ETV Bharat / bharat

Rijiju Advocates for Child Safety: মহিলা-শিশুরা সুরক্ষিত না থাকলে দেশ কখনও কৃতিত্বের উদযাপন করতে পারে না: রিজিজু - কিরেন রিজিজু

মহিলা ও শিশুরা যদি সুরক্ষিত না থাকে, তাহলে দেশ কখনও কৃতিত্বের উদযাপন করতে পারে না ৷ মত কিরেন রিজিজুর (Rijiju Advocates for Child Safety)৷

Rijiju ETV Bharat
কিরেন রিজিজু
author img

By

Published : Mar 2, 2023, 2:13 PM IST

নয়াদিল্লি, 2 মার্চ: যদি মহিলা ও শিশুরা সুরক্ষিত না থাকে, তাহলে একটি সমাজ বা জাতি কখনওই তার প্রাপ্তিগুলি উদযাপন করতে পারে না ৷ বৃহস্পতিবার কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু (Rijiju Advocates for Child Safety) এ কথা বলেছেন ৷ শিশুদের উপর যৌন নির্যাতনের অপরাধকে সবচেয়ে গুরুতর এবং বিরক্তিকর হিসেবে বর্ণনা করেন তিনি (Kiren Rijiju)।

নয়াদিল্লির বিজ্ঞান ভবনে জাতীয় মানবাধিকার কমিশন (NHRC) আয়োজিত 'শিশু যৌন নির্যাতনের উপাদান' বিষয়ক একটি জাতীয় সম্মেলনে (NHRC conference) ভাষণ দিতে গিয়ে কিরেন রিজিজু বলেন, "আমাদের আইনি বিধানের বাইরে যেতে হবে" এবং সমাজকে অবশ্যই নারী এবং শিশুর নিরাপত্তা সুনিশ্চিত করতে একত্রিত হতে হবে ।

এই সম্মেলনকে সময়োপযোগী এবং খুব প্রাসঙ্গিক হিসেবে বর্ণনা করে তিনি বলেন, "আমরা আশা করি যে এর থেকে সুনির্দিষ্ট ফলাফল বেরিয়ে আসবে ।" তাঁর ভাষণে, রিজিজু বলেন যে, একটি সমাজ বা একটি জাতি তার অর্জিত কৃতিত্ব কখনওই উদযাপন করতে পারে না যদি তাদের নারী এবং শিশুরা সুরক্ষিত না থাকে ৷"

শিশুরা যে সহিংসতার শিকার হয়, তা রোধে বিশেষ জোর দিয়ে সব স্টেকহোল্ডার এবং সমাজকে আরও কিছু করার আহ্বান জানান রিজিজু । তিনি বলেন, শিশুদের বিরুদ্ধে সহিংসতা, বিশেষ করে শিশুদের উপর যৌন নির্যাতন সবার জন্যই সবচেয়ে গুরুতর এবং বিরক্তিকর চ্যালেঞ্জ হওয়া উচিত ৷ তাঁর কথায়, সব অপরাধই খারাপ, কিন্তু শিশুদের বিরুদ্ধে অপরাধ হজম করা কঠিন । কীভাবে শিশুদের বিরুদ্ধে অপরাধ করা যায় ? এটাকে শুধু অপরাধ হিসেবে গণ্য করা যাবে না । এটিকে সাধারণ একটা অপরাধ হিসাবে দেখলে, তার মোকাবিলাও একটা সাধারণ অপরাধ হিসাবে করা হবে ৷

আরও পড়ুন: 'সংবিধানকে হাইজ্যাক করেছে সুপ্রিম কোর্ট', বিচার বিভাগ নিয়ে দ্বন্দ্ব উসকে বিচারপতির মত শেয়ার রিজিজুর

মন্ত্রী বৃহস্পতিবার এনএইচআরসি চেয়ারপার্সন বিচারপতি (অবসরপ্রাপ্ত) অরুণ কুমার মিশ্র এবং মানবাধিকার প্যানেলের সদস্যদের উপস্থিতিতে সম্মেলনের উদ্বোধন করেন ৷ সেখানে ছিলেন আইন দফতরের ঊর্ধ্বতন আধিকারিক, আইন বিশেষজ্ঞ ও শিক্ষাবিদেরা ৷ দুই দিনের সম্মেলনের উদ্দেশ্য হল, শিশুদের জন্য নিরাপদ সাইবার স্পেস নিয়ে আলোচনার পর নীতিনির্ধারক এবং সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম ও আইন প্রয়োগকারী সংস্থাগুলির থেকে সুপারিশ সংগ্রহ করা ।

নয়াদিল্লি, 2 মার্চ: যদি মহিলা ও শিশুরা সুরক্ষিত না থাকে, তাহলে একটি সমাজ বা জাতি কখনওই তার প্রাপ্তিগুলি উদযাপন করতে পারে না ৷ বৃহস্পতিবার কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু (Rijiju Advocates for Child Safety) এ কথা বলেছেন ৷ শিশুদের উপর যৌন নির্যাতনের অপরাধকে সবচেয়ে গুরুতর এবং বিরক্তিকর হিসেবে বর্ণনা করেন তিনি (Kiren Rijiju)।

নয়াদিল্লির বিজ্ঞান ভবনে জাতীয় মানবাধিকার কমিশন (NHRC) আয়োজিত 'শিশু যৌন নির্যাতনের উপাদান' বিষয়ক একটি জাতীয় সম্মেলনে (NHRC conference) ভাষণ দিতে গিয়ে কিরেন রিজিজু বলেন, "আমাদের আইনি বিধানের বাইরে যেতে হবে" এবং সমাজকে অবশ্যই নারী এবং শিশুর নিরাপত্তা সুনিশ্চিত করতে একত্রিত হতে হবে ।

এই সম্মেলনকে সময়োপযোগী এবং খুব প্রাসঙ্গিক হিসেবে বর্ণনা করে তিনি বলেন, "আমরা আশা করি যে এর থেকে সুনির্দিষ্ট ফলাফল বেরিয়ে আসবে ।" তাঁর ভাষণে, রিজিজু বলেন যে, একটি সমাজ বা একটি জাতি তার অর্জিত কৃতিত্ব কখনওই উদযাপন করতে পারে না যদি তাদের নারী এবং শিশুরা সুরক্ষিত না থাকে ৷"

শিশুরা যে সহিংসতার শিকার হয়, তা রোধে বিশেষ জোর দিয়ে সব স্টেকহোল্ডার এবং সমাজকে আরও কিছু করার আহ্বান জানান রিজিজু । তিনি বলেন, শিশুদের বিরুদ্ধে সহিংসতা, বিশেষ করে শিশুদের উপর যৌন নির্যাতন সবার জন্যই সবচেয়ে গুরুতর এবং বিরক্তিকর চ্যালেঞ্জ হওয়া উচিত ৷ তাঁর কথায়, সব অপরাধই খারাপ, কিন্তু শিশুদের বিরুদ্ধে অপরাধ হজম করা কঠিন । কীভাবে শিশুদের বিরুদ্ধে অপরাধ করা যায় ? এটাকে শুধু অপরাধ হিসেবে গণ্য করা যাবে না । এটিকে সাধারণ একটা অপরাধ হিসাবে দেখলে, তার মোকাবিলাও একটা সাধারণ অপরাধ হিসাবে করা হবে ৷

আরও পড়ুন: 'সংবিধানকে হাইজ্যাক করেছে সুপ্রিম কোর্ট', বিচার বিভাগ নিয়ে দ্বন্দ্ব উসকে বিচারপতির মত শেয়ার রিজিজুর

মন্ত্রী বৃহস্পতিবার এনএইচআরসি চেয়ারপার্সন বিচারপতি (অবসরপ্রাপ্ত) অরুণ কুমার মিশ্র এবং মানবাধিকার প্যানেলের সদস্যদের উপস্থিতিতে সম্মেলনের উদ্বোধন করেন ৷ সেখানে ছিলেন আইন দফতরের ঊর্ধ্বতন আধিকারিক, আইন বিশেষজ্ঞ ও শিক্ষাবিদেরা ৷ দুই দিনের সম্মেলনের উদ্দেশ্য হল, শিশুদের জন্য নিরাপদ সাইবার স্পেস নিয়ে আলোচনার পর নীতিনির্ধারক এবং সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম ও আইন প্রয়োগকারী সংস্থাগুলির থেকে সুপারিশ সংগ্রহ করা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.