ETV Bharat / bharat

Kartavyapath: রাজপথ এখন থেকে কর্তব্যপথ, প্রস্তাব পাস দিল্লি পৌরনিগমে - নেতাজি মূর্তি

ব্রিটিশ আমলে ছিল কিংস ওয়ে (Kingsway) ৷ স্বাধীনতার পর ভারত সরকার তা বদলে করে রাজপথ (Rajpath) ৷ দিল্লির ঐতিহাসিক এই রাজপথের নাম এবার বদলে হচ্ছে কর্তব্যপথ (Kartavyapath) ৷ বুধবার নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের (New Delhi Municipal Council) বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

NDMC passes proposal to rename Rajpath as KartavyaPath
Kartavyapath: রাজপথ এখন থেকে কর্তব্যপথ, প্রস্তাব পাস দিল্লি পৌরনিগমে
author img

By

Published : Sep 7, 2022, 3:28 PM IST

নয়াদিল্লি, 7 সেপ্টেম্বর : দিল্লির রাজপথের (Rajpath) নাম বদলে দেওয়া হল ৷ এবার থেকে ওই রাস্তার নাম হল কর্তব্যপথ (Kartavyapath) ৷ বুধবার নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (New Delhi Municipal Council) বা এনডিএমসি (NDMC)-র বৈঠকে নাম বদলের প্রস্তাব পাস করা হয় ৷

এদিন ওই কাউন্সিলের বিশেষ বৈঠক ছিল ৷ সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ তথা এনডিএমসি-র সদস্য মীনাক্ষী লেখি ৷ তিনিই এই প্রস্তাব পাসের কথা জানান ৷

অন্যদিকে এনডিএমসি-র ভাইস চেয়ারম্যান সতীশ উপাধ্যায় জানিয়েছেন, নাম বদলানোর জন্য কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক থেকে প্রস্তাব এসেছিল ৷ সেই প্রস্তাবে সম্মতি দিয়েছে কাউন্সিল ৷ ফলে এখন থেকে ইন্ডিয়া গেটে নেতাজি মূর্তি (Netaji statue) থেকে রাষ্ট্রপতি ভবন (Rashtrapati Bhavan) পর্যন্ত রাস্তার নাম কর্তব্যপথে বদল হল ৷

এই সিদ্ধান্ত যদি বলবৎ হয়, তাহলে ওই রাস্তার নাম এই নিয়ে দ্বিতীয়বার বদল করা হবে ৷ ব্রিটিশ আমলে (British Rule) এই রাস্তার নাম ছিল কিংস ওয়ে (Kingsway) ৷ পরে তা বদল করে রাজপথ করা হয় ৷

আরও পড়ুন : দিল্লির ঐতিহাসিক রাজপথের নতুন নাম কর্তব্যপথ !

নয়াদিল্লি, 7 সেপ্টেম্বর : দিল্লির রাজপথের (Rajpath) নাম বদলে দেওয়া হল ৷ এবার থেকে ওই রাস্তার নাম হল কর্তব্যপথ (Kartavyapath) ৷ বুধবার নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (New Delhi Municipal Council) বা এনডিএমসি (NDMC)-র বৈঠকে নাম বদলের প্রস্তাব পাস করা হয় ৷

এদিন ওই কাউন্সিলের বিশেষ বৈঠক ছিল ৷ সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ তথা এনডিএমসি-র সদস্য মীনাক্ষী লেখি ৷ তিনিই এই প্রস্তাব পাসের কথা জানান ৷

অন্যদিকে এনডিএমসি-র ভাইস চেয়ারম্যান সতীশ উপাধ্যায় জানিয়েছেন, নাম বদলানোর জন্য কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক থেকে প্রস্তাব এসেছিল ৷ সেই প্রস্তাবে সম্মতি দিয়েছে কাউন্সিল ৷ ফলে এখন থেকে ইন্ডিয়া গেটে নেতাজি মূর্তি (Netaji statue) থেকে রাষ্ট্রপতি ভবন (Rashtrapati Bhavan) পর্যন্ত রাস্তার নাম কর্তব্যপথে বদল হল ৷

এই সিদ্ধান্ত যদি বলবৎ হয়, তাহলে ওই রাস্তার নাম এই নিয়ে দ্বিতীয়বার বদল করা হবে ৷ ব্রিটিশ আমলে (British Rule) এই রাস্তার নাম ছিল কিংস ওয়ে (Kingsway) ৷ পরে তা বদল করে রাজপথ করা হয় ৷

আরও পড়ুন : দিল্লির ঐতিহাসিক রাজপথের নতুন নাম কর্তব্যপথ !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.