ETV Bharat / bharat

মেয়েদের ছেঁড়া জিনসে আপত্তি রাওয়াতের, তীব্র কটাক্ষ জয়া-প্রিয়াঙ্কা-মহুয়ার - উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী

মেয়েদের ছেঁড়া জিনস পরা নিয়ে আপত্তি জানিয়ে মন্তব্য করেছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াত ৷ সে জন্য জয়া বচ্চন, প্রিয়াঙ্কা গান্ধী, মহুয়া মৈত্ররা তীব্র সমালোচনা করেছেন তাঁর ৷

mohua moitra jaya bachchan and priyanka gandhi condemn uttarakhand cm tirath singh rawat for ripped jeans remark
মেয়েদের ছেঁড়া জিনসে আপত্তি রাওয়াতের, তীব্র কটাক্ষ জয়া-প্রিয়াঙ্কা-মহুয়ার
author img

By

Published : Mar 19, 2021, 8:20 AM IST

Updated : Mar 19, 2021, 10:15 AM IST

মুম্বই, 18 মার্চ: মেয়েদের ছেঁড়া জিনস পরা নিয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াতের মন্তব্যে দেশজুড়ে তরজা শুরু হয়েছে ৷ ওই মন্তব্যের নিন্দা করে গর্জে উঠেছেন নেটিজেনরা ৷ থেমে নেই রাজনৈতিক নেতৃত্বও ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ির খাকি শর্টস পরা ছবি পোস্ট করে পাল্টা কটাক্ষ করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ রাওয়াতের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন সমাজবাদী পার্টি সাংসদ জয় বচ্চন ও তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷

কী বলেছিলেন রাওয়াত?

মঙ্গলবার একটি কর্মিসভায় এক মহিলার সঙ্গে তাঁর কথোপকথন তুলে ধরেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ৷ ওই মহিলা নাকি তাঁর দুই সন্তানকে নিয়ে বিমানে সফর করছিলেন ৷ রাওয়াত বলেন, "তিনি আমার পাশে বসেছিলেন, তাই তাঁর সঙ্গে কথা বলি ৷ তিনি গাম্বুট পরেছিলেন, আর তাঁর জিনসটা হাঁটুর কাছে ছেঁড়া ছিল ৷ তিনি একটি এনজিও চালান ৷ তাঁর জিনস হাঁটুর কাছে ছেঁড়া ৷ তাই নিয়েই তিনি বাচ্চাদের সঙ্গে করে সমাজে ঘুরে বেড়াচ্ছেন ৷ ছেলেমেয়েদের কী মূল্যবোধ তিনি শেখাবেন ?"

বাড়ি থেকেই বাচ্চারা খারাপ জিনিসগুলি শেখে বলে দাবি করে রাওয়াত বলেন, "কাঁচি দিয়ে সংস্কার...হাঁটু দেখিয়ে, ছেঁড়া ডেনিম পরে ধনী বাচ্চার মতো সাজা ৷ এই মূল্যবোধই এখন শেখানো হচ্ছে ৷"

আরও পড়ুন: গঙ্গা-যমুনা-সরস্বতীর সঙ্গমে পবিত্র স্নান প্রিয়াঙ্কার

এই মন্তব্যে নিন্দার ঝড়

রাওয়াতের এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা ৷ নরেন্দ্র মোদি, মোহন ভাগবত ও নীতিন গডকড়ির আরএসএস-এর উর্দি পরা কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি ৷ যেখানে শর্টস পরে রয়েছেন গেরুয়া শিবিরের তিন শীর্ষ নেতা ৷ ক্যাপশনে প্রিয়াঙ্কা তীব্র বিদ্রুপ করে লিখেছেন, "হে ভগবান ! ওদের হাঁটু দেখা যাচ্ছে ৷"

রাওয়াতের মন্তব্যের কড়া ভাষায় নিন্দা করেছেন জয়া বচ্চন ও মহুয়া মৈত্রও ৷ জয়া সংবাসসংস্থা এএনআই-রে এ ব্যাপারে বলেছেন, "এ ধরনের মন্তব্য কোনও মুখ্যমন্ত্রীর মুখে মানায় না ৷ যাঁরা উঁচু পদে রয়েছেন, তাঁদের অবশ্যই কোনও মন্তব্য করার আগে ভেবে তা করা উচিত ৷ আজকের দিনে আপনি এই কথা বললে, আপনি ঠিক করুন কে সংস্কৃতিবান আর কে নয় ?"

রাওয়াতের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ তিনি বলেন, "মিস্টার মুখ্যমন্ত্রী, আমরা যখন আপনার দিকে তাকাই, তখন সর্বত্র একজন নির্লজ্জ মানুষকে দেখি ৷"

  • Uttarakhand CM :
    “Jabh nichey dekha toh gumboot the.. aur upar dekha toh .... NGO chalati ho aur ghutney phatey dikte hai?”

    CM saab- jabh apko dekha toh upar neeche aagey peechey humein sirf besharm behuda aadmi dikhta hai

    State chalatey ho aur dimaag phatey dikte hai?

    — Mahua Moitra (@MahuaMoitra) March 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সোশ্যাল মিডিয়াতেও রাওয়াতের মন্তব্য ঘিরে উঠেছে সমালোচনার ঝড় ৷ অনেকেই প্রতিবাদস্বরূপ নিজেদের ছেঁড়া জিনস পরা ছবি পোস্ট করেছেন ৷

মুম্বই, 18 মার্চ: মেয়েদের ছেঁড়া জিনস পরা নিয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াতের মন্তব্যে দেশজুড়ে তরজা শুরু হয়েছে ৷ ওই মন্তব্যের নিন্দা করে গর্জে উঠেছেন নেটিজেনরা ৷ থেমে নেই রাজনৈতিক নেতৃত্বও ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ির খাকি শর্টস পরা ছবি পোস্ট করে পাল্টা কটাক্ষ করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ রাওয়াতের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন সমাজবাদী পার্টি সাংসদ জয় বচ্চন ও তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷

কী বলেছিলেন রাওয়াত?

মঙ্গলবার একটি কর্মিসভায় এক মহিলার সঙ্গে তাঁর কথোপকথন তুলে ধরেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ৷ ওই মহিলা নাকি তাঁর দুই সন্তানকে নিয়ে বিমানে সফর করছিলেন ৷ রাওয়াত বলেন, "তিনি আমার পাশে বসেছিলেন, তাই তাঁর সঙ্গে কথা বলি ৷ তিনি গাম্বুট পরেছিলেন, আর তাঁর জিনসটা হাঁটুর কাছে ছেঁড়া ছিল ৷ তিনি একটি এনজিও চালান ৷ তাঁর জিনস হাঁটুর কাছে ছেঁড়া ৷ তাই নিয়েই তিনি বাচ্চাদের সঙ্গে করে সমাজে ঘুরে বেড়াচ্ছেন ৷ ছেলেমেয়েদের কী মূল্যবোধ তিনি শেখাবেন ?"

বাড়ি থেকেই বাচ্চারা খারাপ জিনিসগুলি শেখে বলে দাবি করে রাওয়াত বলেন, "কাঁচি দিয়ে সংস্কার...হাঁটু দেখিয়ে, ছেঁড়া ডেনিম পরে ধনী বাচ্চার মতো সাজা ৷ এই মূল্যবোধই এখন শেখানো হচ্ছে ৷"

আরও পড়ুন: গঙ্গা-যমুনা-সরস্বতীর সঙ্গমে পবিত্র স্নান প্রিয়াঙ্কার

এই মন্তব্যে নিন্দার ঝড়

রাওয়াতের এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা ৷ নরেন্দ্র মোদি, মোহন ভাগবত ও নীতিন গডকড়ির আরএসএস-এর উর্দি পরা কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি ৷ যেখানে শর্টস পরে রয়েছেন গেরুয়া শিবিরের তিন শীর্ষ নেতা ৷ ক্যাপশনে প্রিয়াঙ্কা তীব্র বিদ্রুপ করে লিখেছেন, "হে ভগবান ! ওদের হাঁটু দেখা যাচ্ছে ৷"

রাওয়াতের মন্তব্যের কড়া ভাষায় নিন্দা করেছেন জয়া বচ্চন ও মহুয়া মৈত্রও ৷ জয়া সংবাসসংস্থা এএনআই-রে এ ব্যাপারে বলেছেন, "এ ধরনের মন্তব্য কোনও মুখ্যমন্ত্রীর মুখে মানায় না ৷ যাঁরা উঁচু পদে রয়েছেন, তাঁদের অবশ্যই কোনও মন্তব্য করার আগে ভেবে তা করা উচিত ৷ আজকের দিনে আপনি এই কথা বললে, আপনি ঠিক করুন কে সংস্কৃতিবান আর কে নয় ?"

রাওয়াতের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ তিনি বলেন, "মিস্টার মুখ্যমন্ত্রী, আমরা যখন আপনার দিকে তাকাই, তখন সর্বত্র একজন নির্লজ্জ মানুষকে দেখি ৷"

  • Uttarakhand CM :
    “Jabh nichey dekha toh gumboot the.. aur upar dekha toh .... NGO chalati ho aur ghutney phatey dikte hai?”

    CM saab- jabh apko dekha toh upar neeche aagey peechey humein sirf besharm behuda aadmi dikhta hai

    State chalatey ho aur dimaag phatey dikte hai?

    — Mahua Moitra (@MahuaMoitra) March 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সোশ্যাল মিডিয়াতেও রাওয়াতের মন্তব্য ঘিরে উঠেছে সমালোচনার ঝড় ৷ অনেকেই প্রতিবাদস্বরূপ নিজেদের ছেঁড়া জিনস পরা ছবি পোস্ট করেছেন ৷

Last Updated : Mar 19, 2021, 10:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.