মুম্বই, 25 জুন: পথকুকুরদের খাওয়ানোর সময় তরুণী উপর ছুরি ও ব্লেড দিয়ে হামলার অভিযোগ একদল যুবকের বিরুদ্ধে ৷ তাঁর হাতে একাধিক গভীর ক্ষত তৈরি হয়েছে ৷ জানা গিয়েছে, আক্রান্ত তরুণীর হাতে 46টিরও বেশি সেলাই পড়েছে ৷ শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের সিক্কানগর এলাকার চারনি রোডে ৷ সোশাল মিডিয়ায় এই ঘটনা সংক্রান্ত একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, ওই তরুণী তাঁর 14 বছরের ভাইয়ের সঙ্গে এলাকার কুকুরদের খাবার দিচ্ছিলেন ৷ ঘটনায় আহত হয়েছে নাবালক ভাইও ৷
পুলিশের আরও জানিয়েছে, তরুণী যখন তাঁর ভাইয়ের সঙ্গে এলাকার কুকুরদের খাবার দিচ্ছিলেন, সেই সময় একদল যুবক তাঁকে উদ্দেশ্য করে কটূক্তি করতে থাকে ৷ রাস্তার কুকুদের খাওয়ানো নিয়েও তাঁদের উদ্দেশ্য করে নানান মন্তব্য করতে থাকেন অভিযুক্তরা ৷ অভিযোগ, প্রতিবাদ করায় তাঁরা যুবতীর ভাইকে মারধর করতে শুরু করে ৷ সেই সময় যুবতী বাধা দিতে গেলে, তাঁর উপর ছুরি ও ব্লেড নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ ৷
তরুণীর উপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ পুলিশ তরুণী এবং তাঁর ভাইকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় ৷ ঘটনার ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই স্থানীয় একটি পশুপ্রেমী স্বেচ্ছাসেবী সংস্থা ঘটনাস্থলে যায় ৷ এরপর রবিবার সকালে তাঁরা তরুণীকে সঙ্গে নিয়ে থানায় যান এবং অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন ৷ পুলিশ অভিযুক্তদের চিহ্নিত করেছে ৷ তাঁরা সকলেই যুবতীর প্রতিবেশী বলে জানা গিয়েছে ৷ অভিযুক্তরা হলেন রাজুকুমার মিশ্র, ঋতিকা মিশ্র এবং রাজেশ মিশ্র ৷
আরও পড়ুন: বিয়ের পরেও প্রেমিককে ফোন! মহিলার উপর অ্যাসিড হামলা বাবা-জামাইবাবুর
ঘটনায় অভিযুক্তদের কাউকেই এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি ৷ তবে, অভিযুক্তদের সতর্ক করে দেওয়া হয়েছে ৷ স্থানীয় ভিপি নগর থানার পুলিশ ঘটনার তদন্ত করছে ৷ তদন্তকারী আধিকারিক জানিয়েছেন, তাঁরা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন ৷ কারণ, এই হামলাটি পূর্ব পরিকল্পিত হয়ে থাকতে পারে ৷ নয়তো আগে থেকে ছুরি ও ব্লেড নিয়ে কেন অভিযুক্তরা সেখানে গিয়ে উপস্থিত হবেন ? যুবতীর হাতে 46টির বেশি সেলাই পড়েছে ৷ তাঁর 14 বছরের ভাইও আহত হয়েছে ৷