ETV Bharat / bharat

Narendra Modi: মোদির মুখে বাঙালির কালীভজন ! তুলনা টেনে মহুয়া-মমতাকে কটাক্ষ বিজেপি নেতার - মহুয়া মৈত্র

'কালী' পোস্টার বিতর্কের (Kaali Poster Row) মধ্যেই বাঙালির কালীভজনার উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ! তাঁর সঙ্গে তুলনা টেনে মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) এবং মহুয়া মৈত্রকে (Mahua Moitra) নিশানা করলেন বিজেপি নেতা অমিত মালব্য (Amit Malviya) ৷

Narendra Modi speaks about goddess kali amid Kaali Poster Row
Narendra Modi: মোদির মুখে বাঙালির কালীভজন ! তুলনা টেনে মহুয়া-মমতাকে কটাক্ষ বিজেপি নেতার
author img

By

Published : Jul 10, 2022, 7:05 PM IST

নয়াদিল্লি, 10 জুলাই: 'কালী' পোস্টার বিতর্কে (Kaali Poster Row) সরাসরি মুখ না খুললেও বঙ্গবাসীর কালীসাধনা এবং কালীভক্তি নিয়ে হঠাৎই মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ উপলক্ষ, স্বামী আত্মস্থানন্দের শতবর্ষ উদযাপন ৷ রবিবার প্রধানমন্ত্রীর একটি ভিডিয়ো বার্তা প্রকাশ করা হয় ৷ সেই ভাষণে বাঙালির কালী আরাধনার কথা বলতে গিয়ে শ্রীরামকৃষ্ণ থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ, বেলুড় মঠ থেকে শুরু করে দক্ষিণেশ্বর, সবকিছুরই উল্লেখ করেন মোদি ৷ আর তার কিছুক্ষণের মধ্যেই একাধিক টুইট করেন পশ্চিমবঙ্গে বিজেপি-র দায়িত্বপ্রাপ্ত (যৌথ) নেতা অমিত মালব্য (Amit Malviya) ৷ মোদির ভাষণের প্রসঙ্গে টেনে নাম না করে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra) তুলোধনা করেন তিনি ৷ সরাসরি কটাক্ষ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কেও (Mamata Banerjee) ৷

সম্প্রতি একটি তথ্যচিত্রের পোস্টার নিয়ে বিতর্ক ছড়ায় ৷ সেই পোস্টারে কালীবেশী এক নারীকে ধূমপানরত অবস্থায় উপস্থাপিত করা হয়েছিল ৷ অনেকেরই দাবি ছিল, এতে বিশেষ একটি সম্প্রদায়ের মানুষের ভাবাবেগে আঘাত করা হয়েছে ৷ এই বিতর্কে ঘি ঢালেন মহুয়া মৈত্র ৷ কালীপুজো এবং তন্ত্রসাধনার আচার সম্পর্কে বলতে গিয়ে তৃণমূল সাংসদ এমন কিছু মন্তব্য করে বসেন, যার জেরে বিতর্ক আরও বাড়ে ৷ প্রতিবাদে মাঠে নামে গেরুয়া শিবির ৷ পশ্চিমবঙ্গের একাধিক থানায় মহুয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় ৷

আরও পড়ুন: TMC condemns Kaali Poster: কালী তথ্যচিত্রের বিতর্কিত পোস্টারের কড়া নিন্দা তৃণমূলের

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয়, মহুয়ার বক্তব্য একেবারেই তাঁর ব্যক্তিগত ৷ এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই ৷ কিন্তু, এখনও পর্যন্ত মহুয়ার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব শাস্তিমূলক কোনও ব্যবস্থা নেয়নি ৷ আর এখানেই মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের সমালোচনায় সরব হয়েছেন অমিত ৷ প্রধানমন্ত্রী মোদির সঙ্গে মহুয়া-মমতার সরাসরি তুলনা টেনেছেন তিনি ৷

  • Prime Minister Narendra Modi speaks reverentially about Maa Kaali being the center of devotion, not just for Bengal but whole of India. On the other hand, a TMC MP insults Maa Kaali and Mamata Banerjee instead of acting against her, defends her obnoxious portrayal of Maa Kaali... pic.twitter.com/6O4vYGkasi

    — Amit Malviya (@amitmalviya) July 10, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অমিতের বক্তব্য, প্রধানমন্ত্রী মোদি যেখানে বাঙালি তথা ভারতীয়দের আরাধ্যা দেবী কালীর প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করছেন, উলটো দিকে তৃণমূলের সাংসদ কালীর গরিমাকে ক্ষুণ্ণ করার লাগাতার চেষ্টা করে যাচ্ছেন ৷ এক্ষেত্রে মহুয়ার নাম না করলেও বিজেপি নেতা যে তাঁকেই নিশানা করেছেন, তা বলার অপেক্ষা থাকে না ৷ উপরন্তু, মহুয়ার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় সরাসরি মমতাকে আক্রমণ করেছেন তিনি ৷ অমিত মালব্যের ব্য়াখ্য়া, মহুয়ার এই আচরণ মমতার নেতৃত্বকেও অসম্মান করেছে ৷ এমনকী, মমতা বন্দ্যোপাধ্য়ায় সংখ্যালঘু ভোট হাতছাড়া হওয়ার ভয়েই যে মহুয়ার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করছেন না, এবং তা যে মহুয়ারও অজানা নয়, তেমন অভিযোগও করেছেন অমিত ৷

  • Smarting under public rebuke from Mamata Banerjee, TMC MP is using repeat defiance on the issue of Maa Kaali to humiliate her, diminish her stature as a leader, knowing fully well that she wouldn’t be able to act against her, for fear of angering her Muslim vote bank.

    — Amit Malviya (@amitmalviya) July 10, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছে, মোদির এদিনের কালীভজনা থেকে শুরু করে অমিত মালব্যর টুইট বাণ, পুরোটাই আসলে সুপরিকল্পিত ৷ বিজেপি বরাবরই বার্তা দিয়েছে, শ্য়ামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজ্য বাংলায় সরকার না গড়া পর্যন্ত তাদের স্বস্তি নেই ৷ কিন্তু, একুশের বিধানসভা ভোটের পর থেকেই বাংলায় বিজেপি-র হাল বেহাল ৷ এদিকে, লোকসভা নির্বাচনের আর দু'বছরও বাকি নেই ৷ এমন প্রেক্ষাপটে বাঙালি আবেগকে কাজে লাগিয়েই বাংলায় ভিত মজবুত করতে চাইছে গেরুয়া শিবির ৷

মমতা বন্দ্যোপাধ্য়ায় থাকতে বাংলার সংখ্যালঘু ভোট কবজা করা বিজেপি-র পক্ষে কঠিন ৷ কিন্তু, সংখ্যাগুরু বাঙালির কাছে কালী শুধু দেবী নন, তিনি তাঁদের 'মা' ! সুকৌশলে সেই আবেগ কাজে লাগিয়েই তৃণমূলকে কোণঠাসা করতে চাইছে বিজেপি ৷ মহুয়ার মন্তব্যে যে বিতর্ক তৈরি হয়েছে, এক্ষেত্রে সেটাকেই নিজেদের অস্ত্র হিসাবে ব্যবহার করতে চাইছে তারা ৷ তাই বাঙালির কালীসাধনা প্রসঙ্গে মোদির এদিনের ভজন এবং তারপরই অমিত মালব্যর এই বিষয়ে একাধিক টুইট, সেই পরিকল্পিত সূচিরই অঙ্গ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল ৷

নয়াদিল্লি, 10 জুলাই: 'কালী' পোস্টার বিতর্কে (Kaali Poster Row) সরাসরি মুখ না খুললেও বঙ্গবাসীর কালীসাধনা এবং কালীভক্তি নিয়ে হঠাৎই মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ উপলক্ষ, স্বামী আত্মস্থানন্দের শতবর্ষ উদযাপন ৷ রবিবার প্রধানমন্ত্রীর একটি ভিডিয়ো বার্তা প্রকাশ করা হয় ৷ সেই ভাষণে বাঙালির কালী আরাধনার কথা বলতে গিয়ে শ্রীরামকৃষ্ণ থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ, বেলুড় মঠ থেকে শুরু করে দক্ষিণেশ্বর, সবকিছুরই উল্লেখ করেন মোদি ৷ আর তার কিছুক্ষণের মধ্যেই একাধিক টুইট করেন পশ্চিমবঙ্গে বিজেপি-র দায়িত্বপ্রাপ্ত (যৌথ) নেতা অমিত মালব্য (Amit Malviya) ৷ মোদির ভাষণের প্রসঙ্গে টেনে নাম না করে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra) তুলোধনা করেন তিনি ৷ সরাসরি কটাক্ষ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কেও (Mamata Banerjee) ৷

সম্প্রতি একটি তথ্যচিত্রের পোস্টার নিয়ে বিতর্ক ছড়ায় ৷ সেই পোস্টারে কালীবেশী এক নারীকে ধূমপানরত অবস্থায় উপস্থাপিত করা হয়েছিল ৷ অনেকেরই দাবি ছিল, এতে বিশেষ একটি সম্প্রদায়ের মানুষের ভাবাবেগে আঘাত করা হয়েছে ৷ এই বিতর্কে ঘি ঢালেন মহুয়া মৈত্র ৷ কালীপুজো এবং তন্ত্রসাধনার আচার সম্পর্কে বলতে গিয়ে তৃণমূল সাংসদ এমন কিছু মন্তব্য করে বসেন, যার জেরে বিতর্ক আরও বাড়ে ৷ প্রতিবাদে মাঠে নামে গেরুয়া শিবির ৷ পশ্চিমবঙ্গের একাধিক থানায় মহুয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় ৷

আরও পড়ুন: TMC condemns Kaali Poster: কালী তথ্যচিত্রের বিতর্কিত পোস্টারের কড়া নিন্দা তৃণমূলের

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয়, মহুয়ার বক্তব্য একেবারেই তাঁর ব্যক্তিগত ৷ এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই ৷ কিন্তু, এখনও পর্যন্ত মহুয়ার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব শাস্তিমূলক কোনও ব্যবস্থা নেয়নি ৷ আর এখানেই মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের সমালোচনায় সরব হয়েছেন অমিত ৷ প্রধানমন্ত্রী মোদির সঙ্গে মহুয়া-মমতার সরাসরি তুলনা টেনেছেন তিনি ৷

  • Prime Minister Narendra Modi speaks reverentially about Maa Kaali being the center of devotion, not just for Bengal but whole of India. On the other hand, a TMC MP insults Maa Kaali and Mamata Banerjee instead of acting against her, defends her obnoxious portrayal of Maa Kaali... pic.twitter.com/6O4vYGkasi

    — Amit Malviya (@amitmalviya) July 10, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অমিতের বক্তব্য, প্রধানমন্ত্রী মোদি যেখানে বাঙালি তথা ভারতীয়দের আরাধ্যা দেবী কালীর প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করছেন, উলটো দিকে তৃণমূলের সাংসদ কালীর গরিমাকে ক্ষুণ্ণ করার লাগাতার চেষ্টা করে যাচ্ছেন ৷ এক্ষেত্রে মহুয়ার নাম না করলেও বিজেপি নেতা যে তাঁকেই নিশানা করেছেন, তা বলার অপেক্ষা থাকে না ৷ উপরন্তু, মহুয়ার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় সরাসরি মমতাকে আক্রমণ করেছেন তিনি ৷ অমিত মালব্যের ব্য়াখ্য়া, মহুয়ার এই আচরণ মমতার নেতৃত্বকেও অসম্মান করেছে ৷ এমনকী, মমতা বন্দ্যোপাধ্য়ায় সংখ্যালঘু ভোট হাতছাড়া হওয়ার ভয়েই যে মহুয়ার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করছেন না, এবং তা যে মহুয়ারও অজানা নয়, তেমন অভিযোগও করেছেন অমিত ৷

  • Smarting under public rebuke from Mamata Banerjee, TMC MP is using repeat defiance on the issue of Maa Kaali to humiliate her, diminish her stature as a leader, knowing fully well that she wouldn’t be able to act against her, for fear of angering her Muslim vote bank.

    — Amit Malviya (@amitmalviya) July 10, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছে, মোদির এদিনের কালীভজনা থেকে শুরু করে অমিত মালব্যর টুইট বাণ, পুরোটাই আসলে সুপরিকল্পিত ৷ বিজেপি বরাবরই বার্তা দিয়েছে, শ্য়ামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজ্য বাংলায় সরকার না গড়া পর্যন্ত তাদের স্বস্তি নেই ৷ কিন্তু, একুশের বিধানসভা ভোটের পর থেকেই বাংলায় বিজেপি-র হাল বেহাল ৷ এদিকে, লোকসভা নির্বাচনের আর দু'বছরও বাকি নেই ৷ এমন প্রেক্ষাপটে বাঙালি আবেগকে কাজে লাগিয়েই বাংলায় ভিত মজবুত করতে চাইছে গেরুয়া শিবির ৷

মমতা বন্দ্যোপাধ্য়ায় থাকতে বাংলার সংখ্যালঘু ভোট কবজা করা বিজেপি-র পক্ষে কঠিন ৷ কিন্তু, সংখ্যাগুরু বাঙালির কাছে কালী শুধু দেবী নন, তিনি তাঁদের 'মা' ! সুকৌশলে সেই আবেগ কাজে লাগিয়েই তৃণমূলকে কোণঠাসা করতে চাইছে বিজেপি ৷ মহুয়ার মন্তব্যে যে বিতর্ক তৈরি হয়েছে, এক্ষেত্রে সেটাকেই নিজেদের অস্ত্র হিসাবে ব্যবহার করতে চাইছে তারা ৷ তাই বাঙালির কালীসাধনা প্রসঙ্গে মোদির এদিনের ভজন এবং তারপরই অমিত মালব্যর এই বিষয়ে একাধিক টুইট, সেই পরিকল্পিত সূচিরই অঙ্গ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.