মুম্বই, 29 নভেম্বর: 'লিও' দ্য মুম্বই পুলিশ ৷ চমকে দিল মায়ানগরীকে ৷ ছেলেকে খুঁজে না-পাওয়ায় মায়ের অবস্থা যে কী হয় তা হয়তো ও বুঝতে পেরেছিল ৷ তাই দেড় ঘণ্টার মধ্যে বছর ছ'য়ের নিখোঁজ থাকা বালককে খুঁজে বার করল ৷ লিও মুম্বই পুলিশে কর্মরত ৷ তার এমন অবাক করা কাণ্ডে খুশি মায়ানগরী ৷
পুলিশ কুকুর বাহিনীতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক অপরাধের প্রমাণ খুঁজতে লিওদের ব্যবহার করা হয়। সেরকমই এক ঘটনা ঘটে 23 নভেম্বর বৃহস্পতিবার ৷ সেদিন রাত আটটার দিকে আন্ধেরি পূর্বের কেবিএম কম্পাউন্ড বস্তি থেকে নিখোঁজ হয়ে যায় বছর ছ'য়ের এক বালক ৷ তার পরিবারের সঙ্গে সে ওই এলাকায় থাকত ৷ তার মা বিমলা, একজন গৃহবধূ ৷ ছেলেকে আগের রাত থেকে নিখোঁজ থাকায় 24 নভেম্বর বেলা সাড়ে বারোটার দিকে থানায় ছুটে যান ৷ অভিযোগ দায়ের করেন যে তাঁর ছয় বছরের ছেলে নিখোঁজ আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ।
বিমলাদেবী জানান, সে যখন নিখোঁজ হওয়ার সময় পাশেই খেলা করছিল ৷ মা যখন অভিযোগ দায়ের করতে পওয়াই থানায় যান, তখন তাঁর অভিযোগ রেকর্ড করার পরে ভারতীয় দণ্ডবিধির 363 ধারার অধীনে একটি মামলা দায়ের করা হয়। এরপরই পুলিশ অবিলম্বে ঘটনাস্থলে গিয়ে নাইট শিফটের দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক বিজয় দলভি ও সহকারী পুলিশ পরিদর্শক বিনোদ লাড এবং ক্রাইম স্কোয়াড এবং পওয়াই থানার আধিকারিকরা তদন্ত শুরু করে। মূল কন্ট্রোল রুম অল রিজন কন্ট্রোল, ট্রাফিক কন্ট্রোল রুমের মাধ্যমে বাচ্চাটির বিস্তারিত তথ্য ও বর্ণনা দেওয়া হয় ৷
যেহেতু ঘটনাস্থলে একটি বস্তি এলাকা ৷ সেখানে কোনও ক্যামেরা ছিল না, তাই ছেলেটিকে খুঁজে বের করার জন্য অবিলম্বে একটি কুকুর দলকে ডাকা হয়েছিল। লিও ছিল সেই দলে ৷ নিখোঁজ ছেলেটির বাড়িতে নিয়ে যাওয়ার পর তার একটা পরা টি-শার্ট শোঁকানো হয় ৷ এরপরই 90 মিনিটের মধ্যে 24 নভেম্বর ভোর 4টের দিকে অশোক টাওয়ার কাছে আম্বেদকর উদ্যানে সুস্থ অবস্থায় পাওয়া যায়। পরবর্তী তদন্ত আরও চলছে পুলিশের তরফে ৷
আরও পড়ুন: