নয়াদিল্লি, 4 জুন: দিল্লি এইমসের চিকিৎসক এবং বিশেষজ্ঞদের একটি বিশেষ দলকে ভুবনেশ্বর পাঠানো হচ্ছে কেন্দ্রের তরফে ৷ রবিবার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, বালাসোরে ভয়াবহ জোড়া ট্রেন দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য কাজ করবেন তাঁরা ৷ বায়ুসেনার বিশেষ বিমানে চিকিৎসকদের সেই দলকে ভুবনেশ্বরে পাঠানোর ব্যবস্থা হয়েছে ৷ কেন্দ্রের ওই আধিকারিক জানিয়েছেন, চিকিৎসক এবং বিশেষজ্ঞদের ওই দলে এইমস ছাড়াও, দিল্লির অন্যান্য কেন্দ্রীয় সরকারি হাসপাতালের চিকিৎসকরাও রয়েছে ৷
এই মেডিক্যাল টিমের সঙ্গে প্রয়োজনীয় ওষুধ এবং ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের ভারী মেশিন এবং সরঞ্জাম রয়েছে ৷ ট্রেন দুর্ঘটনায় আহত বালাসোর এবং ভুবনেশ্বরের হাসপাতালে ভরতি থাকা রোগীদের সবরকম চিকিৎসা পরিষেবা দেবেন এই চিকিৎসকেরা ৷ কারও কোনও অস্ত্রোপচার করতে হলেও সহায়তা করবেন এই বিশেষ মেডিক্যাল টিমের সদস্যরা ৷ গত শুক্রবার সন্ধের জোড়া এই ট্রেন দুর্ঘটনায় হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন ৷ তাঁদের মধ্যে অধিকাংশই ওড়িশার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷
করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় এখনও পর্যন্ত 275 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ ওড়িশা প্রশাসনের তরফে জানানো হয়েছে দেড়শোর বেশি দেহের এখনও সনাক্তকরণ সম্ভব হয়নি ৷ তার মধ্যে 100টি দেহ ভুবনেশ্বর এইমস-এর মর্গে রয়েছে ৷ শুক্রবার সন্ধেয় বালাসোর স্টেশন ছেড়ে 28 কিলোমিটার দূরে বাহানাগা বাজার স্টেশনের কাছে লাইনচ্যুত হয় চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস ৷ বলা হচ্ছে মেইন লাইনের সিগন্যাল দেওয়া থাকলেও, ট্র্যাকের পয়েন্ট লুপ লাইনে ছিল ৷
আরও পড়ুন: ওড়িশার ট্রেন দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করা গিয়েছে, জানালেন রেলমন্ত্রী
ফলে 128 কিলোমিটার গতিতে থাকা করমণ্ডল এক্সপ্রেস মেইন থেকে আচমকাই লুপলাইনে ঢুকে যায় ৷ সেখানে দাঁড়িয়ে থাকা মালগাড়িতে ধাক্কা মেরে ওয়াগেনের উপরে উঠে যায় ৷ দুর্ঘটনায় করমণ্ডলের লাইনচ্যুত বগি পাশের আপ লাইনে চলে যায় ৷ সেই সময় আপলাইন দিয়ে যশবন্তপুর এক্সপ্রেস হাওড়ার দিকে যাচ্ছিল ৷ সেই ট্রেনের পিছনে কয়েকটি বগিতে ধাক্কা মারে করমণ্ডলের লাইনচ্যুত বগিগুলি ৷ রেলের ঘোষণামতো উদ্ধারকাজ শেষ হয়ে গিয়েছে গতকালই ৷ আগামী বুধবারের মধ্যে ওই শাখায় ফের ট্রেন চালানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷