ETV Bharat / bharat

মন্ত্রী হচ্ছেন শান্তনু ঠাকুর ? মোদি মন্ত্রিসভায় সম্ভাব্য বড় বদল আজ

author img

By

Published : Jul 7, 2021, 8:23 AM IST

Updated : Jul 7, 2021, 8:57 AM IST

রাজ্যের ক্ষেত্রে নাম উঠছে শান্তনু ঠাকুর ও নিশিথ প্রামাণিকের ৷ দু'জনেই বর্তমানে দিল্লিতে রয়েছেন ৷ এদের মধ্যে শান্তনুর মন্ত্রীপদ পাকা বলে দাবি এক বিজেপি নেতার ৷

s
s

নয়া দিল্লি, 7 জুলাই : মোদি মন্ত্রিসভায় বড় রদবদল হতে পারে আজ ৷ রাজনৈতিক পরিসরে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল ৷ কানাঘুষো ছিল, চলতি সপ্তাহের শেষে কেন্দ্রীয় মন্ত্রিসভার বদল হতে চলেছে ৷ জল্পনা সঠিক হলে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদির (Narendra Modi) দ্বিতীয় দফার মেয়াদে এটাই হবে মন্ত্রিসভার প্রথম রদবদল ৷

মনে করা হচ্ছে, বিজেপি নেতা সর্বানন্দ সোনোওয়াল (Sarbananda Sonowal), জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia) এবং নারায়ণ রানের (Narayan Rane) অন্তর্ভুক্তি হতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রিসভায় ৷ গতকাল মঙ্গলবারই এই তিনজন রাজধানী দিল্লিতে পৌঁছে গিয়েছেন ৷ এদিকে থারচান্দ গেহলত (Thaawarchand Gehlot) সামাজিক ন্যায়বিচার এবং ক্ষমতায়ন দফতরের কেন্দ্রীয় মন্ত্রিত্ব ছেড়ে কর্নাটকের রাজ্যপাল পদে অভিষিক্ত হয়েছেন ৷ ফলে নতুন মন্ত্রিত্ব বণ্টনের পাশাপাশি পুরোনো মন্ত্রীপদও ফাঁকা হয়েছে ৷ এই অবস্থায় কানাঘুষো, জেডি(ইউ) নেতা আরসিপি সিং (RCP Singh) এলজেপি নেতা পশুপতি কুমার পরস (Pashupati Kumar Paras) নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় শপথ নিতে চলেছেন ৷ মন্ত্রীপদ প্রাপকদের তালিকায় থাকতে পারে পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের প্রতিনিধিও ৷ রাজ্যের ক্ষেত্রে নাম উঠছে শান্তনু ঠাকুর (Shantanu Thakur) ও নিশিথ প্রামাণিকের (Nishit Pramanik) ৷ দু'জনেই বর্তমানে দিল্লিতে রয়েছেন ৷ এদের মধ্যে শান্তনুর মন্ত্রীপদ পাকা বলে দাবি এক বিজেপি নেতার ৷ তাঁর কথায়, শেষ লোকসভা ও একুশের বিধানসভা নির্বাচনে মতুয়া এবং রাজবংশীরা আমাদের (বিজেপিকে) ঢেলে ভোট দিয়েছেন ৷ এবার ওদের ভালোবাসার সম্মান জানানোর সময় । তবে সম্ভাব্য কেন্দ্রীয় মন্ত্রীরা কেউই মুখ খুলতে চাইছেন না ৷

আরও পড়ুন: Union Cabinet reshuffle : 8 জুলাই কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল ? জল্পনা তুঙ্গে তুলে দিল্লিতে ভিড় হেভিওয়েটদের

নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপির এক কেন্দ্রীয় নেতার মতে, কোভিডের দ্বিতীয় ঢেউয়ে মোদি সরকারের ভাবমূর্তিতে আঘাত পড়েছে ৷ এই অবস্থায় কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড় রদবদল হলে আশ্চর্য হব না ৷ তাছাড়া আগামী বছরের শুরুতে পাঁচ রাজ্য উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া, মনিপুর ও পঞ্জাবে নির্বাচন রয়েছে ৷ তার আগে প্রশাসনিক ভাবমূর্তিও ফেরাতে চাইছে মোদি-শাহ জুটি ৷

নয়া দিল্লি, 7 জুলাই : মোদি মন্ত্রিসভায় বড় রদবদল হতে পারে আজ ৷ রাজনৈতিক পরিসরে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল ৷ কানাঘুষো ছিল, চলতি সপ্তাহের শেষে কেন্দ্রীয় মন্ত্রিসভার বদল হতে চলেছে ৷ জল্পনা সঠিক হলে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদির (Narendra Modi) দ্বিতীয় দফার মেয়াদে এটাই হবে মন্ত্রিসভার প্রথম রদবদল ৷

মনে করা হচ্ছে, বিজেপি নেতা সর্বানন্দ সোনোওয়াল (Sarbananda Sonowal), জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia) এবং নারায়ণ রানের (Narayan Rane) অন্তর্ভুক্তি হতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রিসভায় ৷ গতকাল মঙ্গলবারই এই তিনজন রাজধানী দিল্লিতে পৌঁছে গিয়েছেন ৷ এদিকে থারচান্দ গেহলত (Thaawarchand Gehlot) সামাজিক ন্যায়বিচার এবং ক্ষমতায়ন দফতরের কেন্দ্রীয় মন্ত্রিত্ব ছেড়ে কর্নাটকের রাজ্যপাল পদে অভিষিক্ত হয়েছেন ৷ ফলে নতুন মন্ত্রিত্ব বণ্টনের পাশাপাশি পুরোনো মন্ত্রীপদও ফাঁকা হয়েছে ৷ এই অবস্থায় কানাঘুষো, জেডি(ইউ) নেতা আরসিপি সিং (RCP Singh) এলজেপি নেতা পশুপতি কুমার পরস (Pashupati Kumar Paras) নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় শপথ নিতে চলেছেন ৷ মন্ত্রীপদ প্রাপকদের তালিকায় থাকতে পারে পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের প্রতিনিধিও ৷ রাজ্যের ক্ষেত্রে নাম উঠছে শান্তনু ঠাকুর (Shantanu Thakur) ও নিশিথ প্রামাণিকের (Nishit Pramanik) ৷ দু'জনেই বর্তমানে দিল্লিতে রয়েছেন ৷ এদের মধ্যে শান্তনুর মন্ত্রীপদ পাকা বলে দাবি এক বিজেপি নেতার ৷ তাঁর কথায়, শেষ লোকসভা ও একুশের বিধানসভা নির্বাচনে মতুয়া এবং রাজবংশীরা আমাদের (বিজেপিকে) ঢেলে ভোট দিয়েছেন ৷ এবার ওদের ভালোবাসার সম্মান জানানোর সময় । তবে সম্ভাব্য কেন্দ্রীয় মন্ত্রীরা কেউই মুখ খুলতে চাইছেন না ৷

আরও পড়ুন: Union Cabinet reshuffle : 8 জুলাই কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল ? জল্পনা তুঙ্গে তুলে দিল্লিতে ভিড় হেভিওয়েটদের

নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপির এক কেন্দ্রীয় নেতার মতে, কোভিডের দ্বিতীয় ঢেউয়ে মোদি সরকারের ভাবমূর্তিতে আঘাত পড়েছে ৷ এই অবস্থায় কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড় রদবদল হলে আশ্চর্য হব না ৷ তাছাড়া আগামী বছরের শুরুতে পাঁচ রাজ্য উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া, মনিপুর ও পঞ্জাবে নির্বাচন রয়েছে ৷ তার আগে প্রশাসনিক ভাবমূর্তিও ফেরাতে চাইছে মোদি-শাহ জুটি ৷

Last Updated : Jul 7, 2021, 8:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.