৈঠকের আবেদন জানানো হয়েছিল ৷" তবে বেজিংয়ের এই দাবিকে নস্যাৎ করে নয়াদিল্লির দাবি, "চিনের তরফে দ্বিপাক্ষিক একটি বৈঠকের একটি অনুরোধ করা হয়েছিল, কিন্তু তা হয়নি ৷"

  • There was a pending request from the Chinese side for a bilateral meeting with the Indian side. PM Modi and Chinese President Xi Jinping, however, had an informal conversation in the Leaders' Lounge during the BRICS Summit in South Africa: Sources

    (file photo) pic.twitter.com/zoU43HgAxh

    — ANI (@ANI) August 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সংবাদসংস্থার দাবি, নয়াদিল্লির ওই সূত্রটি জানিয়েছেছে, ব্রিকস সম্মেলনের ফাঁকে দুই নেতার মধ্যে কিছু কথা হয়েছিল যা ঘরোয়া আলোচনা, তবে তা কখনই দ্বিপাক্ষিক বৈঠক নয়, দুই নেতার মধ্যে আনুষ্ঠানিক কোনও বৈঠক হয়নি ৷ এই প্রসঙ্গে বলতে গিয়ে বৃহস্পতিবার বিদেশ সচিব বিনয় কোয়াত্রা বলেছিলেন, "চিনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দেশের অমীমাংসিত সীমান্ত সমস্যার কথা তুলেছেন ৷ "

আরও পড়ুন: সেপ্টেম্বরে ভারতে জি20 শীর্ষ সম্মেলনে আসছেন না পুতিন

তবে চিনা বিদেশমন্ত্রকের দাবি ছিল, দুই রাষ্ট্রনেতা নিজেদের মধ্যে বৈঠকে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ও খোলামেলা আলোচনা করেছেন ৷ ভারত-চিন সম্পর্ক ও দুই দেশের মানুষ তথা বিশ্বের উন্নয়নের স্বার্থ এবং এই অঞ্চলের শান্তি ও স্থিতাবস্থা নিয়েও কথা হয়েছে দুই নেতার মধ্যে ৷ যদিও ভারত শুক্রবার এই বৈঠকরে কথা অস্বীকার করল ৷

2020 সালে গালওয়ান সংঘর্ষের পর দু'দেশের সীমান্ত বিবাদ আরও বেড়েছে । দফায় দফায় বৈঠকের পরও সমাধান সূত্র অধরাই । বর্তমানে কার্যত তলানিতে ঠেকেছে এশিয়ার শক্তিধর দু'দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ৷ (তথ্যসূত্র- এএনআই)

নয়াদিল্লি, 25 অগস্ট: দক্ষিণ আফ্রিকার জোহনসবার্গে 15 তম ব্রিকস সম্মেলনের ফাঁকে নিজেদের মধ্যে কোনও বৈঠক করেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ৷ শুক্রবার নয়াদিল্লির একটি সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই এই খবর জানিয়েছে ৷ এরআগে চিনের তরফে দাবি করা হয়েছিল, জোহনসবার্গে সদ্যসমাপ্ত ব্রিকস সম্মেলনের মূল বৈঠকের ফাঁকেই নিজেদের মধ্যে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী ও চিনের প্রেসিডেন্ট ৷

চিনের বিদেশ মন্ত্রকের তরফে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, "প্রেসিডেন্ট শি জিনপিং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ব্রিকস সম্মেলনের ফাঁকেই নিজেদের মধ্যে একটি বৈঠক করেছেন, 23 অগস্ট এই বৈঠকের আবেদন জানানো হয়েছিল ৷" তবে বেজিংয়ের এই দাবিকে নস্যাৎ করে নয়াদিল্লির দাবি, "চিনের তরফে দ্বিপাক্ষিক একটি বৈঠকের একটি অনুরোধ করা হয়েছিল, কিন্তু তা হয়নি ৷"

  • There was a pending request from the Chinese side for a bilateral meeting with the Indian side. PM Modi and Chinese President Xi Jinping, however, had an informal conversation in the Leaders' Lounge during the BRICS Summit in South Africa: Sources

    (file photo) pic.twitter.com/zoU43HgAxh

    — ANI (@ANI) August 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সংবাদসংস্থার দাবি, নয়াদিল্লির ওই সূত্রটি জানিয়েছেছে, ব্রিকস সম্মেলনের ফাঁকে দুই নেতার মধ্যে কিছু কথা হয়েছিল যা ঘরোয়া আলোচনা, তবে তা কখনই দ্বিপাক্ষিক বৈঠক নয়, দুই নেতার মধ্যে আনুষ্ঠানিক কোনও বৈঠক হয়নি ৷ এই প্রসঙ্গে বলতে গিয়ে বৃহস্পতিবার বিদেশ সচিব বিনয় কোয়াত্রা বলেছিলেন, "চিনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দেশের অমীমাংসিত সীমান্ত সমস্যার কথা তুলেছেন ৷ "

আরও পড়ুন: সেপ্টেম্বরে ভারতে জি20 শীর্ষ সম্মেলনে আসছেন না পুতিন

তবে চিনা বিদেশমন্ত্রকের দাবি ছিল, দুই রাষ্ট্রনেতা নিজেদের মধ্যে বৈঠকে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ও খোলামেলা আলোচনা করেছেন ৷ ভারত-চিন সম্পর্ক ও দুই দেশের মানুষ তথা বিশ্বের উন্নয়নের স্বার্থ এবং এই অঞ্চলের শান্তি ও স্থিতাবস্থা নিয়েও কথা হয়েছে দুই নেতার মধ্যে ৷ যদিও ভারত শুক্রবার এই বৈঠকরে কথা অস্বীকার করল ৷

2020 সালে গালওয়ান সংঘর্ষের পর দু'দেশের সীমান্ত বিবাদ আরও বেড়েছে । দফায় দফায় বৈঠকের পরও সমাধান সূত্র অধরাই । বর্তমানে কার্যত তলানিতে ঠেকেছে এশিয়ার শক্তিধর দু'দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ৷ (তথ্যসূত্র- এএনআই)

Last Updated : Aug 26, 2023, 3:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.