নয়াদিল্লি, 1 ডিসেম্বর: কাতারে চলছে ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2022)। সারা বিশ্ব এখন ফুটবল জ্বরে আক্রান্ত । যে গোলাকার বস্তুটি গোটা বিশ্বকে মাতিয়ে রেখেছে, তার বেশিরভাগই তৈরি হয় পাকিস্তানে (Pakistan World Cup Connection)৷ মিডিয়া রিপোর্ট বলছে, ফিফা বিশ্বকাপে ব্যবহৃত অধিকাংশ ফুটবলই গিয়েছে সীমান্ত-পারের দেশ থেকে ৷
ফিফার জন্য ফুটবল তৈরি হয় পাকিস্তানের উত্তর-পূর্বে কাশ্মীরি সীমান্ত সংলগ্ন শহর শিয়ালকোটে ৷ বিশ্বকাপে বিজয়ী থেকে 32তম স্থানাধিকারী দলগুলোর মধ্যে 1,331 কোটি টাকার প্রাইজমানি বিতরণ করা হবে । কিন্তু যে ফুটবলকে ঘিরে এত টাকার খেলা, সেটি খুব সামান্য মজুরিতে তৈরি করেন পাকিস্তানি মহিলারা ৷
দিনে তিনটি ফুটবল তৈরি করে মজুরি 480 টাকা
বিশ্বে ব্যবহৃত ফুটবলের দুই-তৃতীয়াংশের বেশি শুধুমাত্র শিয়ালকোটে তৈরি হয় । এখানে ফুটবল তৈরি হওয়ার অন্যতম কারণ হল, এখানে সস্তায় শ্রম পাওয়া যায় । ফুটবল তৈরিতে প্রচুর পরিশ্রম করতে হয় এবং মজুরি দেওয়া হয় খুবই কম । একটি বল সেলাই করতে প্রায় তিন ঘণ্টা সময় লাগে । একজন মহিলা দিনে মাত্র তিনটি বল সেলাই করতে পারেন । বিনিময়ে তিনি প্রতিদিন পান 480 টাকা এবং মাসে তাঁর আয় প্রায় 9,600 টাকা ।
আরও পড়ুন: তৈরি বিশ্বে সবচেয়ে ছোট প্রতীকী ফিফা ট্রফি, শিল্পী ইকবালের চিঠি মোদিকে
ফুটবল তৈরির কাজে নিয়োজিত হাজার হাজার মানুষ
জানা গিয়েছে, শিয়ালকোটে ফুটবল তৈরির কাজ করেন 60 হাজারেরও বেশি মানুষ । ফুটবলগুলি হাতে সেলাই করা হয়, যা মেশিনে সেলাই করা বলের চেয়ে বলটিকে আরও স্থিতিশীল এবং শক্ত করে তোলে । এই ফুটবলগুলি অনেক বেশি টেকসইও হয় ৷