ETV Bharat / bharat

মুদ্রা থেকে লক্ষ্মীর ছবি সরান আকবর, তিনিই আবার প্রচলন করেন ‘রাম টাকা’ - আকবর

Akbar Ram Taka Coin: মুঘল সম্রাট থাকাকালীন আকবর মুদ্রা থেকে লক্ষ্মীর ছবি সরিয়ে দেন ৷ তিনিই আবার তাঁর শাসনকালের 50 বছর পূর্তিতে রাম টাকা প্রচলন করেছিলেন ৷ ব্রিটিশরাও বাংলায় রাম-সীতার ছবি দেওয়া মুদ্রার প্রচলন করেছিলেন ৷

Akbar Ram Taka Coin
Akbar Ram Taka Coin
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 17, 2024, 2:18 PM IST

আগ্রা, 17 জানুয়ারি: আগামী 22 জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন উপলক্ষ্য়ে রামনামে মেতে আছে সারা দেশ ৷ এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের আগ্রার প্রবীণ ইতিহাসবিদ রাজ কিশোর 'রাজে' জানালেন ভগবান শ্রীরামের ছবি দেওয়া মুদ্রা মুঘল আমলে ছিল ৷ সম্রাট আকবর তা তৈরি করেছিলেন ৷ এমনকী ব্রিটিশ আমলেও ছিল রাম-সীতার ছবি দেওয়া মুদ্রা ৷ যদিও এই আকবরই মুদ্রা থেকে মা লক্ষ্মীর ছবি সরিয়ে দিয়েছিলেন ৷

প্রবীণ ইতিহাসবিদ রাজ কিশোর 'রাজে'র বক্তব্য অনুযায়ী ভারতে মুদ্রার ইতিহাস ঘাঁটলে বিচিত্র সব তথ্য পাওয়া যায় ৷ তার মধ্যে অন্যতম ‘রাম টাকা’ ৷ ভগবান শ্রীরামের ছবি দেওয়া এই মুদ্রা প্রচলন করেছিলেন মুঘল সম্রাট আকবর ৷ রাজে জানিয়েছেন, আগ্রা ছিল মুঘলদের রাজধানী । মুঘল আমলে আগ্রা দুর্গে ও ফতেপুর সিক্রির টাঁকশাল ছিল সবচেয়ে বড় । যেখানে সোনা ও রুপোর মুদ্রা তৈরি করা হত ।

Akbar Ram Taka Coin
আকবরের আমলে তৈরি হওয়া মুদ্রা

রাজ কিশোরের কথা অনুযায়ী, আকবর আগ্রা ফোর্টের টাঁকশালে ভগবান রাম ও সীতার ছবিযুক্ত একটি মুদ্রা পান । এরপর আকবর 1604-05 সালে তাঁর শাসনের 50 বছর পূর্তিতে ‘রাম টাকা’ তৈরি করেছিলেন । সেই মুদ্রার উপরে ধনুক ও তীর-সহ ভগবান রাম ও সীতার মূর্তি ছিল । মুঘল আমলে প্রচলিত হওয়া এটাই একমাত্র মুদ্রা, যেখানে ভগবান রামের ছবি ছিল ৷

Akbar Ram Taka Coin
আকবরের আমলে তৈরি হওয়া মুদ্রা

প্রবীণ এই ইতিহাসবিদ আরও জানিয়েছেন, আকবর এই মুদ্রাগুলি সোনা ও রুপো দিয়ে তৈরি করেছিলেন । এসব মুদ্রার একপাশে রাম-সীতা এবং অন্যপাশে মুদ্রার টাঁকশাল লেখা রয়েছে । পরমেশ্বরী লাল গুপ্ত তাঁর 'মুদ্রা' গ্রন্থে এর উল্লেখ করেছেন । এখন এই ধরনের মুদ্রা আর মাত্র তিনটিই রয়েছে ৷ এর মধ্যে দু’টি সোনার ও একটি রুপোর । ইংল্যান্ডের ক্লাসিক্যাল নিউমিসম্যাটিক গ্রুপে রুপোর মুদ্রাটি বিক্রি হয়েছিল 1 লাখ 40 হাজার ডলারে ।

Akbar Ram Taka Coin
মুঘল সম্রাট আকবর

তিনি আরও জানান, আকবর রাম-সীতার মূর্তি দেওয়া মুদ্রা তৈরি করলেও তাঁর শাসনকালেই মুদ্রা থেকে লক্ষ্মীর ছবি সরিয়ে দেওয়া হয় ৷ ওই মুদ্রার প্রচলন করেছিলেন পৃথ্বীরাজ চৌহান । পরে পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে ভারতে শাসন প্রতিষ্ঠা করেছিলেন মহম্মদ ঘোরি ৷ সেটাই ভারতে মুসলিম শাসনের সূচনা ৷ তার পর একে একে ভারত শাসন করেছেন আলাউদ্দিন খিলজি, বলওয়ান, শেরশাহ সুরি, সিকান্দার লোদি, বাবর এবং হুমায়ুন প্রমুখ ৷ কিন্তু কেউই লক্ষ্মীর মূর্তি দেওয়া ওই মুদ্রা বন্ধ করেননি ৷ প্রায় 500 বছর ধরে ওই মুদ্রা প্রচলিত ছিল ৷

Akbar Ram Taka Coin
ব্রিটিশদের তৈরি আধ আনা

কিন্তু আকবর তা সরিয়ে দেন ৷ বদলে যে মুদ্রা তিনি প্রচলন করেন, তাতে লেখা ছিল ‘আল্লাহ হো আকবর’ ৷ এই তথ্য রাগেন্দ্র রাঘব তাঁর 'গ্রন্থাবলী' দশ গ্রন্থে উল্লেখ করেছেন বলে জানিয়েছেন ইতিহাসবিদ রাজে । একই সঙ্গে তিনি বলেন, ‘‘এর সঙ্গে আমার 'হকিকত-ই-আকবর' গ্রন্থেও এই তথ্য আছে ।

Akbar Ram Taka Coin
ব্রিটিশদের তৈরি আধ আনা

প্রবীণ ইতিহাসবিদ রাজ কিশোর 'রাজে' আরও জানান, ব্রিটিশরা যখন ভারতে ব্যবসা করতে এসেছিল, কিছুদিনের মধ্যে তারা বুঝতে পেরেছিল যে ভারতে হিন্দুত্বের অনেক প্রভাব রয়েছে । তাই তার রাম নামের আশ্রয় নেয় । বাণিজ্যের জন্য ব্রিটিশরা 1717 সালে বাংলায় ভগবান রাম ও সীতার ছবি-সহ মুদ্রা তৈরি করেছিল । যার মূল্য ছিল আধ আনা । ব্রিটিশরা প্রথমে এই মুদ্রা নিয়ে ব্যবসা করত । আওরঙ্গজেবের মৃত্যুর 13 বছর পর ব্রিটিশরা এই মুদ্রা তৈরি করেছিল ।

আরও পড়ুন:

  1. প্রাণ প্রতিষ্ঠার আগে চালু কলকাতা-অযোধ্যা উড়ান, রামরাজ্যে পৌঁছবেন কতক্ষণে ?
  2. বাংলা-সহ 13টি ভাষায় লেখা 'জয় শ্রী রাম', সীতা মায়ের জন্য বিশেষ শাড়ি বুনল অন্ধ্রের দুই পরিবার
  3. রামলালার প্রাণ প্রতিষ্ঠায় মন্দির চত্বরে বাজবে শাস্ত্রীয় বাদ্যযন্ত্র, বাংলা থেকে যাচ্ছে শ্রীখোল-সরোদ

আগ্রা, 17 জানুয়ারি: আগামী 22 জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন উপলক্ষ্য়ে রামনামে মেতে আছে সারা দেশ ৷ এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের আগ্রার প্রবীণ ইতিহাসবিদ রাজ কিশোর 'রাজে' জানালেন ভগবান শ্রীরামের ছবি দেওয়া মুদ্রা মুঘল আমলে ছিল ৷ সম্রাট আকবর তা তৈরি করেছিলেন ৷ এমনকী ব্রিটিশ আমলেও ছিল রাম-সীতার ছবি দেওয়া মুদ্রা ৷ যদিও এই আকবরই মুদ্রা থেকে মা লক্ষ্মীর ছবি সরিয়ে দিয়েছিলেন ৷

প্রবীণ ইতিহাসবিদ রাজ কিশোর 'রাজে'র বক্তব্য অনুযায়ী ভারতে মুদ্রার ইতিহাস ঘাঁটলে বিচিত্র সব তথ্য পাওয়া যায় ৷ তার মধ্যে অন্যতম ‘রাম টাকা’ ৷ ভগবান শ্রীরামের ছবি দেওয়া এই মুদ্রা প্রচলন করেছিলেন মুঘল সম্রাট আকবর ৷ রাজে জানিয়েছেন, আগ্রা ছিল মুঘলদের রাজধানী । মুঘল আমলে আগ্রা দুর্গে ও ফতেপুর সিক্রির টাঁকশাল ছিল সবচেয়ে বড় । যেখানে সোনা ও রুপোর মুদ্রা তৈরি করা হত ।

Akbar Ram Taka Coin
আকবরের আমলে তৈরি হওয়া মুদ্রা

রাজ কিশোরের কথা অনুযায়ী, আকবর আগ্রা ফোর্টের টাঁকশালে ভগবান রাম ও সীতার ছবিযুক্ত একটি মুদ্রা পান । এরপর আকবর 1604-05 সালে তাঁর শাসনের 50 বছর পূর্তিতে ‘রাম টাকা’ তৈরি করেছিলেন । সেই মুদ্রার উপরে ধনুক ও তীর-সহ ভগবান রাম ও সীতার মূর্তি ছিল । মুঘল আমলে প্রচলিত হওয়া এটাই একমাত্র মুদ্রা, যেখানে ভগবান রামের ছবি ছিল ৷

Akbar Ram Taka Coin
আকবরের আমলে তৈরি হওয়া মুদ্রা

প্রবীণ এই ইতিহাসবিদ আরও জানিয়েছেন, আকবর এই মুদ্রাগুলি সোনা ও রুপো দিয়ে তৈরি করেছিলেন । এসব মুদ্রার একপাশে রাম-সীতা এবং অন্যপাশে মুদ্রার টাঁকশাল লেখা রয়েছে । পরমেশ্বরী লাল গুপ্ত তাঁর 'মুদ্রা' গ্রন্থে এর উল্লেখ করেছেন । এখন এই ধরনের মুদ্রা আর মাত্র তিনটিই রয়েছে ৷ এর মধ্যে দু’টি সোনার ও একটি রুপোর । ইংল্যান্ডের ক্লাসিক্যাল নিউমিসম্যাটিক গ্রুপে রুপোর মুদ্রাটি বিক্রি হয়েছিল 1 লাখ 40 হাজার ডলারে ।

Akbar Ram Taka Coin
মুঘল সম্রাট আকবর

তিনি আরও জানান, আকবর রাম-সীতার মূর্তি দেওয়া মুদ্রা তৈরি করলেও তাঁর শাসনকালেই মুদ্রা থেকে লক্ষ্মীর ছবি সরিয়ে দেওয়া হয় ৷ ওই মুদ্রার প্রচলন করেছিলেন পৃথ্বীরাজ চৌহান । পরে পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে ভারতে শাসন প্রতিষ্ঠা করেছিলেন মহম্মদ ঘোরি ৷ সেটাই ভারতে মুসলিম শাসনের সূচনা ৷ তার পর একে একে ভারত শাসন করেছেন আলাউদ্দিন খিলজি, বলওয়ান, শেরশাহ সুরি, সিকান্দার লোদি, বাবর এবং হুমায়ুন প্রমুখ ৷ কিন্তু কেউই লক্ষ্মীর মূর্তি দেওয়া ওই মুদ্রা বন্ধ করেননি ৷ প্রায় 500 বছর ধরে ওই মুদ্রা প্রচলিত ছিল ৷

Akbar Ram Taka Coin
ব্রিটিশদের তৈরি আধ আনা

কিন্তু আকবর তা সরিয়ে দেন ৷ বদলে যে মুদ্রা তিনি প্রচলন করেন, তাতে লেখা ছিল ‘আল্লাহ হো আকবর’ ৷ এই তথ্য রাগেন্দ্র রাঘব তাঁর 'গ্রন্থাবলী' দশ গ্রন্থে উল্লেখ করেছেন বলে জানিয়েছেন ইতিহাসবিদ রাজে । একই সঙ্গে তিনি বলেন, ‘‘এর সঙ্গে আমার 'হকিকত-ই-আকবর' গ্রন্থেও এই তথ্য আছে ।

Akbar Ram Taka Coin
ব্রিটিশদের তৈরি আধ আনা

প্রবীণ ইতিহাসবিদ রাজ কিশোর 'রাজে' আরও জানান, ব্রিটিশরা যখন ভারতে ব্যবসা করতে এসেছিল, কিছুদিনের মধ্যে তারা বুঝতে পেরেছিল যে ভারতে হিন্দুত্বের অনেক প্রভাব রয়েছে । তাই তার রাম নামের আশ্রয় নেয় । বাণিজ্যের জন্য ব্রিটিশরা 1717 সালে বাংলায় ভগবান রাম ও সীতার ছবি-সহ মুদ্রা তৈরি করেছিল । যার মূল্য ছিল আধ আনা । ব্রিটিশরা প্রথমে এই মুদ্রা নিয়ে ব্যবসা করত । আওরঙ্গজেবের মৃত্যুর 13 বছর পর ব্রিটিশরা এই মুদ্রা তৈরি করেছিল ।

আরও পড়ুন:

  1. প্রাণ প্রতিষ্ঠার আগে চালু কলকাতা-অযোধ্যা উড়ান, রামরাজ্যে পৌঁছবেন কতক্ষণে ?
  2. বাংলা-সহ 13টি ভাষায় লেখা 'জয় শ্রী রাম', সীতা মায়ের জন্য বিশেষ শাড়ি বুনল অন্ধ্রের দুই পরিবার
  3. রামলালার প্রাণ প্রতিষ্ঠায় মন্দির চত্বরে বাজবে শাস্ত্রীয় বাদ্যযন্ত্র, বাংলা থেকে যাচ্ছে শ্রীখোল-সরোদ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.