ETV Bharat / bharat

MP Cop Kills Minor : বারবার টাকা চাওয়ায় বিরক্ত, শিশুকে শ্বাসরোধ করে খুন 'অবসাদগ্রস্ত' পুলিশের - পুলিশ কনস্টেবলের হাতে খুন 6 বছরের বাচ্চা

পুলিশ কনস্টেবলের কাছে টাকা চেয়েছিল বাচ্চাটি ৷ খাবারের জন্য টাকা না দিয়ে রাগের বশে বাচ্চাটিকে গলা টিপে মেরে ফেলে রক্ষাকর্তা ৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ডাটিয়ায় ৷ অভিযুক্ত জানিয়েছে, সে নাকি অবসাদে ভুগছে, তাই এই কাজ করে ফেলেছে (MP Cop Kills Minor) ৷

Accused MP Constable Ravi Sharma
অভিযুক্ত কনস্টেবল রবি শর্মা
author img

By

Published : May 12, 2022, 1:10 PM IST

ডাটিয়া (মধ্যপ্রদেশ), 12 মে : খাবার কিনতে চেয়ে টাকা চেয়েছিল 6 বছরের শিশু ৷ টাকা দেওয়া তো দূর তাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠল এক পুলিশ কর্মীর বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের ডাটিয়া জেলার রথযাত্রার সময়, জানিয়েছে পুলিশ ৷ অভিযোগ, পুলিশ কনস্টেবল রবি শর্মা ডাটিয়ায় ছেলেটিকে খুন করে তার দেহ নিজের গাড়িতে তুলে গোয়ালিয়রে নিয়ে আসে এবং একটি পরিত্যক্ত জায়গায় ফেলে দেয় (MP Police Constable allegedly strangulated a boy in Datia during Rath Yatra) ৷

ডাটিয়ার পুলিশ এসপি অমন সিং রাঠোর (Aman Singh Rathore) বলেন, "ছেলেটি বারবার রবি শর্মার (কনস্টেবল) কাছে খাবার কেনার জন্য টাকা চাইছিল ৷ পুলিশকর্মী তা দিতে চায়নি এবং ছেলেটিকে তাড়িয়ে দেয় ৷ বাচ্চাটি আবার এসে টাকা চাইতে থাকে ৷ তখন হঠাৎ রেগে গিয়ে বাচ্চাটিকে গলা টিপে খুন করে রবি শর্মা ৷"

আরও পড়ুন : Husband Murders Wife: পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে স্বামীর আত্মসমপর্ণ

অভিযুক্ত পুলিশকর্মী পুলিশকে জানিয়েছে, সে অবসাদে ভুগছে ৷ বাচ্চাটি বারবার টাকা চাওয়ায় সে বিরক্ত হয়ে গিয়েছিল ৷ রাঠোর বলেন, "আমরা সিসিটিভি ফুটেজে রবি শর্মার গাড়িটিকে দুর্ঘটনাস্থল দিয়ে চলে যেতে দেখেছি ৷ শর্মা জানিয়েছে ডাটিয়াতে রথযাত্রা উপলক্ষে তাকে ডিউটিতে পাঠানো হয়েছিল ৷ সে তার গাড়িতে অন্য দু'জন পুলিশ কর্মীকে সঙ্গে নিয়ে গোয়ালিয়রে ফিরে আসে ৷" এসপি জেলা পুলিশ সদর দফতরে জানিয়েছেন, অভিযুক্ত রবি শর্মাকে চাকরি থেকে বরখাস্ত করা হোক ৷

ডাটিয়া (মধ্যপ্রদেশ), 12 মে : খাবার কিনতে চেয়ে টাকা চেয়েছিল 6 বছরের শিশু ৷ টাকা দেওয়া তো দূর তাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠল এক পুলিশ কর্মীর বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের ডাটিয়া জেলার রথযাত্রার সময়, জানিয়েছে পুলিশ ৷ অভিযোগ, পুলিশ কনস্টেবল রবি শর্মা ডাটিয়ায় ছেলেটিকে খুন করে তার দেহ নিজের গাড়িতে তুলে গোয়ালিয়রে নিয়ে আসে এবং একটি পরিত্যক্ত জায়গায় ফেলে দেয় (MP Police Constable allegedly strangulated a boy in Datia during Rath Yatra) ৷

ডাটিয়ার পুলিশ এসপি অমন সিং রাঠোর (Aman Singh Rathore) বলেন, "ছেলেটি বারবার রবি শর্মার (কনস্টেবল) কাছে খাবার কেনার জন্য টাকা চাইছিল ৷ পুলিশকর্মী তা দিতে চায়নি এবং ছেলেটিকে তাড়িয়ে দেয় ৷ বাচ্চাটি আবার এসে টাকা চাইতে থাকে ৷ তখন হঠাৎ রেগে গিয়ে বাচ্চাটিকে গলা টিপে খুন করে রবি শর্মা ৷"

আরও পড়ুন : Husband Murders Wife: পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে স্বামীর আত্মসমপর্ণ

অভিযুক্ত পুলিশকর্মী পুলিশকে জানিয়েছে, সে অবসাদে ভুগছে ৷ বাচ্চাটি বারবার টাকা চাওয়ায় সে বিরক্ত হয়ে গিয়েছিল ৷ রাঠোর বলেন, "আমরা সিসিটিভি ফুটেজে রবি শর্মার গাড়িটিকে দুর্ঘটনাস্থল দিয়ে চলে যেতে দেখেছি ৷ শর্মা জানিয়েছে ডাটিয়াতে রথযাত্রা উপলক্ষে তাকে ডিউটিতে পাঠানো হয়েছিল ৷ সে তার গাড়িতে অন্য দু'জন পুলিশ কর্মীকে সঙ্গে নিয়ে গোয়ালিয়রে ফিরে আসে ৷" এসপি জেলা পুলিশ সদর দফতরে জানিয়েছেন, অভিযুক্ত রবি শর্মাকে চাকরি থেকে বরখাস্ত করা হোক ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.