নয়াদিল্লি, 8 সেপ্টেম্বর: ভারতে আয়োজিত জি20 সম্মেলন মানবকেন্দ্রীক উন্নয়ন ও অন্তর্ভুক্তিকরণ যোগ্য উন্নয়নের ক্ষেত্রে নয়া পথ দেখাবে ৷ জি20 শুরুর সম্মেলন শুরুর প্রাক মুহূর্তে শুক্রবার এমনই আশা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শনিবার থেকে নয়াদিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে দু'দিনের জি20 সম্মেলন ৷ এবছর জি20 গোষ্ঠীর সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছে ভারত ৷ ফলে এই সম্মেলন এবার ভারতে আয়োজিত হচ্ছে ৷ বৈঠকের সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি আশাপ্রকাশ করেছেন বৈঠক সবপক্ষের মধ্যে গঠনমূল আলোচনা হবে ৷
এদিন সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী লেখেন, "নয়াদিল্লির ভারত মণ্ডপমে 9 ও 10 সেপ্টেম্বর 18তম জি20 সম্মেলনের আয়োজন করতে পেরে খুশি ভারত ৷ এই প্রথম ভারতে জি20 সম্মেলন আয়োজিত হচ্ছে ৷ 2 দিনের এই বৈঠকে বিশ্বের নেতাদের সঙ্গে গঠনমূলক আলোচনা হবে বলে আমি আশাবাদী ৷ আমার বিশ্বাস নয়াদিল্লির জি20 সম্মেলন মানবকেন্দ্রীক উন্নয়ন ও অন্তর্ভুক্তিকরণ যোগ্য উন্নয়নের ক্ষেত্রে নয়া পথ দেখাবে ৷"
-
India is delighted to host the 18th G20 Summit on 09-10 September 2023 at New Delhi’s iconic Bharat Mandapam. This is the first ever G20 Summit being hosted by India. I look forward to productive discussions with world leaders over the next two days.
— Narendra Modi (@narendramodi) September 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
It is my firm belief that…
">India is delighted to host the 18th G20 Summit on 09-10 September 2023 at New Delhi’s iconic Bharat Mandapam. This is the first ever G20 Summit being hosted by India. I look forward to productive discussions with world leaders over the next two days.
— Narendra Modi (@narendramodi) September 8, 2023
It is my firm belief that…India is delighted to host the 18th G20 Summit on 09-10 September 2023 at New Delhi’s iconic Bharat Mandapam. This is the first ever G20 Summit being hosted by India. I look forward to productive discussions with world leaders over the next two days.
— Narendra Modi (@narendramodi) September 8, 2023
It is my firm belief that…
এবারের জি20 সম্মেলনের থিম 'এক পৃথিবা, এক পরিবার, এক ভবিষ্যৎ ৷' এই থিমের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই বৈঠকে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে এই বৈঠকে আলোচনা হবে ৷ স্থায়ী, অন্তর্ভুক্তিকরণ যোগ্য, শক্তিশালী ও ভারসাম্যযুক্ত উন্নয়নের বিষয়ে আলোচনা হবে ৷ বিভিন্ন বহুপাক্ষিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার কথা ও পরিবেশবান্ধব উন্নয়নের কথা এদিন উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী ৷ 10 সেপ্টেম্বর বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাবেন বলেও এদিন তাঁর বার্তায় উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
আরও পড়ুন: খালিস্তানি তৎপরতা নিয়ে উদ্বেগ কাটাতে ভারতকে আশ্বস্ত করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী
ভারত-সহ বিশ্বের বৃহৎ অর্থনীতির 19টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নকে নিয়ে গঠিত হয়েছে জি20 গোষ্ঠী ৷ এই দেশগুলি ছাড়াও এবছর এই বৈঠকে আমন্ত্রিত বিশ্বের 9টি দেশ ৷ এছাড়াও নিয়ম মেনে এই বৈঠকে যোগ দিচ্ছেন রাষ্ট্রসংঘ, আন্তর্জাতিক অর্থভান্ডার, বিশ্ব ব্যাংক, বিশ্ব স্বাস্থ্যসংস্থা, বিশ্ব বাণিজ্য সংস্থা, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, আফ্রিকান ইউনিয়ন, আশিয়ান গোষ্ঠী, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের কর্তারা ৷