ETV Bharat / bharat

Pawar Praises Muslims: বলিউডকে শীর্ষে পৌঁছে দিতে মুসলিমদের অবদান সর্বাধিক: শরদ পাওয়ার - শরদ পাওয়ার

বলিউডকে শীর্ষ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে মুসলিমদের অবদান সর্বাধিক (Pawar Praises Muslims)৷ এমনই দাবি এনসিপি প্রধান শরদ পাওয়ারের (Sharad Pawar)৷

Muslim contributed most in taking Bollywood top, says Sharad Pawar
বলিউডকে শীর্ষে পৌঁছে দিতে মুসলিমদের অবদান সর্বাধিক: শরদ পাওয়ার
author img

By

Published : Oct 9, 2022, 1:29 PM IST

মুম্বই, 9 অক্টোবর: বলিউডকে শীর্ষে তোলার ক্ষেত্রে মুসলিমদের অবদান সবচেয়ে বেশি (Pawar Praises Muslims)৷ তাঁদের অবদানকে কোনও ভাবেই অস্বীকার করা যাবে না (Contribution of Muslims in Bollywood)৷ দাবি ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রধান শরদ পাওয়ারের (Sharad Pawar)৷

নাগপুরে বিদর্ভ মুসলিম ইন্টেলেকচুয়াল ফোরাম আয়োজিত একটি সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে শরদ পাওয়ার বলেন, "শিল্প, লেখালেখি বা কাব্য - সব ক্ষেত্রেই সবচেয়ে বড় অবদান এসেছে সংখ্যালঘু মুসলিমদের থেকে ৷" এ প্রসঙ্গে তাঁর দাবি, বলিউডের শীর্ষে উত্তরণের ক্ষেত্রে মুসলিমদের অবদান সর্বাধিক ৷ এ ক্ষেত্রে মুসলিমদের অবদানের কথা কোনও ভাবেই অস্বীকার করা যাবে না ৷

দেশের মোট জনসংখ্যার একটা বড় অংশ মুসলিম হলেও তাঁরা তাঁদের প্রাপ্যগুলি সঠিক ভাবে পায় না এবং তাঁদের চাহিদাগুলি মেটানো হয় না বলেও মত এনসিপি প্রধানের ৷ তাঁর কথায়, "আমি আবার যখন এখানে আসব, তখন আপনাদের সমস্যাগুলি নিয়ে আলোচনা করার জন্য আমি প্রস্তুত ৷"

বর্তমানে রাজনীতির ক্ষেত্রে মুসলিমদের প্রতিনিধিত্বও সে ভাবে থাকছে না বলে মন্তব্য করে তিনি বলেছেন, "আমাদের আটজন সাংসদের মধ্যে দু জন মুসলিম ও একজন মহিলা ৷" মুসলিমদের সংরক্ষণের পক্ষে সওয়াল করে পাওয়ার বলেন, কী ভাবে তা করা সম্ভব সেটা বসে আলোচনা করা দরকার ৷

আরও পড়ুন: বিরোধীদের বিরুদ্ধে মামলা, তাঁদের গ্রেফতার করাই বোধহয় কেন্দ্রের প্রধান প্রকল্প: পাওয়ার

এ দিন তিনি উর্দু ভাষারও ভূয়সী প্রশংসা করেন ৷ পাওয়ারের কথায়, "আমি উর্দুর ভাষার বিরোধী নই ৷ উর্দু খুবই ভালো একটা ভাষা ৷ আমরা যদি সরকারি চাকরিপ্রার্থীদের তালিকা দেখি, তাহলে সেখানে দেখব মুসলিমদের প্রতিনিধিত্ব কম ৷" মুসলিমদের যোগ্যতা রয়েছে, কিন্তু তাঁদের সমান সুযোগ করে দেওয়ার জন্য সাহায্যের প্রয়োজন বলে মত এনসিপি প্রধানের ৷ তাঁর দল সর্বদা সংখ্যালঘু মুসলিমদের সমান প্রতিনিধিত্বে বিশ্বাসী বলে দাবি করেছেন তিনি ৷

মুম্বই, 9 অক্টোবর: বলিউডকে শীর্ষে তোলার ক্ষেত্রে মুসলিমদের অবদান সবচেয়ে বেশি (Pawar Praises Muslims)৷ তাঁদের অবদানকে কোনও ভাবেই অস্বীকার করা যাবে না (Contribution of Muslims in Bollywood)৷ দাবি ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রধান শরদ পাওয়ারের (Sharad Pawar)৷

নাগপুরে বিদর্ভ মুসলিম ইন্টেলেকচুয়াল ফোরাম আয়োজিত একটি সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে শরদ পাওয়ার বলেন, "শিল্প, লেখালেখি বা কাব্য - সব ক্ষেত্রেই সবচেয়ে বড় অবদান এসেছে সংখ্যালঘু মুসলিমদের থেকে ৷" এ প্রসঙ্গে তাঁর দাবি, বলিউডের শীর্ষে উত্তরণের ক্ষেত্রে মুসলিমদের অবদান সর্বাধিক ৷ এ ক্ষেত্রে মুসলিমদের অবদানের কথা কোনও ভাবেই অস্বীকার করা যাবে না ৷

দেশের মোট জনসংখ্যার একটা বড় অংশ মুসলিম হলেও তাঁরা তাঁদের প্রাপ্যগুলি সঠিক ভাবে পায় না এবং তাঁদের চাহিদাগুলি মেটানো হয় না বলেও মত এনসিপি প্রধানের ৷ তাঁর কথায়, "আমি আবার যখন এখানে আসব, তখন আপনাদের সমস্যাগুলি নিয়ে আলোচনা করার জন্য আমি প্রস্তুত ৷"

বর্তমানে রাজনীতির ক্ষেত্রে মুসলিমদের প্রতিনিধিত্বও সে ভাবে থাকছে না বলে মন্তব্য করে তিনি বলেছেন, "আমাদের আটজন সাংসদের মধ্যে দু জন মুসলিম ও একজন মহিলা ৷" মুসলিমদের সংরক্ষণের পক্ষে সওয়াল করে পাওয়ার বলেন, কী ভাবে তা করা সম্ভব সেটা বসে আলোচনা করা দরকার ৷

আরও পড়ুন: বিরোধীদের বিরুদ্ধে মামলা, তাঁদের গ্রেফতার করাই বোধহয় কেন্দ্রের প্রধান প্রকল্প: পাওয়ার

এ দিন তিনি উর্দু ভাষারও ভূয়সী প্রশংসা করেন ৷ পাওয়ারের কথায়, "আমি উর্দুর ভাষার বিরোধী নই ৷ উর্দু খুবই ভালো একটা ভাষা ৷ আমরা যদি সরকারি চাকরিপ্রার্থীদের তালিকা দেখি, তাহলে সেখানে দেখব মুসলিমদের প্রতিনিধিত্ব কম ৷" মুসলিমদের যোগ্যতা রয়েছে, কিন্তু তাঁদের সমান সুযোগ করে দেওয়ার জন্য সাহায্যের প্রয়োজন বলে মত এনসিপি প্রধানের ৷ তাঁর দল সর্বদা সংখ্যালঘু মুসলিমদের সমান প্রতিনিধিত্বে বিশ্বাসী বলে দাবি করেছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.