হরিদ্বার, 15 এপ্রিল: হরিদ্বারে মহা কুম্ভের মেলায় 10 এপ্রিল থেকে তিনদিনে করোনাভাইরাসে আক্রান্ত হলেন প্রায় 1300 জন ৷ তাও কুম্ভে 13 ও 14 তারিখের আরটি-পিসিআর পরীক্ষার ফল বেরনো এখনও বাকি ৷ যদিও এত কিছুর পরও আধিকারিকরা জানিয়ে দিয়েছেন, কোভিডের সংক্রমণ বাড়লেও মেলায় কাটছাঁট হচ্ছে না ৷ আগামী 30 এপ্রিল পর্যন্ত মেলা চলবে ৷
হরিদ্বারের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তথা কুম্ভ মেলার আধিকারিক দীপক রাওয়াত জানিয়েছেন, "কুম্ভ মেলা জানুয়ারিতে শুরু হয়, তবে কোভিড পরিস্থিতির জন্য এ বছর সরকার তা এপ্রিলে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ৷ কোভিডের জন্যই সময় কমিয়ে দেওয়া হয়েছে ৷ আমার কাছে মেলা কাটছাঁটের কোনও খবর নেই ৷"
রোজ প্রায় 30 লাখ করে মানুষের শাহী স্নানের সাক্ষী থাকছে হরিদ্বার ৷ তবে বুধবার গত কয়েকদিনের মধ্যে সবচেয়ে কম মানুষ শাহী স্নান সেরেছেন ৷ স্বাস্থ্য দফতরের হিসেব বলছে, গত কয়েকদিনে কুম্ভ মেলার স্থল থেকে 2,167 জনের কোভিড রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷
আরও পড়ুন: কোভিড নিয়ম না-মেনেই কুম্ভে মানুষের ঢল, চলছে শাহী স্নান
বুধবার দুপুর 2টো পর্যন্ত 9,43,452 জন শাহী স্নান সেরেছেন ৷ এরপর আবার পূণ্যস্নানের ভালো যোগ রয়েছে 27 এপ্রিল রয়েছে বলে জানানো হয়েছে ৷