ETV Bharat / bharat

Ambani in Kedarnath: বদ্রীনাথ মন্দিরে সপরিবারে মুকেশ, দিলেন 5 কোটির অনুদান - বদ্রীনাথ মন্দিরে সপরিবারে মুকেশ

বদ্রীনাথ মন্দিরে ঘুরতে গিয়েছেন শিল্পপতি মুকেশ অম্বানি ৷ সঙ্গে রয়েছে পরিবারও (Mukesh Ambani visits Badrinath Temple) ৷

Mukesh Ambani
ETV Bharat
author img

By

Published : Oct 13, 2022, 1:18 PM IST

বদরিনাথ, 13 অক্টোবর: বদ্রীনাথ মন্দিরে 5 কোটি টাকা অনুদান দিলেন মুকেশ অম্বানি ৷ বৃহস্পতিবার রিলায়্যান্স ইন্ডাসট্রিজের চেয়ারম্যান সপরিবার বদ্রীনাথে বেড়াতে যান ৷ সেখানে তিনি এই বিশাল অঙ্কের টাকা মন্দিরে দান করেন ৷ এর মধ্যে, বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটিও তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে (Mukesh Ambani visits Badrinath temple) ৷

এর আগে কেরলের গুরুভায়ুর মন্দিরে দেড় কোটির অনুদান দেন মুকেশ । মন্দিরে গিয়ে দর্শন করার পর আধিকারিকদের হাতে এই অর্থ তুলে দেন তিনি । সঙ্গে ছিলেন তাঁর কনিষ্ঠ পুত্রের বাগদত্তাও । মন্দিরের আধিকারিকরা তাঁকে জানান, তাঁরা এখানে একটি অত্যাধুনিক স্বাস্থ্যকেন্দ্র তৈরির করতে চান তার জন্য দরকার প্রায় 50 কোটি টাকা । এই ব্যাপারেই মুকেশ আম্বানির সাহায্য চায় মন্দির। তিনি বিষয়টি ভেবে দেখবেন বলে আশ্বাস দেন ।

বদরিনাথ, 13 অক্টোবর: বদ্রীনাথ মন্দিরে 5 কোটি টাকা অনুদান দিলেন মুকেশ অম্বানি ৷ বৃহস্পতিবার রিলায়্যান্স ইন্ডাসট্রিজের চেয়ারম্যান সপরিবার বদ্রীনাথে বেড়াতে যান ৷ সেখানে তিনি এই বিশাল অঙ্কের টাকা মন্দিরে দান করেন ৷ এর মধ্যে, বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটিও তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে (Mukesh Ambani visits Badrinath temple) ৷

এর আগে কেরলের গুরুভায়ুর মন্দিরে দেড় কোটির অনুদান দেন মুকেশ । মন্দিরে গিয়ে দর্শন করার পর আধিকারিকদের হাতে এই অর্থ তুলে দেন তিনি । সঙ্গে ছিলেন তাঁর কনিষ্ঠ পুত্রের বাগদত্তাও । মন্দিরের আধিকারিকরা তাঁকে জানান, তাঁরা এখানে একটি অত্যাধুনিক স্বাস্থ্যকেন্দ্র তৈরির করতে চান তার জন্য দরকার প্রায় 50 কোটি টাকা । এই ব্যাপারেই মুকেশ আম্বানির সাহায্য চায় মন্দির। তিনি বিষয়টি ভেবে দেখবেন বলে আশ্বাস দেন ।

আরও পড়ুন: মতবিরোধ সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চে, অব্যাহত হিজাব নিয়ে অচলাবস্থা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.