ETV Bharat / bharat

বিহারের বক্সারে গঙ্গায় ভাসছে 50 টি মৃতদেহ - বিহারের বক্সার

গঙ্গায় ভাসছে প্রায় 50 টি মৃতদেহ ৷ বিহারের বক্সার জেলায় ঘটনাটি ঘটেছে ৷ বিষয়টি প্রথম নজরে পড়ে ইটিভি ভারতের ৷ স্থানীয় জেলাশাসককে খবর দেওয়া হয় ৷ তার পর জেলা প্রশাসনের পদাধিকারী তদন্তের জন্য ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন ৷

বিহারের বক্সারে গঙ্গায় ভাসছে 50 টি মৃতদেহ
বিহারের বক্সারে গঙ্গায় ভাসছে 50 টি মৃতদেহ
author img

By

Published : May 10, 2021, 12:39 PM IST

Updated : May 10, 2021, 7:53 PM IST

পটনা, 10 মে : করোনা পরিস্থিতিতে রোজই নানা ধরনের হতাশাজনক খবর পাওয়া যাচ্ছে ৷ সেই তালিকায় যোগ হল আরও একটি ভয়ঙ্কর খবর ৷ গঙ্গায় ভাসছে প্রায় 50 টি মৃতদেহ ৷ বিহারের বক্সার জেলায় ঘটনাটি ঘটেছে ৷ বিষয়টি প্রথম নজরে পড়ে ইটিভি ভারতের ৷ স্থানীয় জেলাশাসককে খবর দেওয়া হয় ৷ তার পর জেলা প্রশাসনের পদাধিকারী তদন্তের জন্য ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন ৷

বিহারের বক্সারে গঙ্গায় ভাসছে 50 টি মৃতদেহ

কীভাবে এত মৃতদেহ গঙ্গায় ভাসছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে৷ এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কিছু জানা যায়নি ৷ তবে একটি সূত্রের খবর, শেষকৃত্যের জন্য মৃতদেহগুলি গঙ্গায় ভাসানো হয়েছে ৷ মহাদেব ঘাটে কুকুর মৃতদেহ খুবলে খাচ্ছে, এমন দৃশ্য স্থানীয়দের নজরে আসে ৷ তার পর বিষয়টি জানাজানি হয় ৷

আরও পড়ুন : করোনায় সামান্য স্বস্তি; দৈনিক সংক্রমণ কমে 3.66 লাখ, কমল মৃত্যুও

তবে এই মৃতদেহগুলি কোভিড রোগীদের কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে ৷ বিষয়টি নিয়ে এখনও কোনও নিশ্চিয়তা না আসায়, স্থানীয়রা আতঙ্কিত ৷ তবে এই পরিস্থিতিতে 50 টি মৃতদেহের জেরে গঙ্গায় দূষণ স্বাভাবিক ভাবেই ছড়াবে ৷ এই বিষয়টি নিয়েও চিন্তিত স্থানীয়রা ৷

পটনা, 10 মে : করোনা পরিস্থিতিতে রোজই নানা ধরনের হতাশাজনক খবর পাওয়া যাচ্ছে ৷ সেই তালিকায় যোগ হল আরও একটি ভয়ঙ্কর খবর ৷ গঙ্গায় ভাসছে প্রায় 50 টি মৃতদেহ ৷ বিহারের বক্সার জেলায় ঘটনাটি ঘটেছে ৷ বিষয়টি প্রথম নজরে পড়ে ইটিভি ভারতের ৷ স্থানীয় জেলাশাসককে খবর দেওয়া হয় ৷ তার পর জেলা প্রশাসনের পদাধিকারী তদন্তের জন্য ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন ৷

বিহারের বক্সারে গঙ্গায় ভাসছে 50 টি মৃতদেহ

কীভাবে এত মৃতদেহ গঙ্গায় ভাসছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে৷ এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কিছু জানা যায়নি ৷ তবে একটি সূত্রের খবর, শেষকৃত্যের জন্য মৃতদেহগুলি গঙ্গায় ভাসানো হয়েছে ৷ মহাদেব ঘাটে কুকুর মৃতদেহ খুবলে খাচ্ছে, এমন দৃশ্য স্থানীয়দের নজরে আসে ৷ তার পর বিষয়টি জানাজানি হয় ৷

আরও পড়ুন : করোনায় সামান্য স্বস্তি; দৈনিক সংক্রমণ কমে 3.66 লাখ, কমল মৃত্যুও

তবে এই মৃতদেহগুলি কোভিড রোগীদের কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে ৷ বিষয়টি নিয়ে এখনও কোনও নিশ্চিয়তা না আসায়, স্থানীয়রা আতঙ্কিত ৷ তবে এই পরিস্থিতিতে 50 টি মৃতদেহের জেরে গঙ্গায় দূষণ স্বাভাবিক ভাবেই ছড়াবে ৷ এই বিষয়টি নিয়েও চিন্তিত স্থানীয়রা ৷

Last Updated : May 10, 2021, 7:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.