ETV Bharat / bharat

Navjot Singh Sidhu: সব ধর্মের ভোটারদের মন পাওয়ার চেষ্টা সিধুর - অমরিন্দর সিং

পঞ্জাব কংগ্রেসে (Punjab Congress) নভজ্যোত সিং সিধু (Navjot Singh Sidhu) ও অমরিন্দর সিং (Amarinder Singh)-এর মধ্যে সংঘাত এখনও অব্যাহত ৷ এরই মধ্যে দলের পাশাপাশি ভোটারদের উপর প্রভাব বাড়াতে সিধু সব ধর্মের আশ্রয় নিচ্ছেন বলে মত রাজনৈতিক মহলের ৷

sidhu-trying-to-woo-voters-of-all-religions
সব ধর্মের ভোটারদের মন পাওয়ার চেষ্টা সিধুর ?
author img

By

Published : Jul 22, 2021, 1:28 PM IST

চণ্ডীগড়, 22 জুলাই: নভজ্যোত সিং সিধু (Navjot Singh Sidhu) ও অমরিন্দর সিং-এর দড়ি টানাটানি অব্যাহত পঞ্জাব কংগ্রেসে (Punjab Congress) ৷ ক্ষমা না-চাইলে সিধুর সঙ্গে আপোস করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ৷ এদিকে, সিধুও ক্ষমা না-চাওয়ার সিদ্ধান্তে অনড় থেকে দলে নিজের প্রভাব বাড়ানোয় মনোযোগী হয়েছেন ৷ পাশাপাশি সব ধর্মের ভোটারদেরও প্রভাবিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ৷ সেই কারণেই স্বর্ণমন্দিরে (Golden Temple) বিধায়কদের সঙ্গে নিয়ে গিয়ে পুজো দেন তিনি ৷ পুজো দিয়েছেন দুর্গিয়ানা মন্দির ও রামতীর্থ মন্দিরেও ৷

নভজ্যোত সিং সিধুকে পঞ্জাব প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসেবে ঘোষণা করার পরও দলের অন্দরে তাঁকে নিয়ে টানাপোড়েন এখনও চলছে ৷ সে রাজ্যের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং-এর সঙ্গে তাঁর সংঘাত অব্যাহত ৷ দলে কার গ্রহণযোগ্যতা বেশি, তা প্রদর্শনে শুরু হয়েছে ক্ষমতা প্রদর্শন ৷ বুধবার 62 জন বিধায়ককে নিয়ে অমৃতসরে স্বর্ণমন্দির দর্শন করেন ক্রিকেটার-রাজনীতিক ৷ একে তীর্থের থেকেও অনেক বেশি শক্তি জাহির হিসেবেই দেখা হচ্ছে ৷

sidhu-trying-to-woo-voters-of-all-religions
সব ধর্মের ভোটারদের মন পাওয়ার চেষ্টা সিধুর ?

আরও পড়ুন: Punjab Congress : সিধু 62, ক্যাপ্টেন 15 !

পাশাপাশি একে সিধুর ভোটার টানার কৌশল হিসেবেও দেখছেন অনেকে ৷ প্রদেশ সভাপতি হওয়ার পর থেকে নিয়মিত ধর্মীয় স্থানে যেতে দেখা যাচ্ছে নভজ্যোত সিং সিধুকে ৷ শিখ ভোটার টানতে তাঁকে স্বর্ণমন্দিরে যেতে দেখা গিয়েছে ৷ পঞ্জাবের 19 শতাংশ জাঠ ভোটারকে নিজেদের দিকে নিতেই সিধুর এই কৌশল বলে মনে করা হচ্ছে ৷ পাশাপাশি সিধু ও তাঁর দলবল যায় দুর্গিয়ানা মন্দির ও রামতীর্থ মন্দিরেও ৷ নয়া পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি সব ধর্মের ভোটারদেরই মন জয় করতে চাইছেন বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন: ছক্কা হাঁকিয়ে প্রদেশ সভাপতি পদে সিধু, সেলিব্রেশন পঞ্জাব কংগ্রেসে

ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের পক্ষে যে বিধায়ক ও মন্ত্রীরা ছিলেন, তাঁরা অনেকেই এখন সিধুর দিকে ঝুঁকেছেন ৷ তবে যে 62 জন বিধায়ককে গতকাল সিধুর সঙ্গে স্বর্ণমন্দিরে যেতে দেখা গিয়েছে, তাঁরা প্রকৃতই সিধুর পক্ষে রয়েছেন নাকি চেয়ারের লোভে তাঁদের এই পরিবর্তন তা এখনও স্পষ্ট নয় ৷ সিধুর সঙ্গে দেখা গিয়েছে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সুনীল জাখর, মন্ত্রী ত্রিপত রাজিন্দর বাজওয়া, বিধায়ক ইন্দরবীর সিং বুলেরিয়া-সহ আরও অনেককে ৷

আরও পড়ুন, সত্যকে ধামাচাপা দিলেও হারানো যাবে না, হুঁশিয়ারি সিধুর

পঞ্জাব প্রদেশ কংগ্রেসের প্রধান পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগে স্বর্ণমন্দিরে পুজো দেবেন বলে ঠিক করেন নভজ্যোত সিং সিধু ৷ তাঁর সঙ্গে স্বর্ণমন্দিরে যাওয়ার জন্য 77 জন কংগ্রেস বিধায়ককে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি ৷ তবে মন্দিরে যাওয়ার জন্য তাঁর বাড়িতে উপস্থিত হন 62 জন বিধায়ক ৷ জিরাকপুরের শীর্ষ কংগ্রেস নেতা দীপিন্দর ধিলোঁও সিধুর বাড়িতে যান ৷ অর্থাৎ 15 জন বিধায়ক অমরিন্দর সিং পন্থী, এটাই ধরে নেওয়া হচ্ছে ৷

চণ্ডীগড়, 22 জুলাই: নভজ্যোত সিং সিধু (Navjot Singh Sidhu) ও অমরিন্দর সিং-এর দড়ি টানাটানি অব্যাহত পঞ্জাব কংগ্রেসে (Punjab Congress) ৷ ক্ষমা না-চাইলে সিধুর সঙ্গে আপোস করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ৷ এদিকে, সিধুও ক্ষমা না-চাওয়ার সিদ্ধান্তে অনড় থেকে দলে নিজের প্রভাব বাড়ানোয় মনোযোগী হয়েছেন ৷ পাশাপাশি সব ধর্মের ভোটারদেরও প্রভাবিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ৷ সেই কারণেই স্বর্ণমন্দিরে (Golden Temple) বিধায়কদের সঙ্গে নিয়ে গিয়ে পুজো দেন তিনি ৷ পুজো দিয়েছেন দুর্গিয়ানা মন্দির ও রামতীর্থ মন্দিরেও ৷

নভজ্যোত সিং সিধুকে পঞ্জাব প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসেবে ঘোষণা করার পরও দলের অন্দরে তাঁকে নিয়ে টানাপোড়েন এখনও চলছে ৷ সে রাজ্যের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং-এর সঙ্গে তাঁর সংঘাত অব্যাহত ৷ দলে কার গ্রহণযোগ্যতা বেশি, তা প্রদর্শনে শুরু হয়েছে ক্ষমতা প্রদর্শন ৷ বুধবার 62 জন বিধায়ককে নিয়ে অমৃতসরে স্বর্ণমন্দির দর্শন করেন ক্রিকেটার-রাজনীতিক ৷ একে তীর্থের থেকেও অনেক বেশি শক্তি জাহির হিসেবেই দেখা হচ্ছে ৷

sidhu-trying-to-woo-voters-of-all-religions
সব ধর্মের ভোটারদের মন পাওয়ার চেষ্টা সিধুর ?

আরও পড়ুন: Punjab Congress : সিধু 62, ক্যাপ্টেন 15 !

পাশাপাশি একে সিধুর ভোটার টানার কৌশল হিসেবেও দেখছেন অনেকে ৷ প্রদেশ সভাপতি হওয়ার পর থেকে নিয়মিত ধর্মীয় স্থানে যেতে দেখা যাচ্ছে নভজ্যোত সিং সিধুকে ৷ শিখ ভোটার টানতে তাঁকে স্বর্ণমন্দিরে যেতে দেখা গিয়েছে ৷ পঞ্জাবের 19 শতাংশ জাঠ ভোটারকে নিজেদের দিকে নিতেই সিধুর এই কৌশল বলে মনে করা হচ্ছে ৷ পাশাপাশি সিধু ও তাঁর দলবল যায় দুর্গিয়ানা মন্দির ও রামতীর্থ মন্দিরেও ৷ নয়া পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি সব ধর্মের ভোটারদেরই মন জয় করতে চাইছেন বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন: ছক্কা হাঁকিয়ে প্রদেশ সভাপতি পদে সিধু, সেলিব্রেশন পঞ্জাব কংগ্রেসে

ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের পক্ষে যে বিধায়ক ও মন্ত্রীরা ছিলেন, তাঁরা অনেকেই এখন সিধুর দিকে ঝুঁকেছেন ৷ তবে যে 62 জন বিধায়ককে গতকাল সিধুর সঙ্গে স্বর্ণমন্দিরে যেতে দেখা গিয়েছে, তাঁরা প্রকৃতই সিধুর পক্ষে রয়েছেন নাকি চেয়ারের লোভে তাঁদের এই পরিবর্তন তা এখনও স্পষ্ট নয় ৷ সিধুর সঙ্গে দেখা গিয়েছে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সুনীল জাখর, মন্ত্রী ত্রিপত রাজিন্দর বাজওয়া, বিধায়ক ইন্দরবীর সিং বুলেরিয়া-সহ আরও অনেককে ৷

আরও পড়ুন, সত্যকে ধামাচাপা দিলেও হারানো যাবে না, হুঁশিয়ারি সিধুর

পঞ্জাব প্রদেশ কংগ্রেসের প্রধান পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগে স্বর্ণমন্দিরে পুজো দেবেন বলে ঠিক করেন নভজ্যোত সিং সিধু ৷ তাঁর সঙ্গে স্বর্ণমন্দিরে যাওয়ার জন্য 77 জন কংগ্রেস বিধায়ককে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি ৷ তবে মন্দিরে যাওয়ার জন্য তাঁর বাড়িতে উপস্থিত হন 62 জন বিধায়ক ৷ জিরাকপুরের শীর্ষ কংগ্রেস নেতা দীপিন্দর ধিলোঁও সিধুর বাড়িতে যান ৷ অর্থাৎ 15 জন বিধায়ক অমরিন্দর সিং পন্থী, এটাই ধরে নেওয়া হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.