ETV Bharat / bharat

Cash Seized: আলমারি থেকে 2 কোটির বেশি নগদ ও সোনা উদ্ধার - যোজনা ভবনের বেসমেন্ট

জয়পুরে যোজনা ভবনের বেসমেন্টে রাখা আলমারি থেকে বিপুল নগদ টাকা ও এক কিলো সোনা পাওয়া গিয়েছে । শুক্রবার গভীর রাতে সাংবাদিক সম্মেলন করে মুখ্যসচিব ঊষা শর্মা, ডিজি উমেশ মিশ্র-সহ শীর্ষ পুলিশ আধিকারিকরা এই তথ্য জানিয়েছেন ।

cash recovery
জয়পুরে 2 কোটির বেশি নগদ ও সোনা উদ্ধার
author img

By

Published : May 20, 2023, 9:02 PM IST

জয়পুর, 20 মে: রাজস্থানে রাজনৈতিক উত্তেজনার মাঝেই একটি সরকারি দফতরে কোটি টাকার নগদ ও সোনা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে । যোজনা ভবনের বেসমেন্টে রাখা আলমারিতে 2 কোটির বেশি নগদ ও 1 কেজি সোনা পাওয়া গিয়েছে । সরকারি দফতরের আলমারিতে বিপুল পরিমাণ অর্থ পাওয়া যাওয়ার পর এবার গোটা বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে পুলিশ। বিষয়টির গুরুত্বের পরিপ্রেক্ষিতে মুখ্যসচিব ঊষা শর্মা এবং পুলিশের ডিজি আইন শৃঙ্খলা উমেশ মিশ্র, জয়পুরের পুলিশ কমিশনার আনন্দ শ্রীবাস্তব-সহ শীর্ষ পুলিশ আধিকারিকরা শুক্রবার রাত 11 টায় সচিবালয়ে একটি সাংবাদিক সম্মেলন ডেকে বিষয়টি জানান । গোটা ঘটনায় আটটির বেশি বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরকে হেফাজতে নিয়েছে পুলিশ ।

পুলিশ কমিশনার আনন্দ শ্রীবাস্তব জানিয়েছেন, তথ্য প্রযুক্তি বিভাগের ফাইল অনলাইনে করার কাজ চলছে । সে কারণেই আলমারি থেকে পুরনো সব ফাইল বের করার প্রক্রিয়া চলছিল । এ সময় যোজনা ভবনের বেসমেন্টে রাখা দুটি আলমারি খুলে দেওয়া হয় । এর মধ্যে একটিতে ফাইল পাওয়া গেলেও অপর আলমারিতে দু'টি ব্যাগ পাওয়া গিয়েছে ৷ যার মধ্যে একটি ব্যাগের মধ্যে দুই কোটি 31 লক্ষ টাকা, তাতে 2-2 হাজার এবং 500-500 টাকার নোট পাওয়া গিয়েছে ৷ এ ছাড়া আরও এক ব্যাগের ভিতর এক কেজির বেশি সোনা পাওয়া গিয়েছে। খবর পেয়ে পুলিশ তত্ত্বাবধায়ক-সহ অধিদফতরের সঙ্গে যুক্ত আটজনকে হেফাজতে নিয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আনন্দ শ্রীবাস্তব বলেন, "সরকারি দফতরের আলমারিতে এই নগদ টাকা ও সোনা পাওয়া গিয়েছে ৷ কীভাবে এত বিপুল পরিমাণ সোনা এখানে এল, তা তদন্তের বিষয় হয়ে দাঁড়িয়েছে ।" তিনি আরও বলেন, "প্রাথমিক তদন্তে জানা গিয়েছে সেখানে কী অবস্থায় ব্যাগগুলি পাওয়া যায় সেখানে । ব্যাগগুলি দীর্ঘদিন ধরে ওখানে রাখা ছিল। তবে এখন পুরো বিষয়টির তদন্ত চলছে ৷ তদন্ত শেষ হলেই বিষয়টি পরিষ্কার হবে। সিসিটিভি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করা হচ্ছে ৷ তার ভিত্তিতেও খতিয়ে দেখা হবে কীভাবে এবং কখন ওই পরিমাণ টাকা ও সোনা এখানে এল ।"

আরও পড়ুন: ফের নোটবন্দি ! আপনার কাছে 2000 টাকার নোট থাকলে কী করবেন জেনে নিন

জয়পুর, 20 মে: রাজস্থানে রাজনৈতিক উত্তেজনার মাঝেই একটি সরকারি দফতরে কোটি টাকার নগদ ও সোনা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে । যোজনা ভবনের বেসমেন্টে রাখা আলমারিতে 2 কোটির বেশি নগদ ও 1 কেজি সোনা পাওয়া গিয়েছে । সরকারি দফতরের আলমারিতে বিপুল পরিমাণ অর্থ পাওয়া যাওয়ার পর এবার গোটা বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে পুলিশ। বিষয়টির গুরুত্বের পরিপ্রেক্ষিতে মুখ্যসচিব ঊষা শর্মা এবং পুলিশের ডিজি আইন শৃঙ্খলা উমেশ মিশ্র, জয়পুরের পুলিশ কমিশনার আনন্দ শ্রীবাস্তব-সহ শীর্ষ পুলিশ আধিকারিকরা শুক্রবার রাত 11 টায় সচিবালয়ে একটি সাংবাদিক সম্মেলন ডেকে বিষয়টি জানান । গোটা ঘটনায় আটটির বেশি বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরকে হেফাজতে নিয়েছে পুলিশ ।

পুলিশ কমিশনার আনন্দ শ্রীবাস্তব জানিয়েছেন, তথ্য প্রযুক্তি বিভাগের ফাইল অনলাইনে করার কাজ চলছে । সে কারণেই আলমারি থেকে পুরনো সব ফাইল বের করার প্রক্রিয়া চলছিল । এ সময় যোজনা ভবনের বেসমেন্টে রাখা দুটি আলমারি খুলে দেওয়া হয় । এর মধ্যে একটিতে ফাইল পাওয়া গেলেও অপর আলমারিতে দু'টি ব্যাগ পাওয়া গিয়েছে ৷ যার মধ্যে একটি ব্যাগের মধ্যে দুই কোটি 31 লক্ষ টাকা, তাতে 2-2 হাজার এবং 500-500 টাকার নোট পাওয়া গিয়েছে ৷ এ ছাড়া আরও এক ব্যাগের ভিতর এক কেজির বেশি সোনা পাওয়া গিয়েছে। খবর পেয়ে পুলিশ তত্ত্বাবধায়ক-সহ অধিদফতরের সঙ্গে যুক্ত আটজনকে হেফাজতে নিয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আনন্দ শ্রীবাস্তব বলেন, "সরকারি দফতরের আলমারিতে এই নগদ টাকা ও সোনা পাওয়া গিয়েছে ৷ কীভাবে এত বিপুল পরিমাণ সোনা এখানে এল, তা তদন্তের বিষয় হয়ে দাঁড়িয়েছে ।" তিনি আরও বলেন, "প্রাথমিক তদন্তে জানা গিয়েছে সেখানে কী অবস্থায় ব্যাগগুলি পাওয়া যায় সেখানে । ব্যাগগুলি দীর্ঘদিন ধরে ওখানে রাখা ছিল। তবে এখন পুরো বিষয়টির তদন্ত চলছে ৷ তদন্ত শেষ হলেই বিষয়টি পরিষ্কার হবে। সিসিটিভি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করা হচ্ছে ৷ তার ভিত্তিতেও খতিয়ে দেখা হবে কীভাবে এবং কখন ওই পরিমাণ টাকা ও সোনা এখানে এল ।"

আরও পড়ুন: ফের নোটবন্দি ! আপনার কাছে 2000 টাকার নোট থাকলে কী করবেন জেনে নিন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.