ETV Bharat / bharat

দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা 1 কোটি ছাড়াল

author img

By

Published : Dec 19, 2020, 1:27 PM IST

ভারতে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1 কোটি সাড়ে 4 হাজারের বেশি । গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 347 জনের ।

1 কোটি ছাড়াল কোরোনা আক্রান্তের সংখ্যা
1 কোটি ছাড়াল কোরোনা আক্রান্তের সংখ্যা

দিল্লি, 19 ডিসেম্বর : দেশে বেড়ে চলেছে কোরোনায় আক্রান্তের সংখ্যা । আজ দেশে আক্রান্তের সংখ্যা 1 কোটি ছাড়াল । স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, 324 দিনে মোট আক্রান্ত হয়েছেন 1 কোটি 4 হাজার 599 জন । গত 24 ঘণ্টায় আক্রান্তের সংখ্যা 25 হাজার 153 । একদিনে মৃত্যু হয়েছে 347 জনের । এনিয়ে মৃত্যু হয়েছে মোট 1 লাখ 45 হাজার 136 জনের ।

গত 24 ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন 29 হাজার 885 জন । এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন 95 লাখ 50 হাজার 712 জন । মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 3 লাখ 8 হাজার 751 ।

দেশে কোরোনা আক্রান্তের নিরিখে এখনও পর্যন্ত শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । দিন দিন বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা । মোট আক্রান্ত হয়েছেন 18 লাখ 88 হাজার 767 জন । সুস্থ হয়ে উঠেছেন 17 লাখ 78 হাজার 722 জন । দ্বিতীয় স্থানে রয়েছে কর্নাটক । মোট আক্রান্তের সংখ্যা 9 লাখ 7 হাজার 123 জন এবং সুস্থ হয়ে উঠেছেন 8 লাখ 79 হাজার 735 জন । তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ, মোট 8 লাখ 77 হাজার 806 আক্রান্ত হয়েছেন এবং 8 লাখ 66 হাজার 359 জন সুস্থ হয়ে উঠেছেন ।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের দেওয়া তথ্য অনুসারে শুক্রবারে মোট 11 লাখ 71 হাজার 868 সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । এপর্যন্ত মোট 16 কোটি 90 হাজার 514 সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ।

দিল্লি, 19 ডিসেম্বর : দেশে বেড়ে চলেছে কোরোনায় আক্রান্তের সংখ্যা । আজ দেশে আক্রান্তের সংখ্যা 1 কোটি ছাড়াল । স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, 324 দিনে মোট আক্রান্ত হয়েছেন 1 কোটি 4 হাজার 599 জন । গত 24 ঘণ্টায় আক্রান্তের সংখ্যা 25 হাজার 153 । একদিনে মৃত্যু হয়েছে 347 জনের । এনিয়ে মৃত্যু হয়েছে মোট 1 লাখ 45 হাজার 136 জনের ।

গত 24 ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন 29 হাজার 885 জন । এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন 95 লাখ 50 হাজার 712 জন । মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 3 লাখ 8 হাজার 751 ।

দেশে কোরোনা আক্রান্তের নিরিখে এখনও পর্যন্ত শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । দিন দিন বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা । মোট আক্রান্ত হয়েছেন 18 লাখ 88 হাজার 767 জন । সুস্থ হয়ে উঠেছেন 17 লাখ 78 হাজার 722 জন । দ্বিতীয় স্থানে রয়েছে কর্নাটক । মোট আক্রান্তের সংখ্যা 9 লাখ 7 হাজার 123 জন এবং সুস্থ হয়ে উঠেছেন 8 লাখ 79 হাজার 735 জন । তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ, মোট 8 লাখ 77 হাজার 806 আক্রান্ত হয়েছেন এবং 8 লাখ 66 হাজার 359 জন সুস্থ হয়ে উঠেছেন ।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের দেওয়া তথ্য অনুসারে শুক্রবারে মোট 11 লাখ 71 হাজার 868 সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । এপর্যন্ত মোট 16 কোটি 90 হাজার 514 সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.