নিউইয়র্ক, 25 সেপ্টেম্বর : চাওয়ালার প্রসঙ্গ ফের উঠে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে ৷ শনিবার রাষ্ট্রসঙ্ঘের 76তম সাধারণ সভায় ভাষণ দিতে গিয়ে তিনি এই প্রসঙ্গ তুলে ধরেন ৷ সেই প্রসঙ্গ তুলে তিনি ভারতের গণতন্ত্রের মহিমা ব্যাখ্যা করার চেষ্টা করেন ৷
মোদির কথায়, তিনি একটি ছোট্ট রেলস্টেশনে বাবার চায়ের দোকানে সাহায্য করতেন ৷ সেখান থেকে তিনি গুজরাতের মুখ্যমন্ত্রী হয়েছেন ৷ ওই রাজ্যে সবচেয়ে বেশি সময় মুখ্যমন্ত্রী থেকেছেন ৷ তার পর বসেছেন ভারতের প্রধানমন্ত্রী পদে ৷ সেই পদেও তিনি কাটিয়ে ফেললেন সাত বছর ৷
আর সেখান থেকে তিনি রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় চারবার ভাষণ দিলেন ৷ এটা যথেষ্ট গর্বের বলে তিনি উল্লেখ করলেন ৷ পাশাপাশি জানালেন, এটাই ভারতের গণতন্ত্রের সাফল্য ৷ গণতন্ত্রই পারে এটা করতে ৷
একই সঙ্গে এদিন তিনি তাঁর আমলে হওয়া ভারতের বিকাশের কথা বলেছেন ৷ সাত বছরে তাঁর সরকার কী কী কাজ করেছে, তার উদাহরণ তুলে ধরেছেন ৷ আর বলেছেন, যখন ভারতে উন্নতি হয়, ভারতে পরিবর্তন হয়, তখন সারা বিশ্বে তাই হয় ৷
আরও পড়ুন : Sneha Dubey : রাষ্ট্রসংঘে পাকিস্তানকে তুলোধনা করে ট্রেন্ডিং স্নেহা দুবে
তাছাড়া আরও কিছু বিষয় এদিন উঠে এসেছে মোদির ভাষণে ৷ তিনি ভারতের শ্রেষ্ঠ কূটনীতিক বলে উল্লেখ করলেন চাণক্যকে ৷ চাণক্যের শ্লোকও আওড়ালেন ৷ আর ভাষণের শেষে রাষ্ট্রসঙ্ঘকে শক্তিশালী করার বার্তা দিতে গিয়ে আউড়ালেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা লাইন ৷