ETV Bharat / bharat

Naqvi Resigns From Modi Cabinet: মোদি-মন্ত্রিসভা থেকে ইস্তফা মুখতার আব্বাস নকভির - Prime Minister Narendra Modi

বুধবার নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন মুখতার আব্বাস নকভি (Mukhtar Abbas Naqvi Resigns From Narendra Modi Cabinet) ৷ তাঁর সঙ্গেই মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন জেডিইউ-এর আরসিপি সিং ৷

mukhtar-abbas-naqvi-resigns-from-narendra-modi-cabinet
Naqvi Resigns From Modi Cabinet: মোদি-মন্ত্রিসভা থেকে ইস্তফা মুখতার আব্বাস নকভির
author img

By

Published : Jul 6, 2022, 7:05 PM IST

নয়াদিল্লি, 7 জুন : নরেন্দ্র মোদির মন্ত্রিসভা (Narendra Modi Cabinet) থেকে ইস্তফা দিলেন মুখতার আব্বাস নকভি (Mukhtar Abbas Naqvi) ৷ বুধবার তিনি পদত্যাগ করেছেন ৷ শুধু তিনি নন, মোদি মন্ত্রিসভার আরও এক সদস্য এদিন পদত্যাগ করেছেন ৷ তিনি জেডিইউ-এর আরসিপি সিং (JDU Leader RCP Singh) ৷

বিজেপির মুখতার আব্বাস নকভি ছিলেন কেন্দ্রের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী ৷ আরসিপি সিং ইস্পাত মন্ত্রকের দায়িত্বে ছিলেন ৷ এই দু’জনই ছিলেন রাজ্যসভার (Rajya Sabha) সাংসদ ৷ আগামিকাল সংসদের উচ্চকক্ষে তাঁদের সদস্যপদের মেয়াদ শেষ হচ্ছে ৷ সেই কারণেই তাঁরা পদত্যাগ করেছেন বলে খবর ৷

সংসদের একটি সূত্র থেকে জানা গিয়েছে যে এই প্রথম এমন ঘটনা ঘটল ৷ এর আগে কেন্দ্রীয় মন্ত্রিসভার কোনও সদস্য সংসদের দুই কক্ষের সাংসদ পদ হারালেন ৷

যদিও তাঁরা আরও ছ‘মাস মন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যেতে পারতেন ৷ কিন্তু মন্ত্রিত্ব ধরে রাখতে এই ছ’মাসের মধ্যে তাঁদের ভোটে জিতে লোকসভা (Lok Sabha) ও অথবা রাজ্যসভার সদস্য হতে হত ৷ রাজনৈতিক মহলের মতে, সেটা সম্ভব নয় বলেই দু’জন ইস্তফা দিলেন ৷

সম্প্রতি বেশ কয়েকটি রাজ্যে রাজ্যসভার ভোট হয়েছে ৷ লোকসভার উপ-নির্বাচনও হয়েছে ৷ কিন্তু বিজেপি নকভিকে প্রার্থী করেনি ৷ নয়াদিল্লির রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, নকভিকে উপ-রাষ্ট্রপতি পদে প্রার্থী করতে পারে বিজেপি ৷ সেই কারণেই তাঁকে নতুন করে সাংসদ করা হয়নি ৷

অন্যদিকে 2019 সালে যখন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) দ্বিতীয়বার শপথ নেন, সেই সময় নীতীশ কুমারের (Bihar CM Nitish Kumar) জেডিইউ মন্ত্রিসভায় সামিল হয়নি ৷ কিন্তু 2021 সালের জুলাই যখন মোদি মন্ত্রিসভার রদবদল হয়, সেই সময় জেডিইউয়ের তরফে আরসিপি সিং মন্ত্রী হন ৷

কিন্তু এবার বিহার থেকে রাজ্যসভার ভোটে তাঁকে টিকিট দেননি নীতীশ কুমার ৷ তাই তাঁর সদস্যপদ শেষ হয়ে গেল ৷ ফলে পদত্যাগ করতে হল মন্ত্রিসভা থেকে ৷

আরও পড়ুন : তপশিলি জাতিকে অপমান করেছে তৃণমূল, এই অভিযোগে কমিশনে বিজেপি

নয়াদিল্লি, 7 জুন : নরেন্দ্র মোদির মন্ত্রিসভা (Narendra Modi Cabinet) থেকে ইস্তফা দিলেন মুখতার আব্বাস নকভি (Mukhtar Abbas Naqvi) ৷ বুধবার তিনি পদত্যাগ করেছেন ৷ শুধু তিনি নন, মোদি মন্ত্রিসভার আরও এক সদস্য এদিন পদত্যাগ করেছেন ৷ তিনি জেডিইউ-এর আরসিপি সিং (JDU Leader RCP Singh) ৷

বিজেপির মুখতার আব্বাস নকভি ছিলেন কেন্দ্রের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী ৷ আরসিপি সিং ইস্পাত মন্ত্রকের দায়িত্বে ছিলেন ৷ এই দু’জনই ছিলেন রাজ্যসভার (Rajya Sabha) সাংসদ ৷ আগামিকাল সংসদের উচ্চকক্ষে তাঁদের সদস্যপদের মেয়াদ শেষ হচ্ছে ৷ সেই কারণেই তাঁরা পদত্যাগ করেছেন বলে খবর ৷

সংসদের একটি সূত্র থেকে জানা গিয়েছে যে এই প্রথম এমন ঘটনা ঘটল ৷ এর আগে কেন্দ্রীয় মন্ত্রিসভার কোনও সদস্য সংসদের দুই কক্ষের সাংসদ পদ হারালেন ৷

যদিও তাঁরা আরও ছ‘মাস মন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যেতে পারতেন ৷ কিন্তু মন্ত্রিত্ব ধরে রাখতে এই ছ’মাসের মধ্যে তাঁদের ভোটে জিতে লোকসভা (Lok Sabha) ও অথবা রাজ্যসভার সদস্য হতে হত ৷ রাজনৈতিক মহলের মতে, সেটা সম্ভব নয় বলেই দু’জন ইস্তফা দিলেন ৷

সম্প্রতি বেশ কয়েকটি রাজ্যে রাজ্যসভার ভোট হয়েছে ৷ লোকসভার উপ-নির্বাচনও হয়েছে ৷ কিন্তু বিজেপি নকভিকে প্রার্থী করেনি ৷ নয়াদিল্লির রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, নকভিকে উপ-রাষ্ট্রপতি পদে প্রার্থী করতে পারে বিজেপি ৷ সেই কারণেই তাঁকে নতুন করে সাংসদ করা হয়নি ৷

অন্যদিকে 2019 সালে যখন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) দ্বিতীয়বার শপথ নেন, সেই সময় নীতীশ কুমারের (Bihar CM Nitish Kumar) জেডিইউ মন্ত্রিসভায় সামিল হয়নি ৷ কিন্তু 2021 সালের জুলাই যখন মোদি মন্ত্রিসভার রদবদল হয়, সেই সময় জেডিইউয়ের তরফে আরসিপি সিং মন্ত্রী হন ৷

কিন্তু এবার বিহার থেকে রাজ্যসভার ভোটে তাঁকে টিকিট দেননি নীতীশ কুমার ৷ তাই তাঁর সদস্যপদ শেষ হয়ে গেল ৷ ফলে পদত্যাগ করতে হল মন্ত্রিসভা থেকে ৷

আরও পড়ুন : তপশিলি জাতিকে অপমান করেছে তৃণমূল, এই অভিযোগে কমিশনে বিজেপি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.