ETV Bharat / bharat

Food Poisoning From Buckwheat Flour: হরিয়ানায় ভেজাল আটা খেয়ে অসুস্থ 200 জনেরও বেশি

সোনিপতে নবরাত্রির প্রথম দিনেই ভেজাল আটা খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন দুশোর বেশি মানুষ (Food Poisoning From Buckwheat Flour) । সোনিপত সিভিল হাসপাতালে প্রায় 150 রোগী ভরতি রয়েছেন ।

Food Poisoning
হরিয়ানায় ভেজাল আটা খেয়ে অসুস্থ 200 জনেরও বেশি
author img

By

Published : Mar 23, 2023, 9:02 PM IST

সোনিপত (হরিয়ানা), 23 মার্চ: নবরাত্রির প্রথম দিনেই বিপত্তি ৷ হরিয়ানায় ভেজাল বাজরার আটা খেয়ে অসুস্থ 200-এর বেশি মানুষ ৷ খাদ্যে বিষক্রিয়ার ফলেই সকলে অসুস্থ হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন । এর মধ্যে 150 জনের বেশি সোনিপতের সিভিল হাসপাতালে (Sonipat Civil Hospital) এবং বাকিরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভরতি রয়েছেন । বিষয়টি সামনে আসার পরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্বাস্থ্য দফতরে ।

সিভিল হাসপাতাল হোক বা সোনিপতের বেসরকারি হাসপাতালগুলি কোথাও বেড খালি নেই ৷ সব জায়গায় ভরতি আটা খেয়ে অসুস্থ রোগীরা (Food Poisoning after Eating Buckwheat Flour) । জানা গিয়েছে, নবরাত্রির প্রথম দিন ছিল বুধবার ৷ ওই দিন সন্ধ্যায় সকলে এই ভেজাল আটার রুটি খেয়েছিলেন ৷ তার পরে গভীর রাতে স্বাস্থ্যের অবনতি হয় তাদের । রোগীর পরিবারেরই লোকেরা তাঁদের হাসপাতালে নিয়ে যায় । পর পর সকলে অসুস্থ হয়ে পড়তে থাকে ৷ শুধু 150 জনেরও বেশি রোগীকে চিকিৎসার জন্য সোনিপতের সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয় । অন্যান্য হাসপাতালগুলিও ভরে যায় খাদ্যে বিষক্রিয়ার আক্রান্ত রোগীতে ৷

রোগীদের পরিবার জানিয়েছে, অসুস্থ সকলেই নবরাত্রির উপোস করে ছিলেন । বুধবার সন্ধ্যায় বাজরার আটার তৈরি সব জিনিস খায় তারা। এরপর গভীর রাতে তাঁদের স্বাস্থ্যের অবনতি হতে থাকে এবং ভোরে বমি, ডায়রিয়া ও মাথা ঘোরা শুরু হয় । এরপরই সবাই হাসপাতালে ভরতি হতে শুরু করেন । বেশিরভাগ রোগী সোনিপত জেনারেল হাসপাতালে এবং বাকিরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভরতি হয় ।

এখনও রোগীরা হাসপাতালে ভরতি হচ্ছে । সোনিপত সিভিল হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, এই সমস্ত রোগীর আটা খাওয়ার পর খাদ্যে বিষক্রিয়া হয়েছে । হাসপাতালে দেড়শোর বেশি রোগী এসেছে । প্রত্যেকেরই বমি, ডায়রিয়া এবং মাথা ঘোরার অভিযোগ করেছে । তাঁদের চিকিৎসা চলছে ।

আরও পড়ুন: বিশাখাপত্তনমে বাড়ি ভেঙে মৃত কমপক্ষে 3, আহত আরও 5

সোনিপত (হরিয়ানা), 23 মার্চ: নবরাত্রির প্রথম দিনেই বিপত্তি ৷ হরিয়ানায় ভেজাল বাজরার আটা খেয়ে অসুস্থ 200-এর বেশি মানুষ ৷ খাদ্যে বিষক্রিয়ার ফলেই সকলে অসুস্থ হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন । এর মধ্যে 150 জনের বেশি সোনিপতের সিভিল হাসপাতালে (Sonipat Civil Hospital) এবং বাকিরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভরতি রয়েছেন । বিষয়টি সামনে আসার পরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্বাস্থ্য দফতরে ।

সিভিল হাসপাতাল হোক বা সোনিপতের বেসরকারি হাসপাতালগুলি কোথাও বেড খালি নেই ৷ সব জায়গায় ভরতি আটা খেয়ে অসুস্থ রোগীরা (Food Poisoning after Eating Buckwheat Flour) । জানা গিয়েছে, নবরাত্রির প্রথম দিন ছিল বুধবার ৷ ওই দিন সন্ধ্যায় সকলে এই ভেজাল আটার রুটি খেয়েছিলেন ৷ তার পরে গভীর রাতে স্বাস্থ্যের অবনতি হয় তাদের । রোগীর পরিবারেরই লোকেরা তাঁদের হাসপাতালে নিয়ে যায় । পর পর সকলে অসুস্থ হয়ে পড়তে থাকে ৷ শুধু 150 জনেরও বেশি রোগীকে চিকিৎসার জন্য সোনিপতের সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয় । অন্যান্য হাসপাতালগুলিও ভরে যায় খাদ্যে বিষক্রিয়ার আক্রান্ত রোগীতে ৷

রোগীদের পরিবার জানিয়েছে, অসুস্থ সকলেই নবরাত্রির উপোস করে ছিলেন । বুধবার সন্ধ্যায় বাজরার আটার তৈরি সব জিনিস খায় তারা। এরপর গভীর রাতে তাঁদের স্বাস্থ্যের অবনতি হতে থাকে এবং ভোরে বমি, ডায়রিয়া ও মাথা ঘোরা শুরু হয় । এরপরই সবাই হাসপাতালে ভরতি হতে শুরু করেন । বেশিরভাগ রোগী সোনিপত জেনারেল হাসপাতালে এবং বাকিরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভরতি হয় ।

এখনও রোগীরা হাসপাতালে ভরতি হচ্ছে । সোনিপত সিভিল হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, এই সমস্ত রোগীর আটা খাওয়ার পর খাদ্যে বিষক্রিয়া হয়েছে । হাসপাতালে দেড়শোর বেশি রোগী এসেছে । প্রত্যেকেরই বমি, ডায়রিয়া এবং মাথা ঘোরার অভিযোগ করেছে । তাঁদের চিকিৎসা চলছে ।

আরও পড়ুন: বিশাখাপত্তনমে বাড়ি ভেঙে মৃত কমপক্ষে 3, আহত আরও 5

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.