আগ্রা, 17 জানুয়ারি: আগামী 22 জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন উপলক্ষ্য়ে রামনামে মেতে আছে সারা দেশ ৷ এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের আগ্রার প্রবীণ ইতিহাসবিদ রাজ কিশোর 'রাজে' জানালেন ভগবান শ্রীরামের ছবি দেওয়া মুদ্রা মুঘল আমলে ছিল ৷ সম্রাট আকবর তা তৈরি করেছিলেন ৷ এমনকী ব্রিটিশ আমলেও ছিল রাম-সীতার ছবি দেওয়া মুদ্রা ৷ যদিও এই আকবরই মুদ্রা থেকে মা লক্ষ্মীর ছবি সরিয়ে দিয়েছিলেন ৷
প্রবীণ ইতিহাসবিদ রাজ কিশোর 'রাজে'র বক্তব্য অনুযায়ী ভারতে মুদ্রার ইতিহাস ঘাঁটলে বিচিত্র সব তথ্য পাওয়া যায় ৷ তার মধ্যে অন্যতম ‘রাম টাকা’ ৷ ভগবান শ্রীরামের ছবি দেওয়া এই মুদ্রা প্রচলন করেছিলেন মুঘল সম্রাট আকবর ৷ রাজে জানিয়েছেন, আগ্রা ছিল মুঘলদের রাজধানী । মুঘল আমলে আগ্রা দুর্গে ও ফতেপুর সিক্রির টাঁকশাল ছিল সবচেয়ে বড় । যেখানে সোনা ও রুপোর মুদ্রা তৈরি করা হত ।
রাজ কিশোরের কথা অনুযায়ী, আকবর আগ্রা ফোর্টের টাঁকশালে ভগবান রাম ও সীতার ছবিযুক্ত একটি মুদ্রা পান । এরপর আকবর 1604-05 সালে তাঁর শাসনের 50 বছর পূর্তিতে ‘রাম টাকা’ তৈরি করেছিলেন । সেই মুদ্রার উপরে ধনুক ও তীর-সহ ভগবান রাম ও সীতার মূর্তি ছিল । মুঘল আমলে প্রচলিত হওয়া এটাই একমাত্র মুদ্রা, যেখানে ভগবান রামের ছবি ছিল ৷
প্রবীণ এই ইতিহাসবিদ আরও জানিয়েছেন, আকবর এই মুদ্রাগুলি সোনা ও রুপো দিয়ে তৈরি করেছিলেন । এসব মুদ্রার একপাশে রাম-সীতা এবং অন্যপাশে মুদ্রার টাঁকশাল লেখা রয়েছে । পরমেশ্বরী লাল গুপ্ত তাঁর 'মুদ্রা' গ্রন্থে এর উল্লেখ করেছেন । এখন এই ধরনের মুদ্রা আর মাত্র তিনটিই রয়েছে ৷ এর মধ্যে দু’টি সোনার ও একটি রুপোর । ইংল্যান্ডের ক্লাসিক্যাল নিউমিসম্যাটিক গ্রুপে রুপোর মুদ্রাটি বিক্রি হয়েছিল 1 লাখ 40 হাজার ডলারে ।
তিনি আরও জানান, আকবর রাম-সীতার মূর্তি দেওয়া মুদ্রা তৈরি করলেও তাঁর শাসনকালেই মুদ্রা থেকে লক্ষ্মীর ছবি সরিয়ে দেওয়া হয় ৷ ওই মুদ্রার প্রচলন করেছিলেন পৃথ্বীরাজ চৌহান । পরে পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে ভারতে শাসন প্রতিষ্ঠা করেছিলেন মহম্মদ ঘোরি ৷ সেটাই ভারতে মুসলিম শাসনের সূচনা ৷ তার পর একে একে ভারত শাসন করেছেন আলাউদ্দিন খিলজি, বলওয়ান, শেরশাহ সুরি, সিকান্দার লোদি, বাবর এবং হুমায়ুন প্রমুখ ৷ কিন্তু কেউই লক্ষ্মীর মূর্তি দেওয়া ওই মুদ্রা বন্ধ করেননি ৷ প্রায় 500 বছর ধরে ওই মুদ্রা প্রচলিত ছিল ৷
কিন্তু আকবর তা সরিয়ে দেন ৷ বদলে যে মুদ্রা তিনি প্রচলন করেন, তাতে লেখা ছিল ‘আল্লাহ হো আকবর’ ৷ এই তথ্য রাগেন্দ্র রাঘব তাঁর 'গ্রন্থাবলী' দশ গ্রন্থে উল্লেখ করেছেন বলে জানিয়েছেন ইতিহাসবিদ রাজে । একই সঙ্গে তিনি বলেন, ‘‘এর সঙ্গে আমার 'হকিকত-ই-আকবর' গ্রন্থেও এই তথ্য আছে ।
প্রবীণ ইতিহাসবিদ রাজ কিশোর 'রাজে' আরও জানান, ব্রিটিশরা যখন ভারতে ব্যবসা করতে এসেছিল, কিছুদিনের মধ্যে তারা বুঝতে পেরেছিল যে ভারতে হিন্দুত্বের অনেক প্রভাব রয়েছে । তাই তার রাম নামের আশ্রয় নেয় । বাণিজ্যের জন্য ব্রিটিশরা 1717 সালে বাংলায় ভগবান রাম ও সীতার ছবি-সহ মুদ্রা তৈরি করেছিল । যার মূল্য ছিল আধ আনা । ব্রিটিশরা প্রথমে এই মুদ্রা নিয়ে ব্যবসা করত । আওরঙ্গজেবের মৃত্যুর 13 বছর পর ব্রিটিশরা এই মুদ্রা তৈরি করেছিল ।
আরও পড়ুন: