ভোপাল, 30 সেপ্টেম্বর: পরিবারপিছু একজনকে চাকরির প্রতিশ্রুতি দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ৷ সামনেই মধ্যেপ্রদেশের বিধানসভা নির্বাচন ৷ সেই ভোটে জিতলে এই প্রতিশ্রুতি পালন করা হবে বলে ঘোষণা করেছেন তিনি ৷ যদিও কংগ্রেসের দাবি, ওই রাজ্য়ের বিজেপি সরকার বেকারত্বের সমস্যা সমাধানে ব্যর্থ ৷
মধ্য ভারতের এই রাজ্যে এখনও বিধানসভা ভোট ঘোষণা হয়নি ৷ কিন্তু বিজেপির তরফে অধিকাংশ আসনে প্রার্থী ঘোষণা করা হয়ে গিয়েছে ৷ ভোটের প্রচারও চলছে জোরকদমে ৷ শুক্রবার তেমনই একটি প্রচার কর্মসূচিতে অংশ নিতে আদিবাসী অধ্যুষিত আলিরাজপুর জেলায় যান শিবরাজ সিং চৌহান৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, "আমি (রাজ্যের জনগণের) জীবন থেকে অসুবিধাগুলি সরিয়ে দেব । আবার ক্ষমতায় নির্বাচিত হলে, প্রতিটি পরিবার থেকে একজনকে কর্মসংস্থান দেওয়া হবে, যাতে তাঁদের ভিনরাজ্যে যেতে না হয় । স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে হোক, কিংবা উদ্যম ক্রান্তি যোজনা মাধ্যমে বা সরকারি চাকরি, প্রত্যেক পরিবার থেকে একজনকে চাকরি দেওয়া হবে ।’’
আলিরাজপুরের সভায় চৌহান আরও জানান, তিনি মধ্যপ্রদেশের মাটির পুজো করতে ও জনসাধারণের সেবা করার জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন ৷ তাই তিনি মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আনতে দিনরাত কাজ করে চলেছেন ।
যদিও কংগ্রেস স্পষ্ট করে দিয়েছে যে তারা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর এই প্রতিশ্রুতিকে মিথ্যা বলেই মনে করছে ৷ ওই রাজ্যে কংগ্রেসের মিডিয়া বিভাগের চেয়ারম্যান কেকে মিশ্র বলেন, ‘‘এই ধরনের বিবৃতি শুধুমাত্র যুবকদের বিভ্রান্ত করার জন্য দেওয়া হচ্ছে ।’’
তাঁর আরও অভিযোগ, "শিবরাজ সিং চৌহানের নেতৃত্বাধীন বিজেপি সরকার গত 18 বছরে বেকারদের চাকরি দিতে ব্যর্থ হয়েছে । ভবিষ্যতে কীভাবে চাকরি নিশ্চিত করবেন ?...তিনি আবার বেকার যুবকদের প্রতারণা করার চেষ্টা করছেন ৷"