ETV Bharat / bharat

PM Rally in Karnataka: ফের প্রধানমন্ত্রীর নিরাপত্তায় ফাঁক, কর্ণাটকে রোড-শো চলাকালীন উড়ে এল মোবাইল! - নরেন্দ্র মোদি

মাইসোরে বিশেষভাবে সাজানো গাড়ির একেবারে সামনে দাঁড়িয়ে জনতার উদ্দেশে হাত নাড়ছিলেন মোদি। সেই সময়ই ফুল দিয়ে সাজানো প্রধানমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় একটি মোবাইল ফোন।

PM Rally in Karnataka
মাইসোরে মোদির রোড-শো
author img

By

Published : May 1, 2023, 12:45 AM IST

মাইসোর, 30 এপ্রিল: ফের প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বড়সড় ফাটল। কর্ণাটকের মাইসোরে রবিবার রোড-শো চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে উড়ে এল মোবাইল ফোন। প্রধানমন্ত্রী অল্পের জন্য রক্ষা পেলেও ফের একবার প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে গেল তাঁর নিরাপত্তা।

'মন কি বাত'-এর অনুষ্ঠান সেরে এদিন ভোটমুখী কর্ণাটকের 6টি সভা সারেন মোদি । এর মধ্যে মাইসোরে একটি বিশেষভাবে ডিজাইন করা গাড়িতে দাঁড়িয়ে রোড-শো সারছিলেন 'নমো'। গাড়ির একেবারে সামনে দাঁড়িয়ে জনতার উদ্দেশে হাত নাড়তে দেখা যায় তাঁকে। সেই সময়ই ফুল দিয়ে সাজানো প্রধানমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় একটি মোবাইল ফোন। যদিও ফোনটি প্রধানমন্ত্রীর গায়ে লাগেনি। ফোনটি গাড়ির সামনের বনেটের উপর এসে আছড়ে পড়ে।

আগামী 10 মে কর্ণাটকে বিধানসভা ভোট। তার আগে এদিন রাজ্যে একাধিক জনসভা করেন প্রধানমন্ত্রী। পরে সন্ধ্যায় রোড-শো'য়ে অংশ নিতে দেখা যায় মোদিকে। গাড়ি থেকে নেমে জনতার মধ্যেও মিশে যান তিনি। ওই রোড-শো চলাকালীনই মোদির গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় মোবাইলটি। পুলিশ সূত্রে খবর, এক মহিলা বিজেপি কর্মী ওই মোবাইলটি ছুড়েছিলেন। ওই বিজেপি কর্মীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর এসপিজির তরফে জানানো হয়েছে, অতিরিক্ত উত্তেজনার বশেই ফোনটি ছুড়েছিলেন তিনি। পাশাপাশি এই ঘটনার পিছনে ওই মহিলার কোনও অসৎ উদ্দেশ্য ছিল না বলেও পুলিশ নিশ্চিত করে ।

আরও পড়ুন: 'মোদি একটি প্রতিষ্ঠান', 'বিষধর সাপ' মন্তব্যে খাড়গেকে তুলোধনা রাজনাথের

গাড়িতে মোবাইলটি ছোড়া হলেও তা প্রধানমন্ত্রীর নজর এড়িয়ে যায়। তবে তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)-এর কর্মীরা দ্রুত ফোনটি বাজেয়াপ্ত করেন। যদিও পরে ওই মহিলাকে ফোনটি ফিরিয়ে দেওয়া হয়েছে বলে খবর। রাজ্য পুলিশের অতিরিক্ত ডিজি (আইন শৃঙ্খলা) অলোক কুমার বলেন, "উত্তেজনায় ফোনটি ছুড়ে দেওয়া হয়েছিল। ওই মহিলার কোনও খারাপ উদ্দেশ্য ছিল না ।" ঘটনার সময় মাইসোরু-কোদাগুরর সাংসদ প্রতাপ সিং, রাজ্যের প্রাক্তন মন্ত্রী কেএস ঈশ্বরাপ্পা এবং এসএ রামাদাস প্রধানমন্ত্রীর পাশেই ছিলেন। রাস্তার দু'পাশে প্রচুর সংখ্যক জড়ো হওয়া মানুষের দিকে হাত নাড়ছিলেন মোদি।

মাইসোর, 30 এপ্রিল: ফের প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বড়সড় ফাটল। কর্ণাটকের মাইসোরে রবিবার রোড-শো চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে উড়ে এল মোবাইল ফোন। প্রধানমন্ত্রী অল্পের জন্য রক্ষা পেলেও ফের একবার প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে গেল তাঁর নিরাপত্তা।

'মন কি বাত'-এর অনুষ্ঠান সেরে এদিন ভোটমুখী কর্ণাটকের 6টি সভা সারেন মোদি । এর মধ্যে মাইসোরে একটি বিশেষভাবে ডিজাইন করা গাড়িতে দাঁড়িয়ে রোড-শো সারছিলেন 'নমো'। গাড়ির একেবারে সামনে দাঁড়িয়ে জনতার উদ্দেশে হাত নাড়তে দেখা যায় তাঁকে। সেই সময়ই ফুল দিয়ে সাজানো প্রধানমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় একটি মোবাইল ফোন। যদিও ফোনটি প্রধানমন্ত্রীর গায়ে লাগেনি। ফোনটি গাড়ির সামনের বনেটের উপর এসে আছড়ে পড়ে।

আগামী 10 মে কর্ণাটকে বিধানসভা ভোট। তার আগে এদিন রাজ্যে একাধিক জনসভা করেন প্রধানমন্ত্রী। পরে সন্ধ্যায় রোড-শো'য়ে অংশ নিতে দেখা যায় মোদিকে। গাড়ি থেকে নেমে জনতার মধ্যেও মিশে যান তিনি। ওই রোড-শো চলাকালীনই মোদির গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় মোবাইলটি। পুলিশ সূত্রে খবর, এক মহিলা বিজেপি কর্মী ওই মোবাইলটি ছুড়েছিলেন। ওই বিজেপি কর্মীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর এসপিজির তরফে জানানো হয়েছে, অতিরিক্ত উত্তেজনার বশেই ফোনটি ছুড়েছিলেন তিনি। পাশাপাশি এই ঘটনার পিছনে ওই মহিলার কোনও অসৎ উদ্দেশ্য ছিল না বলেও পুলিশ নিশ্চিত করে ।

আরও পড়ুন: 'মোদি একটি প্রতিষ্ঠান', 'বিষধর সাপ' মন্তব্যে খাড়গেকে তুলোধনা রাজনাথের

গাড়িতে মোবাইলটি ছোড়া হলেও তা প্রধানমন্ত্রীর নজর এড়িয়ে যায়। তবে তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)-এর কর্মীরা দ্রুত ফোনটি বাজেয়াপ্ত করেন। যদিও পরে ওই মহিলাকে ফোনটি ফিরিয়ে দেওয়া হয়েছে বলে খবর। রাজ্য পুলিশের অতিরিক্ত ডিজি (আইন শৃঙ্খলা) অলোক কুমার বলেন, "উত্তেজনায় ফোনটি ছুড়ে দেওয়া হয়েছিল। ওই মহিলার কোনও খারাপ উদ্দেশ্য ছিল না ।" ঘটনার সময় মাইসোরু-কোদাগুরর সাংসদ প্রতাপ সিং, রাজ্যের প্রাক্তন মন্ত্রী কেএস ঈশ্বরাপ্পা এবং এসএ রামাদাস প্রধানমন্ত্রীর পাশেই ছিলেন। রাস্তার দু'পাশে প্রচুর সংখ্যক জড়ো হওয়া মানুষের দিকে হাত নাড়ছিলেন মোদি।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.