ETV Bharat / bharat

Hanuman Chalisa Row : উদ্ধবের বাড়ির সামনে হনুমান চালিশা পড়ার হুঁশিয়ারি ! স্বামী-সহ গ্রেফতার সাংসদ-অভিনেত্রী - অমরাবতীর নির্দল সাংসদ নভনীত কউর রানা এবং তাঁর স্বামী বিধায়ক রবি রানা

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাড়ির সামনে হনুমান চালিশা পড়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মহারাষ্ট্রের নির্দল সাংসদ নভনীত কউর রানা এবং তাঁর স্বামী বিধায়ক রবি রানা ৷ এই হুঁশিয়ারির পরেই গ্রেফতার করা হয় তাঁদের (Ravi Rana Navneet Rana arrested)।

Navneet Rana arrested
রানা দম্পতি গ্রেফতার
author img

By

Published : Apr 23, 2022, 8:50 PM IST

মুম্বই, 23 এপ্রিল : হনুমান চালিশা পাঠ নিয়ে গত কয়েকদিন ধরে উত্তাল মুম্বই ৷ মসজিদে লাউড স্পিকার বাজানো নিয়ে যে বিতর্কের সূত্রপাত হয়েছিল তা এসে দাঁড়াল গ্রেফতারিতে ৷ শনিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাড়ি মাতোশ্রীর সামনে হনুমান চালিশা পড়ার হুঁশিয়ারি দিয়েছিলেন অমরাবতীর নির্দল সাংসদ নভনীত কউর রানা এবং তাঁর স্বামী বিধায়ক রবি রানা ৷ তারপরই শিবসেনার তরফে মুম্বই পুলিশে অভিযোগ দায়ের করা হয় ৷ সেই পরিপ্রেক্ষিতে এদিন বিকেলে রানা দম্পতিকে গ্রেফতার করে মুম্বই পুলিশ (MP Navneet Rana and MLa Ravi Rana arrested by Mumbai police) ৷ এই গ্রেফতারির খবর আসতেই শিবসেনা সমর্থকদের মধ্যে উচ্ছাস শুরু হয়ে যায় ৷

শনিবার রানা দম্পতিকে তাঁদের বাড়ি থেকেই গ্রেফতার করে খার থানার পুলিশ । গ্রেফতারির আগে তাঁদের আটক করা হয় । তবে রানা দম্পতি উদ্ধব ঠাকরের বাড়ির সামনে হনুমান চালিশা পাঠের হুঁশিয়ারি দিলেও এদিন তাঁরা সেই পরিকল্পনা থেকে পিছিয়ে আসেন । কিন্তু তার পরেও এদিন তাঁদের গ্রেফতার করে মুম্বই পুলিশ । ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 153 এ এবং 135 ধারায় মামলা রুজু করেছে পুলিশ ৷ মুম্বই পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে সাংসদ ও বিধায়ক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে ৷ রবিবার তাঁদের আদালতে তোলা হবে ৷

আরও পড়ুন : সাম্প্রদায়িক উস্কানিমূলক বিতর্ক চলবে না, টিভি চ্যানেলগুলিকে নির্দেশ কেন্দ্রের

এদিকে ধৃত নভনীত রানা মহারাষ্ট্র প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ এবং নারায়ণ রানে-কে এই গ্রেফতারির বিরুদ্ধে আওয়াজ তোলার অনুরোধ জানিয়েছেন ৷ অমরাবতীর সাংসদ বলেন, "আমি জনপ্রতিনিধি ৷ আমার স্বামীও জনপ্রতিনিধি ৷ অথচ পুলিশ জোর জবরদস্তি বাড়িতে ঢুকে থানায় নিয়ে এসেছে ৷ আমাদের সঙ্গে চরম খারাপ ব্যবহার করা হয়েছে ৷" তাঁর প্রশ্ন, "মহারাষ্ট্রে আদৌ কোনও আইনশৃঙ্খলা আছে ?" থানার ভেতর পুলিশের সঙ্গে বচসা করতে দেখা যায় দু'জনকে ৷

শনিবার উদ্ধব ঠাকরের বাড়ির সামনে হনুমান চালিশা পড়ার হুঁশিয়ারি দিয়েছিলেন রানা দম্পতি ৷ এর প্রতিবাদ জানিয়ে শনিবার সকাল থেকে তাঁদের খার এলাকার বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখায় শিবসেনা কর্মীরা৷ পুলিশের তৈরি ব্যারিকেড ভেঙে বাড়িতে ঢোকার চেষ্টা করেন কর্মী-সমর্থকরা ৷ শিবসেনার যুব নেতা বরুণ সরদেশাই জানান, ক্ষমা না চাওয়া পর্যন্ত রানা দম্পতিকে বাড়ি থেকে না বেরতে দেওয়া হবে না ।

ধর্মীয় স্থানে লাউডস্পিকার বাজানোর প্রতিবাদ করেছিলেন উদ্ধব ঠাকরের তুতো ভাই রাজ ঠাকরে ৷ মসজিদে লাউডস্পিকার বাজানো বন্ধ না হলে পাল্টা হনুমান চালিসা পাঠ করার হুঁশিয়ারি দিয়েছিলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান ৷ রাজের সেই হুঁশিয়ারিতে সমর্থন জানান রাজনীতিক দম্পতি নভনীত কউর রানা এবং রবি রানা ৷

মুম্বই, 23 এপ্রিল : হনুমান চালিশা পাঠ নিয়ে গত কয়েকদিন ধরে উত্তাল মুম্বই ৷ মসজিদে লাউড স্পিকার বাজানো নিয়ে যে বিতর্কের সূত্রপাত হয়েছিল তা এসে দাঁড়াল গ্রেফতারিতে ৷ শনিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাড়ি মাতোশ্রীর সামনে হনুমান চালিশা পড়ার হুঁশিয়ারি দিয়েছিলেন অমরাবতীর নির্দল সাংসদ নভনীত কউর রানা এবং তাঁর স্বামী বিধায়ক রবি রানা ৷ তারপরই শিবসেনার তরফে মুম্বই পুলিশে অভিযোগ দায়ের করা হয় ৷ সেই পরিপ্রেক্ষিতে এদিন বিকেলে রানা দম্পতিকে গ্রেফতার করে মুম্বই পুলিশ (MP Navneet Rana and MLa Ravi Rana arrested by Mumbai police) ৷ এই গ্রেফতারির খবর আসতেই শিবসেনা সমর্থকদের মধ্যে উচ্ছাস শুরু হয়ে যায় ৷

শনিবার রানা দম্পতিকে তাঁদের বাড়ি থেকেই গ্রেফতার করে খার থানার পুলিশ । গ্রেফতারির আগে তাঁদের আটক করা হয় । তবে রানা দম্পতি উদ্ধব ঠাকরের বাড়ির সামনে হনুমান চালিশা পাঠের হুঁশিয়ারি দিলেও এদিন তাঁরা সেই পরিকল্পনা থেকে পিছিয়ে আসেন । কিন্তু তার পরেও এদিন তাঁদের গ্রেফতার করে মুম্বই পুলিশ । ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 153 এ এবং 135 ধারায় মামলা রুজু করেছে পুলিশ ৷ মুম্বই পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে সাংসদ ও বিধায়ক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে ৷ রবিবার তাঁদের আদালতে তোলা হবে ৷

আরও পড়ুন : সাম্প্রদায়িক উস্কানিমূলক বিতর্ক চলবে না, টিভি চ্যানেলগুলিকে নির্দেশ কেন্দ্রের

এদিকে ধৃত নভনীত রানা মহারাষ্ট্র প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ এবং নারায়ণ রানে-কে এই গ্রেফতারির বিরুদ্ধে আওয়াজ তোলার অনুরোধ জানিয়েছেন ৷ অমরাবতীর সাংসদ বলেন, "আমি জনপ্রতিনিধি ৷ আমার স্বামীও জনপ্রতিনিধি ৷ অথচ পুলিশ জোর জবরদস্তি বাড়িতে ঢুকে থানায় নিয়ে এসেছে ৷ আমাদের সঙ্গে চরম খারাপ ব্যবহার করা হয়েছে ৷" তাঁর প্রশ্ন, "মহারাষ্ট্রে আদৌ কোনও আইনশৃঙ্খলা আছে ?" থানার ভেতর পুলিশের সঙ্গে বচসা করতে দেখা যায় দু'জনকে ৷

শনিবার উদ্ধব ঠাকরের বাড়ির সামনে হনুমান চালিশা পড়ার হুঁশিয়ারি দিয়েছিলেন রানা দম্পতি ৷ এর প্রতিবাদ জানিয়ে শনিবার সকাল থেকে তাঁদের খার এলাকার বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখায় শিবসেনা কর্মীরা৷ পুলিশের তৈরি ব্যারিকেড ভেঙে বাড়িতে ঢোকার চেষ্টা করেন কর্মী-সমর্থকরা ৷ শিবসেনার যুব নেতা বরুণ সরদেশাই জানান, ক্ষমা না চাওয়া পর্যন্ত রানা দম্পতিকে বাড়ি থেকে না বেরতে দেওয়া হবে না ।

ধর্মীয় স্থানে লাউডস্পিকার বাজানোর প্রতিবাদ করেছিলেন উদ্ধব ঠাকরের তুতো ভাই রাজ ঠাকরে ৷ মসজিদে লাউডস্পিকার বাজানো বন্ধ না হলে পাল্টা হনুমান চালিসা পাঠ করার হুঁশিয়ারি দিয়েছিলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান ৷ রাজের সেই হুঁশিয়ারিতে সমর্থন জানান রাজনীতিক দম্পতি নভনীত কউর রানা এবং রবি রানা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.