হায়দরাবাদ, 9 মে : কোভিড আবহে ঘরবন্দি থেকেই মাতৃ দিবস পালন করলেন বলিউডের সেলেবরা ৷ সোশ্য়াল মিডিয়া ভরে উঠল তাঁদের অভিনন্দন বার্তা আর কৃতজ্ঞতা জ্ঞাপনে ৷ কেউ পোস্ট করলেন মায়ের সঙ্গে তোলা পুরানো কোনও ছবি, কারও লেখায় ঝরে পড়ল আবেগ ৷ তারকাদের এই তালিকায় ছিলেন সারা আলি খান, কিয়ারা আদবানি থেকে মাধুরী দীক্ষিত, প্রিয়াঙ্কা চোপড়ারা ৷
মা অমৃতা সিংয়ের সঙ্গে পুরানো ছবি পোস্ট করলেন সারা আলি খান ৷ ইনস্টাগ্রামে লিখলেন, ‘‘বেবি বেয়ারের সঙ্গে মাম্মা বেয়ার ৷ এটাই সেরা জুটি ৷’’
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
ইনস্টাগ্রামে ছবি সাঁটালেন সোনাক্ষী সিনহাও ৷ সেই ছবিতে তাঁর সঙ্গী মা ৷ ক্য়াপশনে নায়িকা লিখেছেন, ‘‘তুমি যখন আমাকে জন্ম দিয়েছিলে, তখনই তুমি সেরা উপহার পেয়ে গিয়েছ ৷ আমি জানি না, আমি এটাকে কীভাবে অতিক্রম করব ? মাতৃ দিবসের শুভেচ্ছা ৷’’
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
জাহ্নবী কাপুর ও তাঁর বোন খুশি কাপুর দু’জনেই তাঁদের মা, প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর ছবি পোস্ট করেছেন ৷ ডুব দিয়েছেন অতীতের সুখের দিনে ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
অন্যদিকে, মাতৃ দিবসে মায়ের কথা মনে করে ছোট্ট একটা নোট লিখেছেন বলিউডের বিখ্যাত স্টাইলিস্ট মণীশ মালহোত্রা ৷ তিনি লেখেন, ‘‘সবসময় তাঁর আশীর্বাদ চাই ৷ মায়েরা সবার থেকে স্পেশাল ৷ সকলের চেয়ে ভালবাসার ৷ পৃথিবীর সব মাকেই আমার শ্রদ্ধা ৷’’
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এদিন মায়ের সঙ্গে তোলা একটি পুরনো সাদা-কালো ছবি শেয়ার করেন চলচ্চিত্র নির্মাতা জ়োয়া আখতার ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
শিল্পা শেট্টির পোস্ট করা ছবিতে এক ফ্রেমেই ধরা দিয়েছে তিন প্রজন্ম ৷ মা ও শাশুড়ির পাশাপাশি নিজের সন্তানদের ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন : মাতৃদিবস উপলক্ষে দ্বিতীয় সন্তানের ছবি প্রকাশ্যে আনলেন করিনা
এছাড়াও, মাধুরী দীক্ষিত, প্রীতি জ়িন্টা, ফারহান আখতার, কিয়ারা আদবানি, প্রিয়াঙ্কা চোপড়া, কঙ্গনা রানাউত-সহ বলিউডের তাবড় সেলেবরা এদিন সোশ্য়াল প্ল্য়াটফর্মে মাতৃদিবস পালন করেন ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">