ETV Bharat / bharat

Heeraben Modi: সেরে উঠছেন হীরাবেন, দু-একদিনের মধ্যেই ফিরবেন বাড়ি - নরেন্দ্র মোদি

চিকিৎসায় ক্রমশ সেরে উঠছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) মা হীরাবেন মোদি (Heeraben Modi) ৷ হাসপাতাল ও রাজ্য প্রশাসন এই খবর জানা গিয়েছে ৷

Narendra Modi mother Heeraben Modi Likely to be Discharged in a day or two
ফাইল ছবি ৷
author img

By

Published : Dec 29, 2022, 12:09 PM IST

Updated : Dec 29, 2022, 1:54 PM IST

আমেদাবাদ, 29 ডিসেম্বর: ভালো আছেন হীরাবেন মোদি (Heeraben Modi) ৷ সংশ্লিষ্ট হাসপাতাল এবং রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নবতিপর মা ৷ ক্রমশ তাঁর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে ৷ নতুন করে কোনও সমস্যা দেখা না দিলে আগামী এক থেকে দু'দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মায়ের বয়স 99 বছর ৷ স্বাভাবিকভাবেই এত প্রবীণ একজন মানুষ অসুস্থ হয়ে পড়লে বাড়তি কিছু ঝুঁকি থাকে ৷ তাই গত মঙ্গলবার রাতে যখন হীরাবেন অসুস্থ হয়ে পড়েন, তখন কোনও ঝুঁকি নেননি তাঁর পরিবারের সদস্যরা ৷ চিকিৎসকদের পরামর্শ মেনে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে ৷ আমেদাবাদের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন বৃদ্ধা ৷ তবে, তাঁর অবস্থা আশঙ্কাজনক নয় বলেই জানা গিয়েছে ৷ বরং চিকিৎসা শুরু হতেই সেরে উঠতে শুরু করেন তিনি ৷

আরও পড়ুন: হীরাবেন মোদির দ্রুত আরোগ্য কামনা, কঠিন সময়ে প্রধানমন্ত্রীর পাশে রাহুল

বৃহস্পতিবার গুজরাত সরকারের তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷ তাতে হীরাবেনের স্বাস্থ্য সম্পর্কে স্বস্তির খবরই দেওয়া হয়েছে ৷ ওই বিবৃতিতে জানানো হয়েছে, "আগামী দু-একদিনের মধ্য়েই হীরবেন মোদিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে ৷" ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, "হীরাবেনের স্বাস্থ্য ভালো আছে ৷ খুব দ্রুত সেরে উঠছেন তিনি ৷ আগামী দু-একদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে তাঁকে ৷ বুধবার রাত থেকেই তাঁকে খাবার দেওয়া শুরু করা হয়েছে ৷" গুজরাতের মুখ্যমন্ত্রীর দফতরের তরফ থেকে এই বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷

উল্লেখ্য, বৃদ্ধা মা হাসপাতালে ভর্তি হতেই তাঁর কাছে পৌঁছে যান প্রধানমন্ত্রী ছেলে ৷ যে হাসপাতালে হীরাবেন চিকিৎসাধীন রয়েছেন, সেখানে এসে তাঁকে দেখে যান মোদি ৷ বুধবার বিকেলে বিমানে দিল্লি থেকে আমেদাবাদ পৌঁছন নরেন্দ্র মোদি ৷ বিমানবন্দর থেকে সরাসরি আসেন শহরের ইউএন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিয়োলজি অ্য়ান্ড রিসার্চ সেন্টারে ৷ উল্লেখ্য, আপাতত এই হাসপাতালেই ভর্তি রয়েছেন হীরাবেন ৷ হাসপাতালে মায়ের সঙ্গে একঘণ্টারও বেশি সময় কাটান প্রধানমন্ত্রী ৷ কথা বলেন তাঁর মায়ের চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে ৷ পরবর্তীতে এই হাসপাতালের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয় ৷ তাতেও জানানো হয়, "হীরাবেন মোদির অবস্থা স্থিতিশীল এবং তিনি ক্রমশ সেরে উঠছেন ৷"

প্রসঙ্গত, হীরাবেন থাকেন নরেন্দ্র মোদির ছোট ভাই পঙ্কজ মোদির সঙ্গে ৷ গান্ধিনগরের কাছেই রায়সান গ্রামে তাঁদের বাড়ি ৷ চরম ব্যস্ততা থেকে সময় বের করতে পারলেই এই বাড়িতে এসে মায়ের সঙ্গে সময় কাটান প্রধানমন্ত্রী ৷

আমেদাবাদ, 29 ডিসেম্বর: ভালো আছেন হীরাবেন মোদি (Heeraben Modi) ৷ সংশ্লিষ্ট হাসপাতাল এবং রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নবতিপর মা ৷ ক্রমশ তাঁর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে ৷ নতুন করে কোনও সমস্যা দেখা না দিলে আগামী এক থেকে দু'দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মায়ের বয়স 99 বছর ৷ স্বাভাবিকভাবেই এত প্রবীণ একজন মানুষ অসুস্থ হয়ে পড়লে বাড়তি কিছু ঝুঁকি থাকে ৷ তাই গত মঙ্গলবার রাতে যখন হীরাবেন অসুস্থ হয়ে পড়েন, তখন কোনও ঝুঁকি নেননি তাঁর পরিবারের সদস্যরা ৷ চিকিৎসকদের পরামর্শ মেনে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে ৷ আমেদাবাদের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন বৃদ্ধা ৷ তবে, তাঁর অবস্থা আশঙ্কাজনক নয় বলেই জানা গিয়েছে ৷ বরং চিকিৎসা শুরু হতেই সেরে উঠতে শুরু করেন তিনি ৷

আরও পড়ুন: হীরাবেন মোদির দ্রুত আরোগ্য কামনা, কঠিন সময়ে প্রধানমন্ত্রীর পাশে রাহুল

বৃহস্পতিবার গুজরাত সরকারের তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷ তাতে হীরাবেনের স্বাস্থ্য সম্পর্কে স্বস্তির খবরই দেওয়া হয়েছে ৷ ওই বিবৃতিতে জানানো হয়েছে, "আগামী দু-একদিনের মধ্য়েই হীরবেন মোদিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে ৷" ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, "হীরাবেনের স্বাস্থ্য ভালো আছে ৷ খুব দ্রুত সেরে উঠছেন তিনি ৷ আগামী দু-একদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে তাঁকে ৷ বুধবার রাত থেকেই তাঁকে খাবার দেওয়া শুরু করা হয়েছে ৷" গুজরাতের মুখ্যমন্ত্রীর দফতরের তরফ থেকে এই বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷

উল্লেখ্য, বৃদ্ধা মা হাসপাতালে ভর্তি হতেই তাঁর কাছে পৌঁছে যান প্রধানমন্ত্রী ছেলে ৷ যে হাসপাতালে হীরাবেন চিকিৎসাধীন রয়েছেন, সেখানে এসে তাঁকে দেখে যান মোদি ৷ বুধবার বিকেলে বিমানে দিল্লি থেকে আমেদাবাদ পৌঁছন নরেন্দ্র মোদি ৷ বিমানবন্দর থেকে সরাসরি আসেন শহরের ইউএন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিয়োলজি অ্য়ান্ড রিসার্চ সেন্টারে ৷ উল্লেখ্য, আপাতত এই হাসপাতালেই ভর্তি রয়েছেন হীরাবেন ৷ হাসপাতালে মায়ের সঙ্গে একঘণ্টারও বেশি সময় কাটান প্রধানমন্ত্রী ৷ কথা বলেন তাঁর মায়ের চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে ৷ পরবর্তীতে এই হাসপাতালের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয় ৷ তাতেও জানানো হয়, "হীরাবেন মোদির অবস্থা স্থিতিশীল এবং তিনি ক্রমশ সেরে উঠছেন ৷"

প্রসঙ্গত, হীরাবেন থাকেন নরেন্দ্র মোদির ছোট ভাই পঙ্কজ মোদির সঙ্গে ৷ গান্ধিনগরের কাছেই রায়সান গ্রামে তাঁদের বাড়ি ৷ চরম ব্যস্ততা থেকে সময় বের করতে পারলেই এই বাড়িতে এসে মায়ের সঙ্গে সময় কাটান প্রধানমন্ত্রী ৷

Last Updated : Dec 29, 2022, 1:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.