সুরাত, 27 নভেম্বর: গুজরাতে বিজেপির হয়ে বিধানসভা নির্বাচনের প্রচারে ঝাঁপিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ একের পর এক জনসভার কার্যত ঝড় তুলেছেন তিনি ৷ 1 ডিসেম্বর গুজরাতে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ ৷ তার আগে রবিবার সন্ধ্যায় ভোটমুখী এই রাজ্যে 31 কিলোমিটার দীর্ঘ রোড শো করলেন নরেন্দ্র মোদি ৷ এটাই মোদির দীর্ঘতম রোড শো (31 kilometers Mega Road Show of PM Modi At Surat Gujarat) ৷
বিমানবন্দর থেকে কামরেজ এরিয়া পর্যন্ত নরেন্দ্র মোদির এই রোড শো দেখার জন্য সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো ৷ মোদির নামে স্লোগানও ওঠে ৷ প্রধানমন্ত্রীর এদিনের রোড শো 12টি বিধানসভা এলাকার উপর দিয়ে গিয়েছে ৷ এরমধ্যে 4টি আসনে পতিদার ভোট গুরুত্বপূর্ণ (Gujarat Assembly Election 2022) ৷
আরও পড়ুন: ইউনিফর্ম সিভিল কোড জাতীয় ইস্যু, বিভিন্ন রাজ্যে বাস্তবায়িত হবে: নাড্ডা
খুব অল্প সময়ের মধ্যে পতিদারদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ) ৷ প্যাটেল ভোট গুজরাতের ভোটে এবার অন্যতম বড় ফ্যাক্টর হতে চলেছে ৷ সুরাত (উত্তর), ভারাচ্চা রোড, কাতারগ্রাম, কারাঞ্জ, কামরেজের মতো আসনগুলিতে সংখ্যাগুরু পতিদার সম্প্রদায় ৷ প্রচারের শেষ লগ্নে গেরুয়া শিবিরের পক্ষে হাওয়া চানতে এখানেই রোড শো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷