ETV Bharat / bharat

Mumbai Man Duped: প্রাক্তন আফগান ফার্স্ট লেডি পরিচয়ে সাইবার প্রতারণা, মুম্বইয়ের বৃদ্ধ খোয়ালেন 5 লক্ষ টাকা

মুম্বইয়ের আন্ধেরির বাসিন্দা 71 বছরের রমেশ কুমার শাহ ৷ তিনি 5 লক্ষ টাকা খুইয়েছেন সাইবার প্রতারণায় ৷ তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷

Mumbai Man Duped
Mumbai Man Duped
author img

By

Published : Apr 10, 2023, 3:59 PM IST

মুম্বই, 10 এপ্রিল: সাইবার প্রতারণার শিকার হলেন মুম্বইয়ের 71 বছর বয়সী এক ব্যক্তি ৷ আফগানিস্তানের প্রাক্তন ফার্স্ট লেডি পরিচয় দিয়ে এক মহিলা তাঁর থেকে 5 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ ৷ সোমবার পুলিশ এই তথ্য দিয়েছে ৷ তারা জানিয়েছে, গত 8 এপ্রিল বিষয়টি সামনে আসে যখন আন্ধেরির বাসিন্দা ওই বৃদ্ধ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ৷

পুলিশ জানিয়েছে, প্রতারণার শিকার হওয়া ওই বৃদ্ধের নাম রমেশ কুমার শাহ ৷ তিনি পুলিশকে জানিয়েছেন যে গত 18 ফেব্রুয়ারি তিনি একটি ইমেল পান ৷ ইমেল প্রেরকের নাম রুলা গনি ৷ তিনি নিজেকে আফগানিস্তানের প্রাক্তন ফার্স্ট লেডি হিসেবে দাবি করেন ৷ আর রমেশের কাছ থেকে সাহায্য চান ৷ রমেশ ওই ইমেলের উত্তর দেন ৷ তখন ওই মহিলা জানান যে তিনি ভারতে 22 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে চান ৷ তাই তিনি রমেশের সাহায্য চাইছেন ৷

পুলিশের কাছে রমেশ জানিয়েছে যে ইমেল প্রেরক তাঁকে জানান 22 মিলিয়ন ডলারের 25 শতাংশ তিনি পাবেন ৷ বাকিটা তাঁকে বিনিয়োগ করতে হবে ৷ লাভ যা হবে, তাঁদের মধ্যে ভাগাভাগি হবে ৷ ওই মহিলা রমেশকে পাসপোর্টের ছবি, নিজের দু’টো ছবি এবং 22 মিলিয়ন মার্কিন ডলার জমা দেওয়ার একটি প্রমাণও দেখান ৷ তাতেই বিশ্বাস করেন রমেশ ৷

এর পর তাঁকে জানানো হয় যে ইন্দোনেশিয়ার একটি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর তাঁর সঙ্গে যোগাযোগ করবেন ৷ এর পর তাঁর কাছে আন্তর্জাতিক ফোন নম্বর থেকে একটি হোয়াটসঅ্যাপ কল আসে ৷ ফোনের ওপারে যিনি ছিলেন, তিনি নিজেকে রুলার প্রতিনিধি হিসেবে দাবি করেন ৷ ফলে রমেশের কাছে বিষয়টি আরও বিশ্বাসযোগ্য ওঠে ৷

ওই ব্যক্তি রমেশকে জানান, লেনদেনের জন্য ইন্দোনেশিয়ার ব্যাংকে তাঁকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে ৷ অ্য়াকাউন্ট খোলার পর তাঁকে 360 মার্কিন ডলার জমা করতে হবে ৷ কিছুদিন পর তাঁকে জানানো হয় যে আরও কিছু টাকা জমা করতে হবে ওই অ্যাকাউন্টে ৷ তাহলে সেটি অফশোর অ্যাকাউন্ট থেকে লোকাল অ্যাকাউন্টে পরিণত হবে ৷ সেই টাকা জমা করার সময়ই 5 লক্ষ টাকা খোয়ান রমেশ ৷

এর পর ওই ফোন নম্বরের সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি রমেশ ৷ কিছুদিন পর তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন ৷ তখনই তিনি পুলিশের দ্বারস্থ হন ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷ প্রতারকের আসল পরিচয় জানার চেষ্টা চলছে বলে পুলিশের তরফে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: থানার অফিসার পরিচয় দিয়ে ব্যবসায়ীর কাছ থেকে লক্ষাধিক টাকা হাতানোর অভিযোগ

মুম্বই, 10 এপ্রিল: সাইবার প্রতারণার শিকার হলেন মুম্বইয়ের 71 বছর বয়সী এক ব্যক্তি ৷ আফগানিস্তানের প্রাক্তন ফার্স্ট লেডি পরিচয় দিয়ে এক মহিলা তাঁর থেকে 5 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ ৷ সোমবার পুলিশ এই তথ্য দিয়েছে ৷ তারা জানিয়েছে, গত 8 এপ্রিল বিষয়টি সামনে আসে যখন আন্ধেরির বাসিন্দা ওই বৃদ্ধ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ৷

পুলিশ জানিয়েছে, প্রতারণার শিকার হওয়া ওই বৃদ্ধের নাম রমেশ কুমার শাহ ৷ তিনি পুলিশকে জানিয়েছেন যে গত 18 ফেব্রুয়ারি তিনি একটি ইমেল পান ৷ ইমেল প্রেরকের নাম রুলা গনি ৷ তিনি নিজেকে আফগানিস্তানের প্রাক্তন ফার্স্ট লেডি হিসেবে দাবি করেন ৷ আর রমেশের কাছ থেকে সাহায্য চান ৷ রমেশ ওই ইমেলের উত্তর দেন ৷ তখন ওই মহিলা জানান যে তিনি ভারতে 22 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে চান ৷ তাই তিনি রমেশের সাহায্য চাইছেন ৷

পুলিশের কাছে রমেশ জানিয়েছে যে ইমেল প্রেরক তাঁকে জানান 22 মিলিয়ন ডলারের 25 শতাংশ তিনি পাবেন ৷ বাকিটা তাঁকে বিনিয়োগ করতে হবে ৷ লাভ যা হবে, তাঁদের মধ্যে ভাগাভাগি হবে ৷ ওই মহিলা রমেশকে পাসপোর্টের ছবি, নিজের দু’টো ছবি এবং 22 মিলিয়ন মার্কিন ডলার জমা দেওয়ার একটি প্রমাণও দেখান ৷ তাতেই বিশ্বাস করেন রমেশ ৷

এর পর তাঁকে জানানো হয় যে ইন্দোনেশিয়ার একটি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর তাঁর সঙ্গে যোগাযোগ করবেন ৷ এর পর তাঁর কাছে আন্তর্জাতিক ফোন নম্বর থেকে একটি হোয়াটসঅ্যাপ কল আসে ৷ ফোনের ওপারে যিনি ছিলেন, তিনি নিজেকে রুলার প্রতিনিধি হিসেবে দাবি করেন ৷ ফলে রমেশের কাছে বিষয়টি আরও বিশ্বাসযোগ্য ওঠে ৷

ওই ব্যক্তি রমেশকে জানান, লেনদেনের জন্য ইন্দোনেশিয়ার ব্যাংকে তাঁকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে ৷ অ্য়াকাউন্ট খোলার পর তাঁকে 360 মার্কিন ডলার জমা করতে হবে ৷ কিছুদিন পর তাঁকে জানানো হয় যে আরও কিছু টাকা জমা করতে হবে ওই অ্যাকাউন্টে ৷ তাহলে সেটি অফশোর অ্যাকাউন্ট থেকে লোকাল অ্যাকাউন্টে পরিণত হবে ৷ সেই টাকা জমা করার সময়ই 5 লক্ষ টাকা খোয়ান রমেশ ৷

এর পর ওই ফোন নম্বরের সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি রমেশ ৷ কিছুদিন পর তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন ৷ তখনই তিনি পুলিশের দ্বারস্থ হন ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷ প্রতারকের আসল পরিচয় জানার চেষ্টা চলছে বলে পুলিশের তরফে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: থানার অফিসার পরিচয় দিয়ে ব্যবসায়ীর কাছ থেকে লক্ষাধিক টাকা হাতানোর অভিযোগ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.