ETV Bharat / bharat

NS Sidhu faces Imprisonment : তিন দশকের পুরনো মামলার শাস্তি, 1 বছরের কারাদণ্ড সিধুর

তিন দশকের পুরনো মামলায় নভজ্যোত সিং সিধুর 1 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত (Navjot Sidhu faces a One year jail term) ৷

NS Sidhu Road Rage Case
1 বছরের কারাদণ্ড সিধুর
author img

By

Published : May 19, 2022, 2:32 PM IST

Updated : May 19, 2022, 4:16 PM IST

নয়াদিল্লি, 19 মে : 1988 সালের মামলায় শাস্তি পেলেন নভজ্যোত সিং সিধু ৷ পঞ্জাবের কংগ্রেস নেতাকে 1 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত (Navjot Sidhu faces a One year jail term) ৷ তিরিশ বছরের পুরনো মামলার রায়দান হল বৃহস্পতিবার ৷

1988 সালের 27 ডিসেম্বর পাতিয়ালায় একটি পার্কিং স্পেস নিয়ে এক ব্যক্তির সঙ্গে বচসা বাধে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটারের ৷ বচসা চলাকালীন গুরনাম সিং নামের ওই ব্যক্তির মাথায় আঘাত করেন তিনি ৷ ওই ব্যক্তির মৃত্যু হলে পরিবারের তরফ থেকে দাবি করা হয়, সিধুর করা আঘাতেই তাঁর মৃত্যু হয়েছে ৷

মৃতের পরিবারের করা মামলায় সুপ্রিম কোর্ট সিধুকে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ থেকে খালাস দিয়েছিল । একমাত্র মাথায় আঘাতের জন্য 1000 টাকা জরিমানা করা হয় । তার ঠিক 30 বছর পর, 2018 সালে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট সিধুকে দোষী সাব্যস্ত করে 3 বছরের কারাদণ্ডের আদেশ দেয় । সুপ্রিম কোর্ট মামলাটির বয়স এবং অন্যান্য বিভিন্ন কারণে তাঁকে মুক্তি দিয়েছিল ।

আরও পড়ুন : সত্যকে ধামাচাপা দিলেও হারানো যাবে না, হুঁশিয়ারি সিধুর

এই বিষয়ে মৃতের পরিবার একটি রিভিউ পিটিশন দাখিল করে ৷ সেই শুনানিতেই বিচারপতি এএম খানউইলকর এবং সঞ্জয় কিষান কাউলের বেঞ্চ এই রায় দেয় ৷

নয়াদিল্লি, 19 মে : 1988 সালের মামলায় শাস্তি পেলেন নভজ্যোত সিং সিধু ৷ পঞ্জাবের কংগ্রেস নেতাকে 1 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত (Navjot Sidhu faces a One year jail term) ৷ তিরিশ বছরের পুরনো মামলার রায়দান হল বৃহস্পতিবার ৷

1988 সালের 27 ডিসেম্বর পাতিয়ালায় একটি পার্কিং স্পেস নিয়ে এক ব্যক্তির সঙ্গে বচসা বাধে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটারের ৷ বচসা চলাকালীন গুরনাম সিং নামের ওই ব্যক্তির মাথায় আঘাত করেন তিনি ৷ ওই ব্যক্তির মৃত্যু হলে পরিবারের তরফ থেকে দাবি করা হয়, সিধুর করা আঘাতেই তাঁর মৃত্যু হয়েছে ৷

মৃতের পরিবারের করা মামলায় সুপ্রিম কোর্ট সিধুকে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ থেকে খালাস দিয়েছিল । একমাত্র মাথায় আঘাতের জন্য 1000 টাকা জরিমানা করা হয় । তার ঠিক 30 বছর পর, 2018 সালে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট সিধুকে দোষী সাব্যস্ত করে 3 বছরের কারাদণ্ডের আদেশ দেয় । সুপ্রিম কোর্ট মামলাটির বয়স এবং অন্যান্য বিভিন্ন কারণে তাঁকে মুক্তি দিয়েছিল ।

আরও পড়ুন : সত্যকে ধামাচাপা দিলেও হারানো যাবে না, হুঁশিয়ারি সিধুর

এই বিষয়ে মৃতের পরিবার একটি রিভিউ পিটিশন দাখিল করে ৷ সেই শুনানিতেই বিচারপতি এএম খানউইলকর এবং সঞ্জয় কিষান কাউলের বেঞ্চ এই রায় দেয় ৷

Last Updated : May 19, 2022, 4:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.