ETV Bharat / bharat

মোদির প্রধানমন্ত্রিত্বের সপ্তম বর্ষপূর্তিতে বিজেপির সেবা দিবস পালন

author img

By

Published : May 30, 2021, 2:32 PM IST

এই নিয়ে এদিন জেপি নাড্ডা একাধিক টুইট করেছেন ৷ সেখানে ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স বা এনডিএ পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি ৷ পাশাপাশি উল্লেখ করেছেন যে মোদির নেতৃত্বে দেশ এখন ‘আত্মনির্ভর ভারত’ হওয়ার পথে এগিয়ে চলেছে ৷

মোদির প্রধানমন্ত্রিত্বের সপ্তম বর্ষপূর্তিতে বিজেপির সেবা দিবস পালন
মোদির প্রধানমন্ত্রিত্বের সপ্তম বর্ষপূর্তিতে বিজেপির সেবা দিবস পালন

নয়াদিল্লি, 30 মে : দু’বছর আগে আজকের দিনে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদি ৷ সেই হিসেবে আজ মোদি সরকারের সপ্তম বর্ষপূর্তি ৷ এই দিনটিকে ভারতীয় জনতা পার্টি ‘সেবা দিবস’ হিসেবে পালন করছে বলে রবিবার জানালেন দলের সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা ৷ একই সঙ্গে তিনি এদিন নরেন্দ্র মোদিরও ভূয়সী প্রশংসা করেছেন ৷

এই নিয়ে এদিন জেপি নাড্ডা একাধিক টুইট করেছেন ৷ সেখানে ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স বা এনডিএ পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি ৷ পাশাপাশি উল্লেখ করেছেন যে মোদির নেতৃত্বে দেশ এখন ‘আত্মনির্ভর ভারত’ হওয়ার পথে এগিয়ে চলেছে ৷

টুইটারে তিনি লিখেছেন, ‘‘প্রতিটি ভারতীয়র কথা ভেবে করোনা প্যানডেমিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৎক্ষণাৎ ত্রাণ প্যাকেজ ঘোষণা করেন ৷ তিনি সরকারি ব্যবস্থা, সংগঠন এবং অন্যদের মানুষকে সাহায্যের জন্য এগিয়ে আসার আহ্বান জানান ৷’’ নাড্ডার দাবি, প্রধানমন্ত্রীর দেখানো পথে হেঁটে বিজেপিও সেবাকেই সংগঠনের অঙ্গ করে নিয়েছে ৷ তাই টুইটের সঙ্গে একটি হ্যাশট্যাগ জুড়েছেন তিনি ৷ লিখেছেন, ‘সেবার সাত বছর’ ৷

আরও পড়ুন : দেশে দশগুণ বেশি মেডিক্যাল অক্সিজেন উৎপাদন হচ্ছে, মন কি বাতে বললেন মোদি

উল্লেখ্য, 2014 সালের লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বে কেন্দ্রে সরকার তৈরি করে এনডিএ ৷ দশ বছর পর তৈরি হয় বিজেপির সরকার ৷ প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদি ৷ 2019 সালে অব্যাহত ছিল বিজেপির জয়ের ধারা ৷ পরপর দু‘বার কেন্দ্রে এনডিএ-র সরকার তৈরি যে মোদি ম্যাজিকেই সম্ভব হয়েছিল, তাও মেনে নেন অনেকে ৷ কারণ, 2014 সালে বিজেপি পেয়েছিল 282 টি আসন ৷ আর 2019 সালে বিজেপির আসন সংখ্যা পৌঁছেছে 303 এ ৷

নয়াদিল্লি, 30 মে : দু’বছর আগে আজকের দিনে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদি ৷ সেই হিসেবে আজ মোদি সরকারের সপ্তম বর্ষপূর্তি ৷ এই দিনটিকে ভারতীয় জনতা পার্টি ‘সেবা দিবস’ হিসেবে পালন করছে বলে রবিবার জানালেন দলের সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা ৷ একই সঙ্গে তিনি এদিন নরেন্দ্র মোদিরও ভূয়সী প্রশংসা করেছেন ৷

এই নিয়ে এদিন জেপি নাড্ডা একাধিক টুইট করেছেন ৷ সেখানে ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স বা এনডিএ পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি ৷ পাশাপাশি উল্লেখ করেছেন যে মোদির নেতৃত্বে দেশ এখন ‘আত্মনির্ভর ভারত’ হওয়ার পথে এগিয়ে চলেছে ৷

টুইটারে তিনি লিখেছেন, ‘‘প্রতিটি ভারতীয়র কথা ভেবে করোনা প্যানডেমিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৎক্ষণাৎ ত্রাণ প্যাকেজ ঘোষণা করেন ৷ তিনি সরকারি ব্যবস্থা, সংগঠন এবং অন্যদের মানুষকে সাহায্যের জন্য এগিয়ে আসার আহ্বান জানান ৷’’ নাড্ডার দাবি, প্রধানমন্ত্রীর দেখানো পথে হেঁটে বিজেপিও সেবাকেই সংগঠনের অঙ্গ করে নিয়েছে ৷ তাই টুইটের সঙ্গে একটি হ্যাশট্যাগ জুড়েছেন তিনি ৷ লিখেছেন, ‘সেবার সাত বছর’ ৷

আরও পড়ুন : দেশে দশগুণ বেশি মেডিক্যাল অক্সিজেন উৎপাদন হচ্ছে, মন কি বাতে বললেন মোদি

উল্লেখ্য, 2014 সালের লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বে কেন্দ্রে সরকার তৈরি করে এনডিএ ৷ দশ বছর পর তৈরি হয় বিজেপির সরকার ৷ প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদি ৷ 2019 সালে অব্যাহত ছিল বিজেপির জয়ের ধারা ৷ পরপর দু‘বার কেন্দ্রে এনডিএ-র সরকার তৈরি যে মোদি ম্যাজিকেই সম্ভব হয়েছিল, তাও মেনে নেন অনেকে ৷ কারণ, 2014 সালে বিজেপি পেয়েছিল 282 টি আসন ৷ আর 2019 সালে বিজেপির আসন সংখ্যা পৌঁছেছে 303 এ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.