ETV Bharat / bharat

Covid Vaccination for 15 to 18 Age Group : কোউইনে নাম লেখাল 3.5 লক্ষেরও বেশি কিশোর-কিশোরী, কাল থেকে টিকাকরণ - কিশোর কিশোরীদের টিকা

সোমবার (3 জানুয়ারি, 2022) থেকেই শুরু হচ্ছে 15 থেকে 18 বছর বয়সীদের কোভিড টিকাকরণ (Covid Vaccination for 15 to 18 Age Group) ৷ তার জন্য নাম নথিভুক্ত করার প্রক্রিয়াও চলছে জোরকদমে ৷ রবিবার (2 জানুয়ারি, 2022) সকাল সাড়ে ন’টা পর্যন্ত কোউইন অ্য়াপে (CoWin App) নাম নথিভুক্ত করিয়েছে সাড়ে তিন লক্ষেরও বেশি কিশোর, কিশোরী ৷

more than 3.5 lakh children between 15 to 18 age group register their name on cowin
Covid Vaccinationa for 15 to 18 Age Group : কোউইনে নাম লেখাল 3.5 লক্ষেরও বেশি কিশোর কিশোরী, টিকাকরণ শুরু কাল থেকে
author img

By

Published : Jan 2, 2022, 1:49 PM IST

Updated : Jan 2, 2022, 2:31 PM IST

নয়াদিল্লি, 2 জানুয়ারি : রবিবার সকাল পর্যন্ত কোউইন অ্যাপে (CoWin App) 15 থেকে 18 বছর বয়সীদের নথিভুক্ত হওয়া নামের সংখ্যা সাড়ে তিন লক্ষেরও বেশি ৷ তথ্য বলছে রবিবার (2 জানুয়ারি, 2022) সকাল সাড়ে ন’টা পর্যন্ত করোনার টিকা (Covid Vaccine) নেওয়ার জন্য কোউইন পোর্টালে নাম নথিভুক্ত করেছে 3 লক্ষ 57 হাজার 984 জন কিশোর কিশোরী ৷ উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের ঘোষণা মাফিক, 1 জানুয়ারি থেকেই 15 থেকে 18 বছর বয়সীদের টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷

আরও পড়ুন : Teachers Quarantine Leave : কোয়ারিন্টিন লিভের দাবিতে আবার সরব শিক্ষক-শিক্ষিকারা

এছাড়াও স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক পরিচালিত কোউইন পোর্টাল থেকে পাওয়া তথ্য বলছে, এখনও পর্যন্ত গোটা দেশে 92 কোটি 18 লক্ষ 61 হাজার 878 কোটি মানুষ কোউইন অ্য়াপে নিজেদের নাম নথিভুক্ত করিয়েছেন ৷ যাঁদের মধ্যে 18 থেকে 44 বছর বয়সীদের সংখ্যা 57 কোটি 37 লক্ষ 14 হাজার 969 এবং 45 বছরের বেশি বয়সীদের সংখ্যা 34 কোটি 77 লক্ষ 88 হাজার 925 ৷

এর মধ্যেই 15 থেকে 18 বছর বয়সীদের জন্য টিকাকরণ (Covid Vaccination for 15 to 18 Age Group) শুরু করতে চলেছে কেন্দ্রীয় সরকার ৷ যার কার্যকর করা হবে সোমবার (3 জানুয়ারি, 2022) থেকে ৷ উল্লেখ্য, গত 25 ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi on Covid Vaccinationa for 15 to 18 Age Group) কিশোর কিশোরীদের প্রাথমিক পর্যায়ের করোনা টিকাকরণের কথা ঘোষণা করেছিলেন ৷ পাশাপাশি, আগামী 10 জানুয়ারি থেকেই বুস্টার ডোজ পাবেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী-সহ জরুরি পরিষেবার সঙ্গে জড়িত ব্যক্তিরা ৷ ওমিক্রনের (Omicron Variant) বাড়বাড়ন্তের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : Corona Update in India : দৈনিক সংক্রমণ 27 হাজারের ঘরে, ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ছাড়াল দেড় হাজার

কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব ইতিমধ্যেই সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলির প্রশাসনকে জানিয়ে দিয়েছে, প্রাথমিকভাবে শুধুমাত্র কোভ্যাক্সিন দেওয়া হবে 15 থেকে 18 বছর বয়সীদের ৷ সেই মতো টিকার ডোজও সরবরাহ করা হবে রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে ৷ 2007 সাল এবং তার পরবর্তী তিন বছরে যাদের জন্ম হয়েছে, তারাই এই নির্দিষ্ট বয়সসীমার আওতায় কোভিডের টিকা নিতে পারবে ৷

নয়াদিল্লি, 2 জানুয়ারি : রবিবার সকাল পর্যন্ত কোউইন অ্যাপে (CoWin App) 15 থেকে 18 বছর বয়সীদের নথিভুক্ত হওয়া নামের সংখ্যা সাড়ে তিন লক্ষেরও বেশি ৷ তথ্য বলছে রবিবার (2 জানুয়ারি, 2022) সকাল সাড়ে ন’টা পর্যন্ত করোনার টিকা (Covid Vaccine) নেওয়ার জন্য কোউইন পোর্টালে নাম নথিভুক্ত করেছে 3 লক্ষ 57 হাজার 984 জন কিশোর কিশোরী ৷ উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের ঘোষণা মাফিক, 1 জানুয়ারি থেকেই 15 থেকে 18 বছর বয়সীদের টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷

আরও পড়ুন : Teachers Quarantine Leave : কোয়ারিন্টিন লিভের দাবিতে আবার সরব শিক্ষক-শিক্ষিকারা

এছাড়াও স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক পরিচালিত কোউইন পোর্টাল থেকে পাওয়া তথ্য বলছে, এখনও পর্যন্ত গোটা দেশে 92 কোটি 18 লক্ষ 61 হাজার 878 কোটি মানুষ কোউইন অ্য়াপে নিজেদের নাম নথিভুক্ত করিয়েছেন ৷ যাঁদের মধ্যে 18 থেকে 44 বছর বয়সীদের সংখ্যা 57 কোটি 37 লক্ষ 14 হাজার 969 এবং 45 বছরের বেশি বয়সীদের সংখ্যা 34 কোটি 77 লক্ষ 88 হাজার 925 ৷

এর মধ্যেই 15 থেকে 18 বছর বয়সীদের জন্য টিকাকরণ (Covid Vaccination for 15 to 18 Age Group) শুরু করতে চলেছে কেন্দ্রীয় সরকার ৷ যার কার্যকর করা হবে সোমবার (3 জানুয়ারি, 2022) থেকে ৷ উল্লেখ্য, গত 25 ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi on Covid Vaccinationa for 15 to 18 Age Group) কিশোর কিশোরীদের প্রাথমিক পর্যায়ের করোনা টিকাকরণের কথা ঘোষণা করেছিলেন ৷ পাশাপাশি, আগামী 10 জানুয়ারি থেকেই বুস্টার ডোজ পাবেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী-সহ জরুরি পরিষেবার সঙ্গে জড়িত ব্যক্তিরা ৷ ওমিক্রনের (Omicron Variant) বাড়বাড়ন্তের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : Corona Update in India : দৈনিক সংক্রমণ 27 হাজারের ঘরে, ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ছাড়াল দেড় হাজার

কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব ইতিমধ্যেই সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলির প্রশাসনকে জানিয়ে দিয়েছে, প্রাথমিকভাবে শুধুমাত্র কোভ্যাক্সিন দেওয়া হবে 15 থেকে 18 বছর বয়সীদের ৷ সেই মতো টিকার ডোজও সরবরাহ করা হবে রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে ৷ 2007 সাল এবং তার পরবর্তী তিন বছরে যাদের জন্ম হয়েছে, তারাই এই নির্দিষ্ট বয়সসীমার আওতায় কোভিডের টিকা নিতে পারবে ৷

Last Updated : Jan 2, 2022, 2:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.