ETV Bharat / bharat

Shashi Tharoor: হামাসের হামলাকে জঙ্গিহানা বলায় মুসলিম সংগঠনের সভা থেকে বাদ শশী থারুর - মুসলিম সংগঠনের সভা থেকে বাদ শশী থারুর

Shashi Tharoor calls Hamas Attack as a Terror Strike: তিরুঅনন্তপুরমের সাংসদ শশী থারুর গত 7 অক্টোবর ইজরায়েলে হামাসের হামলাকে জঙ্গিহানা বলে উল্লেখ করেছেন ৷ সেই কারণে মুসলিম সংগঠন দ্য মহল এমপাওয়ারমেন্ট মিশন বা এমইএম তাঁকে আগামী 30 অক্টোবরের ফিলিস্তিন সংহতি অনুষ্ঠান থেকে সরিয়ে দিয়েছে ৷

Shashi Tharoor
Shashi Tharoor
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 28, 2023, 12:49 PM IST

তিরুঅনন্তপুরম, 28 অক্টোবর: প্যালেস্তাইনের প্রতি সংহতি দেখাতে আগামী 30 অক্টোবর এক অনুষ্ঠানের আয়োজন করেছে দ্য় মহল এমপাওয়ারমেন্ট মিশন বা এমইএম ৷ সেই অনুষ্ঠান থেকে কংগ্রেস নেতা ও তিরুঅনন্তপুরমের সাংসদ শশী থারুরকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷

এমইএম কেরালার রাজধানীতে কাজ করা মুসলিম জামাতদের একটি সংগঠন ৷ সেখানকার সিটি কর্পোরেশনের 100টি ওয়ার্ডের জামাতদের এই সংগঠনের তরফে বিষয়টি শশী থারুরকে জানিয়েও দেওয়া হয়েছে ৷ সংগঠনের সভাপতি শাজাহান শ্রীকারিয়াম বলেন, ‘‘আমরা থারুরকে জানিয়েছি যে আমরা তাঁকে প্রোগ্রাম থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি ৷’’

এর আগে কেরালায় ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ প্যালেস্টাইনের প্রতি সংহতি প্রকাশ করতে এক অনুষ্ঠানের আয়োজন করেছিল ৷ সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন স্থানীয় কংগ্রেস সাংসদ ৷ সেখানে উপস্থিত হয়ে শশী থারুর গত 7 অক্টোবর ইজরায়েলে হওয়া হামাসের হামলার সমালোচনা করেন ৷ ওই হামলাকে তিনি জঙ্গিহানা বলেও উল্লেখ করেন ৷ তার প্রেক্ষিতেই শশীকে আগামী রবিবারের অনুষ্ঠান থেকে সরিয়ে দেওয়া হল বলেই জানিয়েছে এমইএম ৷

এই মন্তব্যের পর সোশাল মিডিয়া তীব্র আক্রমণের মুখোমুখি হয়েছেন থারুর ৷ এর প্রেক্ষিতে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন এই কংগ্রেস সাংসদ ৷ তিনি জানান, তিনি বরাবর প্যালেস্তাইনের জনগণের পক্ষে ৷ কিন্তু আইইউএমএল সমাবেশে তাঁর বক্তৃতার মাত্র একটি বাক্য প্রচার করার বিরোধী তিনি ৷

আইইউএমএল কেরালায় কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউডিএফ-এর একটি প্রধান সহযোগী ৷ গাজায় নারী ও শিশু-সহ সাধারণ নাগরিকদের নির্বিচারে হত্যার নিন্দা জানিয়ে গত বৃহস্পতিবার তারা কেরালার উত্তর কোঝিকোড়ে একটি বিশাল সমাবেশের আয়োজন করে ৷ সেখানে হাজার হাজার আইইউএমএল সমর্থক প্যালেস্তাইন সলিডারিটি হিউম্যান রাইটস র‌্যালিতে অংশ নেন ৷ আইইউএমএল নেতা পানাক্কাড় সৈয়দ সাদিক আলি শিহাব থাঙ্গাল এই মিছিলের উদ্বোধন করেন ।

থারুর ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৷ তিনি সেখানে জানান, নিরপরাধ মহিলা এবং শিশুরা প্রাথমিকভাবে ইজরায়েলে এবং পরবর্তীতে গাজায় হতাহতের শিকার হয়েছে ৷ তিনি এই সংঘাতের অবসানের উপর জোর দেন । পাশাপাশি দ্ব্যর্থহীন ভাষায় থারুর গত 7 অক্টোবর ইজরায়েলে হামাসের দ্বারা পরিচালিত হামলার নিন্দাও করেছেন ৷ এটিকে 'সন্ত্রাসমূলক কাজ' বলে বর্ণনা করেছেন । যা নিয়েই দানা বেঁধেছে বিতর্ক ৷

আরও পড়ুন: দ্বিতীয় স্থল অভিযান ইজরায়েলের, গাজায় মৃতের সংখ্যা ছাড়াল 7 হাজার

তিরুঅনন্তপুরম, 28 অক্টোবর: প্যালেস্তাইনের প্রতি সংহতি দেখাতে আগামী 30 অক্টোবর এক অনুষ্ঠানের আয়োজন করেছে দ্য় মহল এমপাওয়ারমেন্ট মিশন বা এমইএম ৷ সেই অনুষ্ঠান থেকে কংগ্রেস নেতা ও তিরুঅনন্তপুরমের সাংসদ শশী থারুরকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷

এমইএম কেরালার রাজধানীতে কাজ করা মুসলিম জামাতদের একটি সংগঠন ৷ সেখানকার সিটি কর্পোরেশনের 100টি ওয়ার্ডের জামাতদের এই সংগঠনের তরফে বিষয়টি শশী থারুরকে জানিয়েও দেওয়া হয়েছে ৷ সংগঠনের সভাপতি শাজাহান শ্রীকারিয়াম বলেন, ‘‘আমরা থারুরকে জানিয়েছি যে আমরা তাঁকে প্রোগ্রাম থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি ৷’’

এর আগে কেরালায় ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ প্যালেস্টাইনের প্রতি সংহতি প্রকাশ করতে এক অনুষ্ঠানের আয়োজন করেছিল ৷ সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন স্থানীয় কংগ্রেস সাংসদ ৷ সেখানে উপস্থিত হয়ে শশী থারুর গত 7 অক্টোবর ইজরায়েলে হওয়া হামাসের হামলার সমালোচনা করেন ৷ ওই হামলাকে তিনি জঙ্গিহানা বলেও উল্লেখ করেন ৷ তার প্রেক্ষিতেই শশীকে আগামী রবিবারের অনুষ্ঠান থেকে সরিয়ে দেওয়া হল বলেই জানিয়েছে এমইএম ৷

এই মন্তব্যের পর সোশাল মিডিয়া তীব্র আক্রমণের মুখোমুখি হয়েছেন থারুর ৷ এর প্রেক্ষিতে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন এই কংগ্রেস সাংসদ ৷ তিনি জানান, তিনি বরাবর প্যালেস্তাইনের জনগণের পক্ষে ৷ কিন্তু আইইউএমএল সমাবেশে তাঁর বক্তৃতার মাত্র একটি বাক্য প্রচার করার বিরোধী তিনি ৷

আইইউএমএল কেরালায় কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউডিএফ-এর একটি প্রধান সহযোগী ৷ গাজায় নারী ও শিশু-সহ সাধারণ নাগরিকদের নির্বিচারে হত্যার নিন্দা জানিয়ে গত বৃহস্পতিবার তারা কেরালার উত্তর কোঝিকোড়ে একটি বিশাল সমাবেশের আয়োজন করে ৷ সেখানে হাজার হাজার আইইউএমএল সমর্থক প্যালেস্তাইন সলিডারিটি হিউম্যান রাইটস র‌্যালিতে অংশ নেন ৷ আইইউএমএল নেতা পানাক্কাড় সৈয়দ সাদিক আলি শিহাব থাঙ্গাল এই মিছিলের উদ্বোধন করেন ।

থারুর ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৷ তিনি সেখানে জানান, নিরপরাধ মহিলা এবং শিশুরা প্রাথমিকভাবে ইজরায়েলে এবং পরবর্তীতে গাজায় হতাহতের শিকার হয়েছে ৷ তিনি এই সংঘাতের অবসানের উপর জোর দেন । পাশাপাশি দ্ব্যর্থহীন ভাষায় থারুর গত 7 অক্টোবর ইজরায়েলে হামাসের দ্বারা পরিচালিত হামলার নিন্দাও করেছেন ৷ এটিকে 'সন্ত্রাসমূলক কাজ' বলে বর্ণনা করেছেন । যা নিয়েই দানা বেঁধেছে বিতর্ক ৷

আরও পড়ুন: দ্বিতীয় স্থল অভিযান ইজরায়েলের, গাজায় মৃতের সংখ্যা ছাড়াল 7 হাজার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.