ETV Bharat / bharat

Mumbai Horror Murder: হাড় হিম করা ঘটনা ! আলমারিতে থেকে উদ্ধার মায়ের টুকরো টুকরো দেহ, আটক মেয়ে

মুম্বইয়ে হাড় হিম করা ঘটনা! আলমারি খুলতেই প্ল্যাস্টিকের প্যাকেট থেকে বেরল মায়ের টুকরো টুকরো দেহ (Body Parts Found)। ঘটনায় মেয়েকে আটক করেছে মুম্বই পুলিশ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 15, 2023, 10:34 PM IST

মুম্বই, 15 মার্চ: দক্ষিণ দিল্লির শ্রদ্ধা কাণ্ডের ছায়া এবার মুম্বইয়ের লালবাগ (Mumbai Horror Murder Incident)। আলমারিতে প্লাস্টিকে মোড়া মায়ের টুকরো টুকরো দেহ উদ্ধার করল পুলিশ ৷ মাকে খুন করে দেহ টুকরো টুকরো করে কেটে ফেলার দায়ে অভিযুক্ত মেয়ে ৷ মুম্বই পুলিশ ইতিমধ্যেই মেয়েকে আটক করেছে ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। পুলিশ জানিয়েছে, মুম্বইয়ের লালবাগ এলাকায় বাসিন্দা বীণা জৈন বহু দিন ধরেই নিখোঁজ ছিলেন। মঙ্গলবার মৃতার ভাই ও তাঁর মেয়ে কালাচৌকি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মৃতার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তারপর মৃতদেহ উদ্ধার হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার মেয়ে রিম্পল জৈনকে (22) পুলিশ যখন দরজা খুলে দিতে বলেন তখন সে কিছুতেই রাজি হয়নি ৷ পুলিশ একপ্রকার জোর করে তাকে দরজা খুলিয়ে ভিতরে ঢোকে ৷ দরজা খুলতেই পচা গন্ধ পায় পুলিশ ৷ তখন সারাবাড়ি তল্লাশি চালিয়ে আলমারির ভিতর থেকে একটি দুমড়ে মুচড়ে রাখা প্ল্যাস্টিক ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে সেটি হাসপাতালে পাঠানো হয় এবং সেখানেই জানা যায় দেহটিকে কেটে টুকরো টুকরো করা হয়েছে ৷

এর পাশাপাশি বেশ কয়েকটি টুকরো ওই প্ল্যাস্টিকের মধ্যে নেই। এরপর ওই ফ্ল্যাটের একটি ট্যাঙ্কের ভিতর থেকে স্টিলের বাক্সের মধ্যে থেকে বীণা জৈনের দেহের মাংস ও হাড়ও উদ্ধার করা হয়। তখনই রিম্পলকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পুলিশ কর্তারা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলে বারবার তার বয়ানে অসঙ্গতি লক্ষ্য করে ৷ সে বারবার নিজের বক্তব্য বদল করতে থাকে। রিম্পলকে আটক করা হলেও কীভাবে বীণাদেবীর মৃত্যু হয়েছে, সেই বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। তদন্তে জানা গিয়েছে, গত ডিসেম্বর মাসে সিঁড়ি থেকে নীচে পড়ে গিয়েছিলেন বীণা জৈন। সেই ঘটনার সঙ্গে তাঁর মৃত্যুর কোনও যোগ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: মার্কিন সিরিজ দেখেই খুনের ছক, নতুন ফ্রিজে প্রেমিকার টুকরো দেহ সংরক্ষণ আফতাবের

ডিসিপি প্রবীণ মুন্ধে এ বিষয়ে জানিয়েছেন, লালবাগ এলাকায় একটি প্লাস্টিকের ব্যাগে বছর তিপান্ন'র এক মহিলার পচাগলা দেহ পাওয়া গিয়েছে। নিহত মহিলার 22 বছর বয়সি মেয়েকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ ৷ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রসঙ্গত, গত বছরের মে মাসে দক্ষিণ দিল্লির ছতরপুর এলাকায় লিভ ইন সঙ্গী শ্রদ্ধাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠেছে আফতাবের বিরুদ্ধে। পুলিশের দাবি, খুনের পর শ্রদ্ধার দেহ 35 টুকরো করে কেটে ফ্রিজে রেখেছিল আফতাব ৷

মুম্বই, 15 মার্চ: দক্ষিণ দিল্লির শ্রদ্ধা কাণ্ডের ছায়া এবার মুম্বইয়ের লালবাগ (Mumbai Horror Murder Incident)। আলমারিতে প্লাস্টিকে মোড়া মায়ের টুকরো টুকরো দেহ উদ্ধার করল পুলিশ ৷ মাকে খুন করে দেহ টুকরো টুকরো করে কেটে ফেলার দায়ে অভিযুক্ত মেয়ে ৷ মুম্বই পুলিশ ইতিমধ্যেই মেয়েকে আটক করেছে ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। পুলিশ জানিয়েছে, মুম্বইয়ের লালবাগ এলাকায় বাসিন্দা বীণা জৈন বহু দিন ধরেই নিখোঁজ ছিলেন। মঙ্গলবার মৃতার ভাই ও তাঁর মেয়ে কালাচৌকি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মৃতার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তারপর মৃতদেহ উদ্ধার হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার মেয়ে রিম্পল জৈনকে (22) পুলিশ যখন দরজা খুলে দিতে বলেন তখন সে কিছুতেই রাজি হয়নি ৷ পুলিশ একপ্রকার জোর করে তাকে দরজা খুলিয়ে ভিতরে ঢোকে ৷ দরজা খুলতেই পচা গন্ধ পায় পুলিশ ৷ তখন সারাবাড়ি তল্লাশি চালিয়ে আলমারির ভিতর থেকে একটি দুমড়ে মুচড়ে রাখা প্ল্যাস্টিক ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে সেটি হাসপাতালে পাঠানো হয় এবং সেখানেই জানা যায় দেহটিকে কেটে টুকরো টুকরো করা হয়েছে ৷

এর পাশাপাশি বেশ কয়েকটি টুকরো ওই প্ল্যাস্টিকের মধ্যে নেই। এরপর ওই ফ্ল্যাটের একটি ট্যাঙ্কের ভিতর থেকে স্টিলের বাক্সের মধ্যে থেকে বীণা জৈনের দেহের মাংস ও হাড়ও উদ্ধার করা হয়। তখনই রিম্পলকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পুলিশ কর্তারা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলে বারবার তার বয়ানে অসঙ্গতি লক্ষ্য করে ৷ সে বারবার নিজের বক্তব্য বদল করতে থাকে। রিম্পলকে আটক করা হলেও কীভাবে বীণাদেবীর মৃত্যু হয়েছে, সেই বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। তদন্তে জানা গিয়েছে, গত ডিসেম্বর মাসে সিঁড়ি থেকে নীচে পড়ে গিয়েছিলেন বীণা জৈন। সেই ঘটনার সঙ্গে তাঁর মৃত্যুর কোনও যোগ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: মার্কিন সিরিজ দেখেই খুনের ছক, নতুন ফ্রিজে প্রেমিকার টুকরো দেহ সংরক্ষণ আফতাবের

ডিসিপি প্রবীণ মুন্ধে এ বিষয়ে জানিয়েছেন, লালবাগ এলাকায় একটি প্লাস্টিকের ব্যাগে বছর তিপান্ন'র এক মহিলার পচাগলা দেহ পাওয়া গিয়েছে। নিহত মহিলার 22 বছর বয়সি মেয়েকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ ৷ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রসঙ্গত, গত বছরের মে মাসে দক্ষিণ দিল্লির ছতরপুর এলাকায় লিভ ইন সঙ্গী শ্রদ্ধাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠেছে আফতাবের বিরুদ্ধে। পুলিশের দাবি, খুনের পর শ্রদ্ধার দেহ 35 টুকরো করে কেটে ফ্রিজে রেখেছিল আফতাব ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.